চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নির্মাণাধীন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে। তবে ঠিক কবে নাগাদ চুরি হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি হল কর্তৃপক্ষ। এ ছাড়া হলের নিরাপত্তায় কোনো প্রহরীও ছিল না।
রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় চুরির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া।
প্রভোস্ট বলেন, ‘গত বৃহস্পতিবার প্রকৌশল দপ্তর থেকে আমাকে বিষয়টি জানানো হয়। কী কী চুরি হয়েছে তার প্রাথমিক একটা তালিকা করেছি। থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, ১০-১২টার মতো বৈদ্যুতিক পাখা, বাথরুমের কলের ট্যাপ খুলে নিয়ে গেছে। মোট ১০-১৫ লাখ টাকার মালামাল চুরি গেছে বলে আমার ধারণা। আগামীকাল প্রকৌশল দপ্তর থেকে বিস্তারিত তালিকা দিলে প্রশাসনের কাছে জমা দিতে পারব।’
কুন্তল বড়ুয়া বলেন, ‘পরিদর্শন করে যেটা বুঝলাম, এই ঘটনা একদিনে হয়নি। আমি প্রায় প্রতিদিনই হল থেকে ঘুরে আসি। মাঝে নাটকের শো নিয়ে ১৬ জুন থেকে ২৬ জুন পর্যন্ত কলকাতায় ছিলাম। সে সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। কারণ, ইলেকট্রিক ওয়্যারিং, জানালার থাই অ্যালুমিনিয়াম বা এতগুলো ফ্যান খুলে ফেলা সময়সাপেক্ষ ব্যাপার। মাঝে কিছু আনসার রেখেছিলাম পাহারার জন্য। চুরির সময় তারা ছিল না বলে আমার ধারণা। এখনো বোধ হয় প্রহরীর দায়িত্বে কেউ নেই। তবে রেজিস্ট্রার, প্রক্টর যেহেতু বিষয়টি জেনেছেন, শিগগিরই ব্যবস্থা হয়ে যাবে।’
প্রভোস্ট বলেন, ‘আমি এই হলের প্রভোস্ট হয়েছি বটে, তবে প্রশাসনের পক্ষ থেকে আমাকে হল বুঝিয়ে দেওয়া হয়নি। প্রশাসন বুঝিয়ে দিতে পারেনি কারণ ঠিকাদার প্রশাসনকে এখনো বুঝিয়ে দেয়নি। তাই কাজটা প্রায় শেষ হয়েছে, আবার প্রায় শেষ হয়নি বলা যায়। এর মধ্যে এই ঘটনা ঘটে গেছে। এর দায় বা জবাবদিহি কাউকে না কাউকে করতে হবে। আমি বলেছি, কারও গাফিলতি বা কর্তব্যে অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকা’কে বলেন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে দেখিনি। প্রভোস্ট আমাকে শুধু মৌখিকভাবে জানিয়েছেন চুরির ব্যাপারে। লিখিতভাবে কিছু জানাননি।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বঙ্গবন্ধু হল বা অতীশ দীপঙ্কর হলের ওদিকে আমাদের কোনো নিরাপত্তা প্রহরী নেই। পাহারার জন্য লোক নিয়োগের ব্যাপারে আমাদের কখনো কোনো চিঠিও দেওয়া হয়নি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নির্মাণাধীন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে। তবে ঠিক কবে নাগাদ চুরি হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি হল কর্তৃপক্ষ। এ ছাড়া হলের নিরাপত্তায় কোনো প্রহরীও ছিল না।
রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় চুরির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া।
প্রভোস্ট বলেন, ‘গত বৃহস্পতিবার প্রকৌশল দপ্তর থেকে আমাকে বিষয়টি জানানো হয়। কী কী চুরি হয়েছে তার প্রাথমিক একটা তালিকা করেছি। থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, ১০-১২টার মতো বৈদ্যুতিক পাখা, বাথরুমের কলের ট্যাপ খুলে নিয়ে গেছে। মোট ১০-১৫ লাখ টাকার মালামাল চুরি গেছে বলে আমার ধারণা। আগামীকাল প্রকৌশল দপ্তর থেকে বিস্তারিত তালিকা দিলে প্রশাসনের কাছে জমা দিতে পারব।’
কুন্তল বড়ুয়া বলেন, ‘পরিদর্শন করে যেটা বুঝলাম, এই ঘটনা একদিনে হয়নি। আমি প্রায় প্রতিদিনই হল থেকে ঘুরে আসি। মাঝে নাটকের শো নিয়ে ১৬ জুন থেকে ২৬ জুন পর্যন্ত কলকাতায় ছিলাম। সে সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। কারণ, ইলেকট্রিক ওয়্যারিং, জানালার থাই অ্যালুমিনিয়াম বা এতগুলো ফ্যান খুলে ফেলা সময়সাপেক্ষ ব্যাপার। মাঝে কিছু আনসার রেখেছিলাম পাহারার জন্য। চুরির সময় তারা ছিল না বলে আমার ধারণা। এখনো বোধ হয় প্রহরীর দায়িত্বে কেউ নেই। তবে রেজিস্ট্রার, প্রক্টর যেহেতু বিষয়টি জেনেছেন, শিগগিরই ব্যবস্থা হয়ে যাবে।’
প্রভোস্ট বলেন, ‘আমি এই হলের প্রভোস্ট হয়েছি বটে, তবে প্রশাসনের পক্ষ থেকে আমাকে হল বুঝিয়ে দেওয়া হয়নি। প্রশাসন বুঝিয়ে দিতে পারেনি কারণ ঠিকাদার প্রশাসনকে এখনো বুঝিয়ে দেয়নি। তাই কাজটা প্রায় শেষ হয়েছে, আবার প্রায় শেষ হয়নি বলা যায়। এর মধ্যে এই ঘটনা ঘটে গেছে। এর দায় বা জবাবদিহি কাউকে না কাউকে করতে হবে। আমি বলেছি, কারও গাফিলতি বা কর্তব্যে অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকা’কে বলেন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে দেখিনি। প্রভোস্ট আমাকে শুধু মৌখিকভাবে জানিয়েছেন চুরির ব্যাপারে। লিখিতভাবে কিছু জানাননি।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বঙ্গবন্ধু হল বা অতীশ দীপঙ্কর হলের ওদিকে আমাদের কোনো নিরাপত্তা প্রহরী নেই। পাহারার জন্য লোক নিয়োগের ব্যাপারে আমাদের কখনো কোনো চিঠিও দেওয়া হয়নি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে