Ajker Patrika

বকেয়া বেতনের দাবিতে বেইস টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বকেয়া বেতনের দাবিতে বেইস টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার ঘটনায় পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বেইস টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে নগরীর খুলশী থানাধীন বিজিএমইএ ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে বিজিএমইএ নেতারা বকেয়া বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মসূচি স্থগিত করে চলে যান। 

আন্দোলনকারী শ্রমিকেরা জানান, বেইস টেক্সটাইল কারখানায় দুটি ইউনিট আছে। এর মধ্যে একটি ইউনিটে টেক্সটাইল, অপরটিতে পোশাক উৎপাদন করা হয়। টেক্সটাইল ইউনিট খোলা রাখলেও কর্তৃপক্ষ গত ১৩ আগস্ট গার্মেন্টস ইউনিট বন্ধ করে দেয়। এরপর তাঁরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করলেও মালিকপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে আজ বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। 

পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বেইস টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকাঘটনাস্থলে যাওয়া শিল্প পুলিশের এএসপি জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, গার্মেন্টস কারখানাটিতে ৪০০ মতো শ্রমিক কাজ করত। তাঁদের মধ্যে অনেকের বেতন তাঁরা পরিশোধ করেছে। কিছু শ্রমিকের বেতন বকেয়া রয়েছে। আগামী ২৫ আগস্ট শ্রমিকদের বকেয়া বেতন দেবেন বলে আশ্বাস দিয়েছে মালিকপক্ষ।’ 

জসিম উদ্দিন আরও বলেন, বিজিএমইএ’র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি মালিকপক্ষের কাছ বকেয়া বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মসূচি স্থগিত করে চলে যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত