সবুর শুভ, চট্টগ্রাম
মামলা হয় গত বছরের ২৩ মে। এতে ২০২১ সালের ১৪ জানুয়ারি মারা যাওয়া এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনেও ওই ব্যক্তিকে জীবিত হিসেবে উল্লেখ করে অভিযুক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এমনকি আদালত থেকে মৃত ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। চট্টগ্রামে ঘটেছে এ ঘটনা।
মৃত ওই ব্যক্তির নাম শাহজাহান। তিনি সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা।
আদালত থেকে পাওয়া তথ্যমতে, গত বছরের ২৩ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই নালিশি মামলা হয়। মামলায় মৃত শাহজাহানসহ ১৬ জনকে আসামি করা হয়।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী বাবুল মিয়া ৩০ বছরের বেশি সময় ধরে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। আসামিরা তাঁর নাম ব্যবহার ও সই জাল করে সিটি স্ক্যাপ প্ল্যানার্স কোম্পানি নামে ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন। এরপর বেশ কয়েকটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকা ঋণ নেন। বিবাদীরা দেশের বিভিন্ন স্থানে জমি ক্রয়-বিক্রয় এবং জমিতে সুউচ্চ ইমারত নির্মাণের পরিকল্পনার কথা প্রচার করেন। ফ্ল্যাট বিক্রির জন্য বিভিন্ন প্রচারমাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনও দেন। এভাবে বিবাদীরা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন সাধারণ মানুষের কাছ থেকে।
ওই সব মামলা থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী আমেরিকাপ্রবাসী বাদী হয়ে আদালতে জালজালিয়াতির মামলা করেন। আদালত ওই মামলা আমলে নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ২ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর। এতে ১৪ জনকে অভিযুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে মৃত শাহজাহানের নামও রয়েছে। ২০২১ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর তাঁকে অভিযুক্ত করে পিবিআই। এ নিয়ে সমালোচনার মুখে তদন্ত প্রতিবেদনে থাকা মৃত শাহজাহানকে অব্যাহতি দিতে গত ২০ মার্চ আদালতে আবেদন করেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর।
মামলা হয় গত বছরের ২৩ মে। এতে ২০২১ সালের ১৪ জানুয়ারি মারা যাওয়া এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনেও ওই ব্যক্তিকে জীবিত হিসেবে উল্লেখ করে অভিযুক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এমনকি আদালত থেকে মৃত ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। চট্টগ্রামে ঘটেছে এ ঘটনা।
মৃত ওই ব্যক্তির নাম শাহজাহান। তিনি সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা।
আদালত থেকে পাওয়া তথ্যমতে, গত বছরের ২৩ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই নালিশি মামলা হয়। মামলায় মৃত শাহজাহানসহ ১৬ জনকে আসামি করা হয়।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী বাবুল মিয়া ৩০ বছরের বেশি সময় ধরে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। আসামিরা তাঁর নাম ব্যবহার ও সই জাল করে সিটি স্ক্যাপ প্ল্যানার্স কোম্পানি নামে ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন। এরপর বেশ কয়েকটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকা ঋণ নেন। বিবাদীরা দেশের বিভিন্ন স্থানে জমি ক্রয়-বিক্রয় এবং জমিতে সুউচ্চ ইমারত নির্মাণের পরিকল্পনার কথা প্রচার করেন। ফ্ল্যাট বিক্রির জন্য বিভিন্ন প্রচারমাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনও দেন। এভাবে বিবাদীরা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন সাধারণ মানুষের কাছ থেকে।
ওই সব মামলা থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী আমেরিকাপ্রবাসী বাদী হয়ে আদালতে জালজালিয়াতির মামলা করেন। আদালত ওই মামলা আমলে নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ২ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর। এতে ১৪ জনকে অভিযুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে মৃত শাহজাহানের নামও রয়েছে। ২০২১ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর তাঁকে অভিযুক্ত করে পিবিআই। এ নিয়ে সমালোচনার মুখে তদন্ত প্রতিবেদনে থাকা মৃত শাহজাহানকে অব্যাহতি দিতে গত ২০ মার্চ আদালতে আবেদন করেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে