হিমেল চাকমা, রাঙামাটি
নিজের নিরাপত্তা, সাবেক স্ত্রী ও স্ত্রীর প্রেমিক জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে রাঙামাটি সদর উপজেলার কৃষক লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান। আজ সোমবার সকালে রাঙামাটি শহরের বনরূপার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মোস্তাফিজুর।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজ বলেন, ২০০৬ সালে প্রেম করে মনিকা আক্তারকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান থাকলেও পরে মোস্তাফিজুরকে ডিভোর্স দেন মনিকা। তাঁর অভিযোগ সাবেক স্ত্রী মনিকা বিভিন্ন জনের সঙ্গে অবৈধ মেলামেশা করে তাঁদের ব্ল্যাকমেল করে। এ কথা জানার পর বাধা দিলে আরও বেপরোয়া হয়ে উঠে মনিকা। একপর্যায়ে ২০২১ সালে ২৯ জুলাই ফারুক আহমেদের নেতৃত্বে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর হামলা করে। এখন সে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে। ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মোস্তাফিজুর। মনিকা আক্তার ও ফারুকের বিচারের দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি শহরের আমানতবাগে বাসিন্দা বিল্লাল হোসেন টিটু, সাহেব আলী ও শ্যামল চৌধুরী।
এর কিছুদিন আগে মনিকা ঢাকায় এক সংবাদ সম্মেলনে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন।
এ প্রসঙ্গে মনিকা আক্তার বলেন, আমার বিরুদ্ধে সাবেক স্বামী যে অভিযোগ তুলেছে তা রহস্যজনক। সাব্বির বিরোধী দল করে বলে তাঁকে ফাঁসানো হচ্ছে। সাব্বির আমার বন্ধু মাত্র।
মোস্তাফিজুর অভিযোগ প্রসঙ্গে মনিকা আরও বলেন, তিনি আমার প্রেমিক মেয়র আকবর হোসেনের নাম আনেনি কেন? মেয়র আকবর হোসেনও আমার প্রেমিক। মেয়র আমার সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছে। তাঁর কথায় আমি মোস্তাফিজুরকে ডিভোর্স দিয়েছি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি মেয়রের বিচার চাই।
অভিযোগের ব্যাপারে আকবর হোসেন চৌধুরী বলেন, মনিকা আক্তারের সঙ্গে আমার কোনকালে সম্পর্ক ছিল না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে এলাকার সুনাম ধন্য ব্যক্তিদের টার্গেট করে অপপ্রচার করে বেড়াচ্ছে। আমি তাঁর বিরুদ্ধে মামলা করেছি। আমি মনিকাকে গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি।
নিজের নিরাপত্তা, সাবেক স্ত্রী ও স্ত্রীর প্রেমিক জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে রাঙামাটি সদর উপজেলার কৃষক লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান। আজ সোমবার সকালে রাঙামাটি শহরের বনরূপার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মোস্তাফিজুর।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজ বলেন, ২০০৬ সালে প্রেম করে মনিকা আক্তারকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান থাকলেও পরে মোস্তাফিজুরকে ডিভোর্স দেন মনিকা। তাঁর অভিযোগ সাবেক স্ত্রী মনিকা বিভিন্ন জনের সঙ্গে অবৈধ মেলামেশা করে তাঁদের ব্ল্যাকমেল করে। এ কথা জানার পর বাধা দিলে আরও বেপরোয়া হয়ে উঠে মনিকা। একপর্যায়ে ২০২১ সালে ২৯ জুলাই ফারুক আহমেদের নেতৃত্বে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর হামলা করে। এখন সে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে। ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মোস্তাফিজুর। মনিকা আক্তার ও ফারুকের বিচারের দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি শহরের আমানতবাগে বাসিন্দা বিল্লাল হোসেন টিটু, সাহেব আলী ও শ্যামল চৌধুরী।
এর কিছুদিন আগে মনিকা ঢাকায় এক সংবাদ সম্মেলনে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন।
এ প্রসঙ্গে মনিকা আক্তার বলেন, আমার বিরুদ্ধে সাবেক স্বামী যে অভিযোগ তুলেছে তা রহস্যজনক। সাব্বির বিরোধী দল করে বলে তাঁকে ফাঁসানো হচ্ছে। সাব্বির আমার বন্ধু মাত্র।
মোস্তাফিজুর অভিযোগ প্রসঙ্গে মনিকা আরও বলেন, তিনি আমার প্রেমিক মেয়র আকবর হোসেনের নাম আনেনি কেন? মেয়র আকবর হোসেনও আমার প্রেমিক। মেয়র আমার সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছে। তাঁর কথায় আমি মোস্তাফিজুরকে ডিভোর্স দিয়েছি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি মেয়রের বিচার চাই।
অভিযোগের ব্যাপারে আকবর হোসেন চৌধুরী বলেন, মনিকা আক্তারের সঙ্গে আমার কোনকালে সম্পর্ক ছিল না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে এলাকার সুনাম ধন্য ব্যক্তিদের টার্গেট করে অপপ্রচার করে বেড়াচ্ছে। আমি তাঁর বিরুদ্ধে মামলা করেছি। আমি মনিকাকে গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫