Ajker Patrika

করোনা শনাক্তের হার ৬ শতাংশের কম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫২
করোনা শনাক্তের হার ৬ শতাংশের কম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ শতাংশের কম। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৯ জন। মারা যাওয়া ব্যক্তিটি শহরের বাসিন্দা। 

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭৪৮ জনের। 

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৭ শতাংশ। এদিন জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত