চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ফের ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক এলাকায় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা কর্মীরা তাকে ধাওয়া দেয়। এর আগে বিজয় গ্রুপের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সিএফসি গ্রুপের একাংশের নেতা কর্মীদের সংঘর্ষ হয়।
বিজয় গ্রুপের এই অংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। অন্যদিকে সিএফসি গ্রুপের একাংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। দুই গ্রুপের নেতা কর্মীরা নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেন।
শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাটহাজারীর মেখলে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় শিক্ষা উপমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে দাঁড়িয়েছিলেন দুই গ্রুপের নেতাকর্মীরা। শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ফেরার পথে এই ঘটনা ঘটে।
বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন সম্পাদক নয়ন মোদক আজকের পত্রিকাকে বলেন, সভাপতি রেজাউল হক রুবেল বহিরাগতদের নিয়ে নেতাকে শুভেচ্ছা জানাতে এসেছে। আমরা শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সে বহিরাগতদের নিয়ে আমাদেরকে টিজ করে। আমাদের কর্মীরা তাদেরকে ধাওয়া দিলে রুবেলসহ সবাই পালিয়ে যায়।
তবে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো বহিরাগত নিয়ে আসিনি। আমার কর্মীদের ছবি ফেসবুক লাইভে আছে। তাঁর দাবি, বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসার অবৈধ টাকা দিয়ে সে এসব অপপ্রচার চালাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে এর আগে গত জুলাই মাসেও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। ওই সময়ও বিজয় গ্রুপের এই অংশ ও সিএফসি গ্রুপের অপর অংশ ধাওয়া দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ফের ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক এলাকায় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা কর্মীরা তাকে ধাওয়া দেয়। এর আগে বিজয় গ্রুপের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সিএফসি গ্রুপের একাংশের নেতা কর্মীদের সংঘর্ষ হয়।
বিজয় গ্রুপের এই অংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। অন্যদিকে সিএফসি গ্রুপের একাংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। দুই গ্রুপের নেতা কর্মীরা নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেন।
শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাটহাজারীর মেখলে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় শিক্ষা উপমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে দাঁড়িয়েছিলেন দুই গ্রুপের নেতাকর্মীরা। শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ফেরার পথে এই ঘটনা ঘটে।
বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন সম্পাদক নয়ন মোদক আজকের পত্রিকাকে বলেন, সভাপতি রেজাউল হক রুবেল বহিরাগতদের নিয়ে নেতাকে শুভেচ্ছা জানাতে এসেছে। আমরা শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সে বহিরাগতদের নিয়ে আমাদেরকে টিজ করে। আমাদের কর্মীরা তাদেরকে ধাওয়া দিলে রুবেলসহ সবাই পালিয়ে যায়।
তবে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো বহিরাগত নিয়ে আসিনি। আমার কর্মীদের ছবি ফেসবুক লাইভে আছে। তাঁর দাবি, বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসার অবৈধ টাকা দিয়ে সে এসব অপপ্রচার চালাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে এর আগে গত জুলাই মাসেও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। ওই সময়ও বিজয় গ্রুপের এই অংশ ও সিএফসি গ্রুপের অপর অংশ ধাওয়া দেয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫