সোহেল মারমা, চট্টগ্রাম
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটের প্রচার জমে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটার টানতে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তাঁদের সভা-সমাবেশ, পোস্টার ও অবিরাম প্রচারে উৎসবের রূপ নিয়েছে পুরো জেলা। পাশাপাশি প্রার্থীরা সকাল থেকে রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এবং জেলার অন্য আসনের ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে এবার প্রার্থীর সংখ্যা ১২৫। এর মধ্যে ১৪টি আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী দিয়েছে। দুটি আসন জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দেওয়া হয়। নির্বাচনে আওয়ামী লীগসহ ২২টি দল অংশ নিচ্ছে।
জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা চ্যালেঞ্জে রয়েছেন। নৌকা না পেয়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত একাধিক ব্যক্তি আসনগুলোতে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। বেশির ভাগ আসনেই এসব স্বতন্ত্র প্রার্থীর এলাকায় প্রভাব রয়েছে। প্রতিটি এলাকার প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পগুলো সরগরম থাকছে। ইতিমধ্যে প্রচার-প্রচারণা চালাতে গিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া, হামলা, নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৪ ডিসেম্বর চট্টগ্রাম-৩ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
নৌকার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠা আসনগুলোর মধ্যে একটি হলো চট্টগ্রাম-১। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন দলের উত্তর জেলা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন। চট্টগ্রাম-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন দলীয় নেতা এস এম আবু তৈয়ব।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে নৌকার প্রার্থী এস এম আল মামুনের বিপরীতে এত দিন শক্ত প্রতিপক্ষ কেউ না থাকলেও গত বুধবার হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থিতা ফিরে পান লায়ন মোহাম্মদ ইমরান। বর্তমানে তিনিই শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী এমপি মহিউদ্দিন বাচ্চুর চ্যালেঞ্জ ওই আসনে দাঁড়ানো দুই স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন চসিকের সাবেক মেয়র মনজুর আলম ও নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। চট্টগ্রাম-১১ আসনে নৌকার প্রার্থী এম এ লতিফের বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন।
চট্টগ্রাম-১২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আসনটি থেকে তিনবারের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী। চট্টগ্রাম-১৫ আসনে নৌকার প্রার্থী আবু রেজা মো. নেজামুদ্দীন নদভীর শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান।
চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও তিনি এবং তাঁর সমর্থকেরা দিন-রাত প্রচার চালিয়ে যাচ্ছেন। গতকালও তিনি নেতা-কর্মীদের নিয়ে একাধিক জায়গায় গণসংযোগ করেন। সকালে চকবাজারে একটি কমিউনিটি সেন্টারে কর্মিসভা করেন।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটের প্রচার জমে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটার টানতে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তাঁদের সভা-সমাবেশ, পোস্টার ও অবিরাম প্রচারে উৎসবের রূপ নিয়েছে পুরো জেলা। পাশাপাশি প্রার্থীরা সকাল থেকে রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এবং জেলার অন্য আসনের ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে এবার প্রার্থীর সংখ্যা ১২৫। এর মধ্যে ১৪টি আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী দিয়েছে। দুটি আসন জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দেওয়া হয়। নির্বাচনে আওয়ামী লীগসহ ২২টি দল অংশ নিচ্ছে।
জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা চ্যালেঞ্জে রয়েছেন। নৌকা না পেয়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত একাধিক ব্যক্তি আসনগুলোতে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। বেশির ভাগ আসনেই এসব স্বতন্ত্র প্রার্থীর এলাকায় প্রভাব রয়েছে। প্রতিটি এলাকার প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পগুলো সরগরম থাকছে। ইতিমধ্যে প্রচার-প্রচারণা চালাতে গিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া, হামলা, নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৪ ডিসেম্বর চট্টগ্রাম-৩ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
নৌকার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠা আসনগুলোর মধ্যে একটি হলো চট্টগ্রাম-১। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন দলের উত্তর জেলা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন। চট্টগ্রাম-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন দলীয় নেতা এস এম আবু তৈয়ব।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে নৌকার প্রার্থী এস এম আল মামুনের বিপরীতে এত দিন শক্ত প্রতিপক্ষ কেউ না থাকলেও গত বুধবার হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থিতা ফিরে পান লায়ন মোহাম্মদ ইমরান। বর্তমানে তিনিই শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী এমপি মহিউদ্দিন বাচ্চুর চ্যালেঞ্জ ওই আসনে দাঁড়ানো দুই স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন চসিকের সাবেক মেয়র মনজুর আলম ও নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। চট্টগ্রাম-১১ আসনে নৌকার প্রার্থী এম এ লতিফের বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন।
চট্টগ্রাম-১২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আসনটি থেকে তিনবারের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী। চট্টগ্রাম-১৫ আসনে নৌকার প্রার্থী আবু রেজা মো. নেজামুদ্দীন নদভীর শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান।
চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও তিনি এবং তাঁর সমর্থকেরা দিন-রাত প্রচার চালিয়ে যাচ্ছেন। গতকালও তিনি নেতা-কর্মীদের নিয়ে একাধিক জায়গায় গণসংযোগ করেন। সকালে চকবাজারে একটি কমিউনিটি সেন্টারে কর্মিসভা করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে