Ajker Patrika

চট্টগ্রামে সর্বোচ্চ ৫৫৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ জুলাই ২০২১, ১১: ৫৯
চট্টগ্রামে সর্বোচ্চ ৫৫৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন পাঁচজন। নমুনা পরীক্ষার হিসাবে করোনা শনাক্তের হার ৩৪ শতাংশের বেশি। এর আগে ১ জুলাই সর্বোচ্চ ৫৫২ জনের করোনা শনাক্ত হয়। আজ সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে মারা গেছেন পাঁচজন। করোনায় আক্রান্তদের মধ্যে চট্টগ্রামে শহরের ৪১৪ জন, শহরের বাইরের উপজেলাগুলোতে ১৪৫ জন। উপজেলাগুলোর মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে রাউজানে ৩৬ জন। 

চট্টগ্রামে এখন পর্যন্ত ৬০ হাজার ৯২৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। এঁদের মধ্যে শহরের ৪৭ হাজার ৩৮১ জন, শহরের বাইরের ১৩ হাজার ৫৪৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭২২ জন। এর মধ্যে শহরের ৪৮২ ও বিভিন্ন উপজেলার ২৪০ জন রয়েছেন। 

আগের দিন রোববার চট্টগ্রামে করোনায় ৬ জনের মৃত্যু হয়। একই সময়ে ১ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করে ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়। ওই দিনও করোনায় আক্রান্তের হার ৩৪ শতাংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত