নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে এবং শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনা শেষে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে চট্টগ্রাম নগরজুড়ে। আজ মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন দোকানপাট, মার্কেট, বিপণিবিতান খোলার পাশাপাশি গণপরিবহন চলেছে। মানুষ যে যার মতো কর্মব্যস্ততায় রয়েছে। পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত চসিকের গাড়িসহ বিভিন্ন সরকারি দপ্তরের গাড়িগুলো এদিক-সেদিক ছুটছে। তবে পুরো নগর যেন পুলিশবিহীন। সড়কের মোড়ে নেই চিরচেনা ট্রাফিক পুলিশ, নেই পুলিশের টহল গাড়ি, থানাগুলোও পুলিশ-শূন্য।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বহদ্দারহাট, চকবাজার, ওয়াসা, কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সকালে মুরাদপুরে একদল জনতাকে মিছিল করতে দেখা গেছে। বেশির ভাগ দোকানি তাঁদের দোকান খুলতে শুরুর করেছেন। কিছু কিছু মার্কেট ও বিপণিবিতানও খুলেছে। বহদ্দারহাটে মোড়ে যেখানে গণপরিবহনের যাত্রী ওঠানামা করা হয়, সেখানে ছিল মানুষের জটলা। যাত্রী ওঠাতে বিভিন্ন গণপরিবহনের হাঁকডাক ছিল। এ সময় গাড়িতে চড়ে যে যার গন্তব্যে চলে যায়। বহদ্দারহাট থেকে টাইগার পাস পর্যন্ত এমন চিত্র ছিল।
বহদ্দারহাটে ১০ নম্বর রুটের গাড়িচালক মালেক বলেন, আন্দোলনের কারণে কদিন ধরে রাস্তায় একেবারে গাড়ি নামাতে পারিনি। এখন সব স্বাভাবিক শুনে আবার রাস্তায় নেমেছি। যাত্রী মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে।
গণপরিবহনের পাশাপাশি বিভিন্ন মালবাহী গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পো, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন চলতে দেখা যায়। তবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কাউকে দেখা যায়নি। নগরের বহদ্দারহাট থেকে আগ্রাবাদ পর্যন্ত সব কটি মোড়ে ট্রাফিক বক্সগুলো ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বহদ্দারহাট মোড়ে কয়েক দফা সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই এলাকাতেই গুলিতে প্রাণ হারিয়েছিল অনেকেই। মোড়টির পাশেই রয়েছে চসিক মেয়রের বাসভবন। আরেকটু সামান্য দূরে রয়েছে চান্দগাঁও থানা। আন্দোলনের হটস্পট হিসেবে পরিচিত পাওয়া এলাকাটি এখন শান্ত থাকলেও সড়কে এলোমেলোভাবে পড়ে রয়েছে ধ্বংসযজ্ঞের নানা চিহ্ন। মোড়েই থাকা বহদ্দারহাট পুলিশ বক্সটির ইটের কাঠামো জানালা-দরজাবিহীন দাঁড়িয়ে আছে। সহিংসতার সময় এই পুলিশ বক্সটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল।
এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের নাম ও ছবিসহ ছেঁড়া ব্যানার এদিক-সেদিক পড়ে রয়েছে। বিভিন্ন দোকানপাট ভাঙচুরের চিহ্নও এখনো-সেখানে আছে। অনেক দোকান মালিক তাঁদের দোকানের ভাঙা কাচের টুকরো জড়ো করে পরিষ্কার করার চেষ্টা করছেন। আজ মঙ্গলবার চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের এলাকায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।
অন্যদিকে মেয়রের বাসভবনের প্রধান ফটকটি শেকল ও বড় তালা ঝোলানো। বহদ্দারহাট থেকে ৫০০ গজ দূরে অবস্থিত চান্দগাঁও থানা পুলিশশূন্য মূল ফটক ভেতর থেকে লাগানো। ভেতরে থানার সামনে গিয়ে কয়েকজন সাধারণ মানুষকে বসে থাকতে দেখা গেছে।
জিইসি গরীবুল্লাহ শাহ মাজার মোড়ে অবস্থিত সেন্টমার্টিন ছাড়া দূরপাল্লার সব বাস কাউন্টারগুলো বন্ধ ছিল। সেন্টমার্টিনের কাউন্টারের সামনে একটি দূরপাল্লার বাস রাখা ছিল।
বাস কাউন্টার লাগোয়া রয়েছে দামপাড়া পুলিশ লাইন। এগুলোর প্রধান দুটি ফটক বন্ধ করে রাখা হয়েছে। বাইরে থেকে উঁকি মেরে ভেতরে কোনো পুলিশ সদস্যকে বাহিনীর পোশাক পরিহিত ও সশস্ত্র অবস্থায় দেখা যায়নি। ভেতরে সিভিল পোশাক পরা ছয়-সাতজনকে গেটের দায়িত্ব পালন করতে দেখা যায়। সাড়ে ১০টা নাগাদ সেনাবাহিনীর দুটি গাড়ি দামপাড়া পুলিশ লাইন থেকে বের হয়ে আসতে দেখা গেছে।
সোমবার রাতে ছাত্র-জনতার মিছিলের একটি অংশ দামপাড়া পুলিশ লাইনস ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করে ভেতরে ঢোকার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রাতভর এই হামলার চেষ্টা করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আপাতত যে যার মতো করে সেফে থাকছি। নিজেদের আত্মরক্ষার চেষ্টা করছি। কোনো দায়িত্ব পালন করছি না।’
তবে এখন মোটামুটি পরিস্থিতি শান্ত থাকলেও দুষ্কৃতকারীরা সুযোগ পেলেই পুলিশের স্থাপনায় ঢুকে ভাঙচুর ও লুটপাট করছে। মঙ্গলবার সকালেও সিএমপি উপপুলিশ কমিশনার (পশ্চিম) কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে জানান মো. তারেক আজিজ।
পুলিশ কর্মকর্তারা অভিযোগ করেন, সাধারণ জনগণের সঙ্গে মিশে তৃতীয় কোনো পক্ষ পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে এবং শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনা শেষে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে চট্টগ্রাম নগরজুড়ে। আজ মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন দোকানপাট, মার্কেট, বিপণিবিতান খোলার পাশাপাশি গণপরিবহন চলেছে। মানুষ যে যার মতো কর্মব্যস্ততায় রয়েছে। পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত চসিকের গাড়িসহ বিভিন্ন সরকারি দপ্তরের গাড়িগুলো এদিক-সেদিক ছুটছে। তবে পুরো নগর যেন পুলিশবিহীন। সড়কের মোড়ে নেই চিরচেনা ট্রাফিক পুলিশ, নেই পুলিশের টহল গাড়ি, থানাগুলোও পুলিশ-শূন্য।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বহদ্দারহাট, চকবাজার, ওয়াসা, কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সকালে মুরাদপুরে একদল জনতাকে মিছিল করতে দেখা গেছে। বেশির ভাগ দোকানি তাঁদের দোকান খুলতে শুরুর করেছেন। কিছু কিছু মার্কেট ও বিপণিবিতানও খুলেছে। বহদ্দারহাটে মোড়ে যেখানে গণপরিবহনের যাত্রী ওঠানামা করা হয়, সেখানে ছিল মানুষের জটলা। যাত্রী ওঠাতে বিভিন্ন গণপরিবহনের হাঁকডাক ছিল। এ সময় গাড়িতে চড়ে যে যার গন্তব্যে চলে যায়। বহদ্দারহাট থেকে টাইগার পাস পর্যন্ত এমন চিত্র ছিল।
বহদ্দারহাটে ১০ নম্বর রুটের গাড়িচালক মালেক বলেন, আন্দোলনের কারণে কদিন ধরে রাস্তায় একেবারে গাড়ি নামাতে পারিনি। এখন সব স্বাভাবিক শুনে আবার রাস্তায় নেমেছি। যাত্রী মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে।
গণপরিবহনের পাশাপাশি বিভিন্ন মালবাহী গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পো, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন চলতে দেখা যায়। তবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কাউকে দেখা যায়নি। নগরের বহদ্দারহাট থেকে আগ্রাবাদ পর্যন্ত সব কটি মোড়ে ট্রাফিক বক্সগুলো ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বহদ্দারহাট মোড়ে কয়েক দফা সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই এলাকাতেই গুলিতে প্রাণ হারিয়েছিল অনেকেই। মোড়টির পাশেই রয়েছে চসিক মেয়রের বাসভবন। আরেকটু সামান্য দূরে রয়েছে চান্দগাঁও থানা। আন্দোলনের হটস্পট হিসেবে পরিচিত পাওয়া এলাকাটি এখন শান্ত থাকলেও সড়কে এলোমেলোভাবে পড়ে রয়েছে ধ্বংসযজ্ঞের নানা চিহ্ন। মোড়েই থাকা বহদ্দারহাট পুলিশ বক্সটির ইটের কাঠামো জানালা-দরজাবিহীন দাঁড়িয়ে আছে। সহিংসতার সময় এই পুলিশ বক্সটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল।
এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের নাম ও ছবিসহ ছেঁড়া ব্যানার এদিক-সেদিক পড়ে রয়েছে। বিভিন্ন দোকানপাট ভাঙচুরের চিহ্নও এখনো-সেখানে আছে। অনেক দোকান মালিক তাঁদের দোকানের ভাঙা কাচের টুকরো জড়ো করে পরিষ্কার করার চেষ্টা করছেন। আজ মঙ্গলবার চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের এলাকায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।
অন্যদিকে মেয়রের বাসভবনের প্রধান ফটকটি শেকল ও বড় তালা ঝোলানো। বহদ্দারহাট থেকে ৫০০ গজ দূরে অবস্থিত চান্দগাঁও থানা পুলিশশূন্য মূল ফটক ভেতর থেকে লাগানো। ভেতরে থানার সামনে গিয়ে কয়েকজন সাধারণ মানুষকে বসে থাকতে দেখা গেছে।
জিইসি গরীবুল্লাহ শাহ মাজার মোড়ে অবস্থিত সেন্টমার্টিন ছাড়া দূরপাল্লার সব বাস কাউন্টারগুলো বন্ধ ছিল। সেন্টমার্টিনের কাউন্টারের সামনে একটি দূরপাল্লার বাস রাখা ছিল।
বাস কাউন্টার লাগোয়া রয়েছে দামপাড়া পুলিশ লাইন। এগুলোর প্রধান দুটি ফটক বন্ধ করে রাখা হয়েছে। বাইরে থেকে উঁকি মেরে ভেতরে কোনো পুলিশ সদস্যকে বাহিনীর পোশাক পরিহিত ও সশস্ত্র অবস্থায় দেখা যায়নি। ভেতরে সিভিল পোশাক পরা ছয়-সাতজনকে গেটের দায়িত্ব পালন করতে দেখা যায়। সাড়ে ১০টা নাগাদ সেনাবাহিনীর দুটি গাড়ি দামপাড়া পুলিশ লাইন থেকে বের হয়ে আসতে দেখা গেছে।
সোমবার রাতে ছাত্র-জনতার মিছিলের একটি অংশ দামপাড়া পুলিশ লাইনস ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করে ভেতরে ঢোকার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রাতভর এই হামলার চেষ্টা করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আপাতত যে যার মতো করে সেফে থাকছি। নিজেদের আত্মরক্ষার চেষ্টা করছি। কোনো দায়িত্ব পালন করছি না।’
তবে এখন মোটামুটি পরিস্থিতি শান্ত থাকলেও দুষ্কৃতকারীরা সুযোগ পেলেই পুলিশের স্থাপনায় ঢুকে ভাঙচুর ও লুটপাট করছে। মঙ্গলবার সকালেও সিএমপি উপপুলিশ কমিশনার (পশ্চিম) কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে জানান মো. তারেক আজিজ।
পুলিশ কর্মকর্তারা অভিযোগ করেন, সাধারণ জনগণের সঙ্গে মিশে তৃতীয় কোনো পক্ষ পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট করছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫