চবি সংবাদদাতা ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বর্ণাঢ্য আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নগরীর সিআরবি, শিল্পকলা একাডেমি, সিআরবি শিরীষতলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) বিভিন্ন স্থানে উৎসবের আয়োজন করা হয়। নতুন বছরকে বরণ করে নিতে এসব উৎসবে বাঙালি ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে।
নববর্ষ উদ্যাপন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন সকাল সাড়ে ৭টায় মূল আয়োজন শুরু হয় বেহালাবাদনের মধ্য দিয়ে। অন্যান্য বারের তুলনায় এবার লোকসমাগম বেশি দেখা গেছে।
অন্যদিকে ‘পয়লা বৈশাখে হোক অঙ্গীকার আমাদের সংস্কৃতি, আমাদের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের বৈশাখী উৎসব।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শুরু হয়ে জারুলতলায় এসে শেষ হয়। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি, মেয়েদের বউচি, ব্যান্ড দল ‘সরলা’ এর পরিবেশনা, পুতুল নাচ, নাগরদোলা, বলি খেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। তবে এ উৎসব ঘিরে যাতে কোন সাংস্কৃতিক বিকৃতি না ঘটে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।
আজকের বৈশাখের দিনে আমাদের উজ্জীবিত হতে হবে নিজস্ব সংস্কৃতির উন্নয়নে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সংস্কৃতিবানদের কাছে এমনটা দেখতে পাচ্ছি না। এদিনে শুধু একটিই গান শুনি-‘এসো হে বৈশাখ’। কেন বৈশাখের ওপরে কি দশ–বিশটা গান থাকতে পারে না?
তিনি বলেন, নিজস্ব সংস্কৃতির চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হতে চাই, নিজস্ব শেকড়ের গান রচনা করতে হবে। বৈশাখের চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ও সুস্থতার লালন করা।’
শিরীষতলায় দুপুরে এক ঘণ্টার বিরতির পর পুনরায় শুরু হয় অনুষ্ঠান। নগরী শিল্পকলা একাডেমিতে দুদিনের চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান চলছে। আজ শেষ দিনে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন একাডেমির শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
নগরের জাতিসংঘ পার্কেও বর্ষবরণ উপলক্ষে পৃথক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ফুলকি প্রাঙ্গণে চলছে তিন দিনের বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ এর শেষ দিন।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের মঞ্চে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মঞ্চের কাঠামো ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। পরে ওই স্থানে বর্ষবরণের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্যসচিব মোহাম্মদ আলী টিটু।
বর্ণাঢ্য আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নগরীর সিআরবি, শিল্পকলা একাডেমি, সিআরবি শিরীষতলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) বিভিন্ন স্থানে উৎসবের আয়োজন করা হয়। নতুন বছরকে বরণ করে নিতে এসব উৎসবে বাঙালি ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে।
নববর্ষ উদ্যাপন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন সকাল সাড়ে ৭টায় মূল আয়োজন শুরু হয় বেহালাবাদনের মধ্য দিয়ে। অন্যান্য বারের তুলনায় এবার লোকসমাগম বেশি দেখা গেছে।
অন্যদিকে ‘পয়লা বৈশাখে হোক অঙ্গীকার আমাদের সংস্কৃতি, আমাদের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের বৈশাখী উৎসব।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শুরু হয়ে জারুলতলায় এসে শেষ হয়। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি, মেয়েদের বউচি, ব্যান্ড দল ‘সরলা’ এর পরিবেশনা, পুতুল নাচ, নাগরদোলা, বলি খেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। তবে এ উৎসব ঘিরে যাতে কোন সাংস্কৃতিক বিকৃতি না ঘটে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।
আজকের বৈশাখের দিনে আমাদের উজ্জীবিত হতে হবে নিজস্ব সংস্কৃতির উন্নয়নে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সংস্কৃতিবানদের কাছে এমনটা দেখতে পাচ্ছি না। এদিনে শুধু একটিই গান শুনি-‘এসো হে বৈশাখ’। কেন বৈশাখের ওপরে কি দশ–বিশটা গান থাকতে পারে না?
তিনি বলেন, নিজস্ব সংস্কৃতির চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হতে চাই, নিজস্ব শেকড়ের গান রচনা করতে হবে। বৈশাখের চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ও সুস্থতার লালন করা।’
শিরীষতলায় দুপুরে এক ঘণ্টার বিরতির পর পুনরায় শুরু হয় অনুষ্ঠান। নগরী শিল্পকলা একাডেমিতে দুদিনের চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান চলছে। আজ শেষ দিনে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন একাডেমির শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
নগরের জাতিসংঘ পার্কেও বর্ষবরণ উপলক্ষে পৃথক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ফুলকি প্রাঙ্গণে চলছে তিন দিনের বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ এর শেষ দিন।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের মঞ্চে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মঞ্চের কাঠামো ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। পরে ওই স্থানে বর্ষবরণের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্যসচিব মোহাম্মদ আলী টিটু।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে