Ajker Patrika

 ১৪ দলের সমাবেশে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
 ১৪ দলের সমাবেশে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ 

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আয়োজিত গণসমাবেশে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে থানার জেলা পরিষদ চত্বরে সংঘর্ষ হয়। 

জোট সূত্রে জানা যায়, শান্তিশৃঙ্খলা, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মিছিল নিয়ে ঢোকার পথে এমইএস কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আরশাদুল আলম বাচ্ছু ও ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুপক্ষ ইটপাটকেল ছোড়ে। 

সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে সংঘর্ষ থামে। আধা ঘণ্টা পর সমাবেশ শুরু হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, দুই সাবেক ছাত্রলীগ নেতার কর্মীরা মিছিল নিয়ে ঢোকার পথে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত