Ajker Patrika

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় আগুন, ৪ শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৫০
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় আগুন, ৪ শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে জাহাজে থাকা চার শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। এ ছাড়া জাহাজ থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরও ১০ শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন।

আজ শনিবার সকাল পৌনে ৯টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলে অবস্থিত লিয়াকত আলীর মালিকানাধীন যমুনা শিপ ব্রেকিং ইয়ার্ড নামক জাহাজভাঙা কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকেরা হলেন নাটোর জেলা গোবিন্দাসপুর থানার নোয়াপাড়া এলাকার সাদেক আলীর পুত্র মো. সোহেল রানা (২৫), বরগুনা জেলার আদমদীঘি থানার শান্তিরা এলাকার আনোয়ার হোসেনের পুত্র জাহিদ হাসান (২৬), রংপুর জেলার পীরগঞ্জ থানার মোহাম্মদপুর এলাকার ইব্রাহিমের পুত্র মো. মিজানুর রহমান মিলন (৪০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ওরদা এলাকার ছিদ্দিকের পুত্র মো. ফিরোজ (২৪)। অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ শ্রমিকের নাম-পরিচয় পাওয়া গেলেও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা জানান, সকালে কারখানার শ্রমিকেরা অক্সি-এসিটিলিন শিখার সাহায্যে স্ক্র্যাপ জাহাজটির তেলের ট্যাংকের পাশে কাটার সময় আগুনের ফুলকি হঠাৎ তেলের ট্যাংকে গিয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় এবং কক্ষের চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে থাকা চার শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন। আগুনের ভয়াবহতা দেখে জাহাজ থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১০ শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কারখানার শ্রমিকদের সহায়তায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, জাহাজভাঙা কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ চার শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। দগ্ধদের মধ্যে দুজনের পা ভেঙে গেছে। তাঁরা হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অক্সি এসিটিলিন শিখা দিয়ে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় আগুনের ফুলকি পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এতে কয়েকজন শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত