নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও চট্টগ্রাম বন্দর ও কাস্টমস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ও কাস্টমস চালু রাখার প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ী, বন্দর ব্যবহারকারী, সিঅ্যান্ডএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বন্দর কর্তৃপক্ষ। বৈঠক থেকে লকডাউনেও চট্টগ্রাম বন্দর সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্দর ভবনের হলরুমে বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (বিএন) মোহাম্মদ শাহজাহান। তিনি করোনাকালীন পরিস্থিতিতে বন্দর চালু রাখতে সব অংশীজনের এবং বন্দরের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম আজকের পত্রিকাকে বলেন, 'অন্যান্য স্বাভাবিক দিনের মতোই চলবে চট্টগ্রাম কাস্টমস হাউস। কাস্টমসের কর্মকর্তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা আছে। আশপাশে যারা আছেন, তাঁরা রিকশায় করে অফিসে আসবেন। সিঅ্যান্ডএফ এজেন্টরাও তাঁদের সুবিধামতো কাস্টমস হাউসে উপস্থিত হবেন।'
সভায় জানানো হয়, করোনা মহামারির এ সময়ে পুরোদমে সচল থাকবে চট্টগ্রাম বন্দর। বন্দর চালু থাকলে সব কর্মকর্তা-কর্মচারী–সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সবাই বন্দরে যাওয়া–আসা করবেন। তবে এ ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বন্দরসচিব ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘লকডাউনে কাজের সুবিধার্থে অপারেশনাল কর্মীদের দুই ভাগে ভাগ করে কাজ করানো হবে। এক সপ্তাহে যাঁরা কাজে থাকবেন, তাঁরা পরবর্তী চার দিন ছুটিতে থাকবেন। এর মধ্যে কেউ অসুস্থ হলে তাঁদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হবে।
সভায় বন্দর চেয়ারম্যান এই সময়ে গার্মেন্টস পণ্যের কনটেইনার অফডক দিয়ে খালাসের পরামর্শ দিলে আপত্তি জানান বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী। তিনি বলেন, ‘গার্মেন্টস পণ্যের কনটেইনার অফডক দিয়ে ডেলিভারি হলে নির্দিষ্ট সময়ে রপ্তানি করা সম্ভব হবে না। এতে মালিকেরাও হয়রানির শিকার হবেন।’
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ আরিফ বলেন, ‘আমরা সব কর্মীকে পরিচয়পত্র দেব, যাতে সড়কে তাঁরা কোনো হয়রানির শিকার না হন। বন্দর ব্যবহারকারী সব সংস্থাকেও তাদের কর্মীদের পরিচয়পত্র দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সিঅ্যান্ডএফের লোকজন কাজ করেন। প্রশাসনের পক্ষ থেকে সিঅ্যান্ডএফের কর্মীদের যেন সহযোগিতা করা হয়, সে দাবি বৈঠকে তোলা হয়েছে।
সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও চট্টগ্রাম বন্দর ও কাস্টমস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ও কাস্টমস চালু রাখার প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ী, বন্দর ব্যবহারকারী, সিঅ্যান্ডএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বন্দর কর্তৃপক্ষ। বৈঠক থেকে লকডাউনেও চট্টগ্রাম বন্দর সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্দর ভবনের হলরুমে বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (বিএন) মোহাম্মদ শাহজাহান। তিনি করোনাকালীন পরিস্থিতিতে বন্দর চালু রাখতে সব অংশীজনের এবং বন্দরের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম আজকের পত্রিকাকে বলেন, 'অন্যান্য স্বাভাবিক দিনের মতোই চলবে চট্টগ্রাম কাস্টমস হাউস। কাস্টমসের কর্মকর্তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা আছে। আশপাশে যারা আছেন, তাঁরা রিকশায় করে অফিসে আসবেন। সিঅ্যান্ডএফ এজেন্টরাও তাঁদের সুবিধামতো কাস্টমস হাউসে উপস্থিত হবেন।'
সভায় জানানো হয়, করোনা মহামারির এ সময়ে পুরোদমে সচল থাকবে চট্টগ্রাম বন্দর। বন্দর চালু থাকলে সব কর্মকর্তা-কর্মচারী–সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সবাই বন্দরে যাওয়া–আসা করবেন। তবে এ ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বন্দরসচিব ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘লকডাউনে কাজের সুবিধার্থে অপারেশনাল কর্মীদের দুই ভাগে ভাগ করে কাজ করানো হবে। এক সপ্তাহে যাঁরা কাজে থাকবেন, তাঁরা পরবর্তী চার দিন ছুটিতে থাকবেন। এর মধ্যে কেউ অসুস্থ হলে তাঁদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হবে।
সভায় বন্দর চেয়ারম্যান এই সময়ে গার্মেন্টস পণ্যের কনটেইনার অফডক দিয়ে খালাসের পরামর্শ দিলে আপত্তি জানান বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী। তিনি বলেন, ‘গার্মেন্টস পণ্যের কনটেইনার অফডক দিয়ে ডেলিভারি হলে নির্দিষ্ট সময়ে রপ্তানি করা সম্ভব হবে না। এতে মালিকেরাও হয়রানির শিকার হবেন।’
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ আরিফ বলেন, ‘আমরা সব কর্মীকে পরিচয়পত্র দেব, যাতে সড়কে তাঁরা কোনো হয়রানির শিকার না হন। বন্দর ব্যবহারকারী সব সংস্থাকেও তাদের কর্মীদের পরিচয়পত্র দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সিঅ্যান্ডএফের লোকজন কাজ করেন। প্রশাসনের পক্ষ থেকে সিঅ্যান্ডএফের কর্মীদের যেন সহযোগিতা করা হয়, সে দাবি বৈঠকে তোলা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে