রাঙামাটি প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত রাঙামাটির দুই ফায়ার ফাইটারকে রাষ্ট্রীয় সালাম দিয়েছেন রাঙামাটি ফায়ার স্টেশনের সদস্যরা। নিহতদের ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান। আজ সোমবার সকালে তাঁরা এ শ্রদ্ধা জানান।
বিস্ফোরণের ঘটনায় নিহত রাঙামাটির দুই ফায়ার ফাইটারের মরদেহ রাঙামাটিতে পৌঁছায় আজ সোমবার ভোরে। ভোর ৫টায় রাঙামাটি শহরের পশ্চিম ট্রাইবেল আদামে পৌঁছায় ফায়ার লিডার মিঠুর মরহেদ। একই সময় কলেজগেটের মন্ত্রী পাড়ায় পৌঁছায় আরেক ফায়ার লিডার নিপনের মরদেহ। তাঁদের শেষবারের মতো এক পলক দেখতে আসেন তাঁদের স্বজন, বন্ধু-বান্ধব ও রাঙামাটি ফায়ার স্টেশনের সদস্যরা।
সকাল ৯টায় রাঙামাটি ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. রফিক পশ্চিম ট্রাইবেল আদামে নিহত লিডার মিঠু দেওয়ানের বাড়িতে যান। এ সময় পরিবারকে সান্ত্বনা দেন রফিক। তিনি মিঠু দেওয়ানের স্ত্রী মহিনী দেওয়ানের হাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা তুলে দেন।
সকাল ১০টায় রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনে আনা হয় নিপন আর মিঠুর মরদেহ। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মিজানুর রহমান। পরে নিহত দুজনকে গার্ড অব অনার প্রদান করেন রাঙামাটি ফায়ার স্টেশনের সদস্যরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত নিপন কিছুদিন আগে পদোন্নতি পেয়ে রাঙামাটি থেকে সীতাকুণ্ডে যোগ দেন। অন্যদিকে রাঙামাটির কাপ্তাইয়ে কর্মরত ছিলেন মিঠু। পদোন্নতি পেয়ে তিনিও যোগ দেন সীতাকুণ্ডের কুমিরায়। গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগলে তাঁরা সেখানে আগুন নেভাতে যান। এ সময় বিস্ফোরণ ঘটলে নিপন ও মিঠু মারা যান।
মিঠু দেওয়ানের ছোট ভাই বিটু দেওয়ান বলেন, ‘ভাইয়ের দেহটি শনাক্ত করতে বেশ কষ্ট হয়েছে। মাথা পুড়ে গেছে। পা পুড়ে গেছে। শরীর দেখে নিশ্চিত হয়েছি, এটা আমার ভাই।’
নিপনের ছোট ভাই খোকন চাকমা বলেন, ‘আমার ভাই নিপনকে দেখা মাত্র আমি চিনেছি।’
নিজ ধর্মীয় রীতি অনুসারে নিপনকে আসামবস্তি শ্মশানে এবং মিঠুকে রাঙাপানি শ্মশানে দাহ করা হয়।
নিপন চাকমার দুই মেয়ে পড়াশোনা করছে। তাঁর স্ত্রী বেসরকারি চাকরি করেন। অন্যদিকে মিঠু দেওয়ানের এক মেয়ে পড়াশোনা করছে। তাঁর স্ত্রী গৃহিণী। শেষকৃত্যের জন্য জেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিহতের পরিবারকে দেওয়া হয়েছে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ দেওয়া হয়েছে ১০ হাজার টাকা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত রাঙামাটির দুই ফায়ার ফাইটারকে রাষ্ট্রীয় সালাম দিয়েছেন রাঙামাটি ফায়ার স্টেশনের সদস্যরা। নিহতদের ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান। আজ সোমবার সকালে তাঁরা এ শ্রদ্ধা জানান।
বিস্ফোরণের ঘটনায় নিহত রাঙামাটির দুই ফায়ার ফাইটারের মরদেহ রাঙামাটিতে পৌঁছায় আজ সোমবার ভোরে। ভোর ৫টায় রাঙামাটি শহরের পশ্চিম ট্রাইবেল আদামে পৌঁছায় ফায়ার লিডার মিঠুর মরহেদ। একই সময় কলেজগেটের মন্ত্রী পাড়ায় পৌঁছায় আরেক ফায়ার লিডার নিপনের মরদেহ। তাঁদের শেষবারের মতো এক পলক দেখতে আসেন তাঁদের স্বজন, বন্ধু-বান্ধব ও রাঙামাটি ফায়ার স্টেশনের সদস্যরা।
সকাল ৯টায় রাঙামাটি ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. রফিক পশ্চিম ট্রাইবেল আদামে নিহত লিডার মিঠু দেওয়ানের বাড়িতে যান। এ সময় পরিবারকে সান্ত্বনা দেন রফিক। তিনি মিঠু দেওয়ানের স্ত্রী মহিনী দেওয়ানের হাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা তুলে দেন।
সকাল ১০টায় রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনে আনা হয় নিপন আর মিঠুর মরদেহ। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মিজানুর রহমান। পরে নিহত দুজনকে গার্ড অব অনার প্রদান করেন রাঙামাটি ফায়ার স্টেশনের সদস্যরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত নিপন কিছুদিন আগে পদোন্নতি পেয়ে রাঙামাটি থেকে সীতাকুণ্ডে যোগ দেন। অন্যদিকে রাঙামাটির কাপ্তাইয়ে কর্মরত ছিলেন মিঠু। পদোন্নতি পেয়ে তিনিও যোগ দেন সীতাকুণ্ডের কুমিরায়। গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগলে তাঁরা সেখানে আগুন নেভাতে যান। এ সময় বিস্ফোরণ ঘটলে নিপন ও মিঠু মারা যান।
মিঠু দেওয়ানের ছোট ভাই বিটু দেওয়ান বলেন, ‘ভাইয়ের দেহটি শনাক্ত করতে বেশ কষ্ট হয়েছে। মাথা পুড়ে গেছে। পা পুড়ে গেছে। শরীর দেখে নিশ্চিত হয়েছি, এটা আমার ভাই।’
নিপনের ছোট ভাই খোকন চাকমা বলেন, ‘আমার ভাই নিপনকে দেখা মাত্র আমি চিনেছি।’
নিজ ধর্মীয় রীতি অনুসারে নিপনকে আসামবস্তি শ্মশানে এবং মিঠুকে রাঙাপানি শ্মশানে দাহ করা হয়।
নিপন চাকমার দুই মেয়ে পড়াশোনা করছে। তাঁর স্ত্রী বেসরকারি চাকরি করেন। অন্যদিকে মিঠু দেওয়ানের এক মেয়ে পড়াশোনা করছে। তাঁর স্ত্রী গৃহিণী। শেষকৃত্যের জন্য জেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিহতের পরিবারকে দেওয়া হয়েছে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ দেওয়া হয়েছে ১০ হাজার টাকা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে