নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিশ্বে ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। পাশের দেশ ভারতেও এরই মধ্যে নতুন ধরনটি শনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে দ্রুত ওমিক্রন শনাক্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) সংগ্রহ করছে শনাক্তকরণ কিট। এ কিটের মাধ্যমে ৩-৫ ঘণ্টার মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত কি-না, তা বুঝা যাবে।
সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ আজ রোববার বিকেলে তাঁর কার্যালয়ে আজকের পত্রিকাকে জানান, বিদেশ থেকে ১০০টির মতো কিট এরই মধ্যে আনা হয়েছে। খরচ পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। বিদেশ ফেরত কারও করোনা উপসর্গ থাকলে তাঁদের এই কিটের মাধ্যমে ওমিক্রন ধরনটি আছে কি-না, তা বোঝা যাবে। তবে শতভাগ ওমিক্রন আক্রান্ত কি-না, তা বুঝা যাবে জিনোম সিকোয়েন্স করে।
গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘দু-একদিনের মধ্যে কিটগুলো সিভাসুতে এসে পৌঁছাবে। এই কিটের দামও অনেক বেশি পড়ছে। চট্টগ্রামের সিভিল সার্জনকে বলা হয়েছে, বিদেশ ফেরত কারও উপসর্গ থাকলে যাতে নমুনা সংগ্রহ করে এখানে পাঠিয়ে দেয়। আমরা ৩-৫ ঘণ্টার মধ্যে ফলাফল জানিয়ে দিতে পারবো।’
তবে ওমিক্রণ নিয়ে ভয়ের কিছু নেই জানিয়ে সিভাসু উপাচার্য বলেন, ‘এখন পর্যন্ত ওমিক্রণ আক্রান্ত কেউ মারা যায়নি। তবে সংক্রমণের হার বেশি। এই জন্য আগের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।’
সিভাসু ওয়ান হেলথ ইনস্টিটিউট করোনাভাইরাস নিয়ে বেশ কিছু গবেষণা করেছে। সর্বশেষ চট্টগ্রামে ৭৪৬ জন স্বাস্থ্য-পোশাককর্মীর ওপর পাঁচ মাস ধরে গবেষণা চালিয়েছেন তাঁরা।
এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঢেউ সামলাতে চট্টগ্রামে জোর প্রস্তুতি নিয়েছে প্রশাসন। চিকিৎসক-নার্সদের তৈরি রাখার পাশাপাশি চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরে জোরদার করা হয়েছে স্ক্রিনিং।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘ওমিক্রন মোকাবিলায় ১৫টি নির্দেশনা মেনে আমরা প্রস্তুতি নিয়েছি। সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া আছে।’
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘বিদেশ ফেরতদের কোয়ারান্টাইনে রাখা হচ্ছে। উপসর্গ দেখা দিলে, করোনা পরীক্ষা করা হচ্ছে।’
বিশ্বে ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। পাশের দেশ ভারতেও এরই মধ্যে নতুন ধরনটি শনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে দ্রুত ওমিক্রন শনাক্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) সংগ্রহ করছে শনাক্তকরণ কিট। এ কিটের মাধ্যমে ৩-৫ ঘণ্টার মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত কি-না, তা বুঝা যাবে।
সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ আজ রোববার বিকেলে তাঁর কার্যালয়ে আজকের পত্রিকাকে জানান, বিদেশ থেকে ১০০টির মতো কিট এরই মধ্যে আনা হয়েছে। খরচ পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। বিদেশ ফেরত কারও করোনা উপসর্গ থাকলে তাঁদের এই কিটের মাধ্যমে ওমিক্রন ধরনটি আছে কি-না, তা বোঝা যাবে। তবে শতভাগ ওমিক্রন আক্রান্ত কি-না, তা বুঝা যাবে জিনোম সিকোয়েন্স করে।
গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘দু-একদিনের মধ্যে কিটগুলো সিভাসুতে এসে পৌঁছাবে। এই কিটের দামও অনেক বেশি পড়ছে। চট্টগ্রামের সিভিল সার্জনকে বলা হয়েছে, বিদেশ ফেরত কারও উপসর্গ থাকলে যাতে নমুনা সংগ্রহ করে এখানে পাঠিয়ে দেয়। আমরা ৩-৫ ঘণ্টার মধ্যে ফলাফল জানিয়ে দিতে পারবো।’
তবে ওমিক্রণ নিয়ে ভয়ের কিছু নেই জানিয়ে সিভাসু উপাচার্য বলেন, ‘এখন পর্যন্ত ওমিক্রণ আক্রান্ত কেউ মারা যায়নি। তবে সংক্রমণের হার বেশি। এই জন্য আগের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।’
সিভাসু ওয়ান হেলথ ইনস্টিটিউট করোনাভাইরাস নিয়ে বেশ কিছু গবেষণা করেছে। সর্বশেষ চট্টগ্রামে ৭৪৬ জন স্বাস্থ্য-পোশাককর্মীর ওপর পাঁচ মাস ধরে গবেষণা চালিয়েছেন তাঁরা।
এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঢেউ সামলাতে চট্টগ্রামে জোর প্রস্তুতি নিয়েছে প্রশাসন। চিকিৎসক-নার্সদের তৈরি রাখার পাশাপাশি চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরে জোরদার করা হয়েছে স্ক্রিনিং।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘ওমিক্রন মোকাবিলায় ১৫টি নির্দেশনা মেনে আমরা প্রস্তুতি নিয়েছি। সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া আছে।’
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘বিদেশ ফেরতদের কোয়ারান্টাইনে রাখা হচ্ছে। উপসর্গ দেখা দিলে, করোনা পরীক্ষা করা হচ্ছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫