কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
বিদায় সব সময়ই বেদনার। তবে সেই বিদায় কখনো কখনো বেদনা ছাপিয়ে চিরস্মরণীয় হয়ে ওঠে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বখতিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষক। আজ শনিবার তাঁদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
তিন শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণাঢ্য এক আয়োজন করে। বিভিন্ন ফুলের মালা দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে ৪০ বছর শিক্ষকতা শেষে অবসরে গেলেন নাছির উদ্দিন, মধু সুধন নাথ ও স্বপন কুমার চক্রবর্তী। আজ শনিবার ছিল তাঁদের চাকরিজীবনের শেষ দিন। ওই দিন এভাবেই তাঁদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। ওই শিক্ষকদের বিদায় জানান সহকর্মী ও শিক্ষার্থীরা।
শত শত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী চোখের জলে বিদায় দিয়েছেন তাঁদের। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা, মিলাদ ও স্মৃতিচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইমরান হোসেন রাসেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান গণি, বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, বারশত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দিন, মোহাম্মদ ফরিদ, শিক্ষক বাবুল হক, নাছির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, ‘একজন শিক্ষক যখন চাকরিজীবন শেষ করে বিদায় নেন, এটা তাঁর জন্য খুবই কষ্টের। তখন এমন রাজকীয় বিদায় তাঁকে সম্মানিত ও আনন্দিত করে। আজকের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই আয়োজন অন্যদের শিক্ষকতা পেশায় আসতে উৎসাহী করবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি স্মৃতিচারণা করে বলেন, ‘বিদ্যালয়ের প্রতিটি কণায়-কণায় এই শিক্ষকদের স্মৃতি। আমরা আজ তিন গুণীজনকে বিদায় দিলাম। এটা সত্যিই বেদনার।’
অনুষ্ঠানে বিদায়ী তিন শিক্ষককে এক লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৯৮৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায় সব সময়ই বেদনার। তবে সেই বিদায় কখনো কখনো বেদনা ছাপিয়ে চিরস্মরণীয় হয়ে ওঠে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বখতিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষক। আজ শনিবার তাঁদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
তিন শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণাঢ্য এক আয়োজন করে। বিভিন্ন ফুলের মালা দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে ৪০ বছর শিক্ষকতা শেষে অবসরে গেলেন নাছির উদ্দিন, মধু সুধন নাথ ও স্বপন কুমার চক্রবর্তী। আজ শনিবার ছিল তাঁদের চাকরিজীবনের শেষ দিন। ওই দিন এভাবেই তাঁদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। ওই শিক্ষকদের বিদায় জানান সহকর্মী ও শিক্ষার্থীরা।
শত শত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী চোখের জলে বিদায় দিয়েছেন তাঁদের। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা, মিলাদ ও স্মৃতিচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইমরান হোসেন রাসেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান গণি, বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, বারশত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দিন, মোহাম্মদ ফরিদ, শিক্ষক বাবুল হক, নাছির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, ‘একজন শিক্ষক যখন চাকরিজীবন শেষ করে বিদায় নেন, এটা তাঁর জন্য খুবই কষ্টের। তখন এমন রাজকীয় বিদায় তাঁকে সম্মানিত ও আনন্দিত করে। আজকের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই আয়োজন অন্যদের শিক্ষকতা পেশায় আসতে উৎসাহী করবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি স্মৃতিচারণা করে বলেন, ‘বিদ্যালয়ের প্রতিটি কণায়-কণায় এই শিক্ষকদের স্মৃতি। আমরা আজ তিন গুণীজনকে বিদায় দিলাম। এটা সত্যিই বেদনার।’
অনুষ্ঠানে বিদায়ী তিন শিক্ষককে এক লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৯৮৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫