সবুর শুভ, চট্টগ্রাম
শতবর্ষী পুকুর আড়াআড়িভাবে ভরাট করে রাস্তা বানানো হয়। দুই পাশে বাঁশের খুঁটি দিয়ে এই রাস্তা তৈরির পর এবার পুকুর ভরাটের আয়োজন। চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ডের পশ্চিম মোহরা সেলিমার বাড়ি এলাকায় এভাবেই শতবর্ষী পুকুর ভরাট করা হচ্ছে। ১৬ শতক আয়তনের পুকুর ভরাটে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে গত বুধবার লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছেন স্থানীয় লোকজন। তবে এখনো দৃশ্যমান কোনো তৎপরতায় যায়নি পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ দেওয়া স্থানীয় বাসিন্দা আবুল কাসেম জানান, চান্দগাঁও মোহরা ওয়ার্ডের শতবর্ষী পুকুরটি কিছুদিন ধরে কয়েকজন ব্যক্তি ভরাটের কাজ শুরু করেছে। এলাকার লোকজনের ব্যবহার ছাড়াও আশপাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ওই পুকুরের পানিই আগুন নেভানোর কাজে একমাত্র ভরসা।
পরিবেশ অধিদপ্তরে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, স্থানীয় নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, মুন্না, কামাল উদ্দিন ও সৈয়দুল হক কয়েক দিন আগে পুকুরের মাঝখানে বাঁশের খুঁটি দেয়। এরপর বস্তাভর্তি মাটি ফেলে ভরাটের কাজ শুরু করে। এলাকার লোকজন বাধা দিলে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে উল্টো মামলার হুমকি দেয়।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, ‘পুকুর ভরাটের বিষয়ে আমাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা কাজ শুরু করেছি। অভিযোগের সত্যতা পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থার দিকে যাব।’
পুকুর ভরাটের আইনগত বিষয় নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী জিয়া হাবিব আহসান জানান, পুকুর ভরাট করা দেশের আইনে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে, কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ইত্যাদি ভরাট করা যাবে না। তা ছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমতি ছাড়া পুকুর ভরাট করা যায় না।
পুকুর ভরাটের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জসিম উদ্দিন বলেন, ‘কবরস্থান বর্ধিত করার অংশ হিসেবে পুকুরের একটি অপ্রয়োজনীয় অংশ ভরাট করার বিষয়টি সামনে এসেছে। এই এলাকায় কবরস্থানের অভাব রয়েছে। আমরা নিজেদের অংশে এটা করছি।’
এ বিষয়ে পরিবেশ সাংবাদিক মো. শফিকুল ইসলাম খান জানান, পুকুর ভরাট করা বেআইনি। যারা এ কাজে জড়িত, তাদের আইনের আওতায় আনা জরুরি।
শতবর্ষী পুকুর আড়াআড়িভাবে ভরাট করে রাস্তা বানানো হয়। দুই পাশে বাঁশের খুঁটি দিয়ে এই রাস্তা তৈরির পর এবার পুকুর ভরাটের আয়োজন। চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ডের পশ্চিম মোহরা সেলিমার বাড়ি এলাকায় এভাবেই শতবর্ষী পুকুর ভরাট করা হচ্ছে। ১৬ শতক আয়তনের পুকুর ভরাটে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে গত বুধবার লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছেন স্থানীয় লোকজন। তবে এখনো দৃশ্যমান কোনো তৎপরতায় যায়নি পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ দেওয়া স্থানীয় বাসিন্দা আবুল কাসেম জানান, চান্দগাঁও মোহরা ওয়ার্ডের শতবর্ষী পুকুরটি কিছুদিন ধরে কয়েকজন ব্যক্তি ভরাটের কাজ শুরু করেছে। এলাকার লোকজনের ব্যবহার ছাড়াও আশপাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ওই পুকুরের পানিই আগুন নেভানোর কাজে একমাত্র ভরসা।
পরিবেশ অধিদপ্তরে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, স্থানীয় নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, মুন্না, কামাল উদ্দিন ও সৈয়দুল হক কয়েক দিন আগে পুকুরের মাঝখানে বাঁশের খুঁটি দেয়। এরপর বস্তাভর্তি মাটি ফেলে ভরাটের কাজ শুরু করে। এলাকার লোকজন বাধা দিলে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে উল্টো মামলার হুমকি দেয়।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, ‘পুকুর ভরাটের বিষয়ে আমাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা কাজ শুরু করেছি। অভিযোগের সত্যতা পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থার দিকে যাব।’
পুকুর ভরাটের আইনগত বিষয় নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী জিয়া হাবিব আহসান জানান, পুকুর ভরাট করা দেশের আইনে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে, কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ইত্যাদি ভরাট করা যাবে না। তা ছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমতি ছাড়া পুকুর ভরাট করা যায় না।
পুকুর ভরাটের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জসিম উদ্দিন বলেন, ‘কবরস্থান বর্ধিত করার অংশ হিসেবে পুকুরের একটি অপ্রয়োজনীয় অংশ ভরাট করার বিষয়টি সামনে এসেছে। এই এলাকায় কবরস্থানের অভাব রয়েছে। আমরা নিজেদের অংশে এটা করছি।’
এ বিষয়ে পরিবেশ সাংবাদিক মো. শফিকুল ইসলাম খান জানান, পুকুর ভরাট করা বেআইনি। যারা এ কাজে জড়িত, তাদের আইনের আওতায় আনা জরুরি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে