Ajker Patrika

চট্টগ্রামে কমছে মৃত্যু ও শনাক্ত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৪: ০৭
চট্টগ্রামে কমছে মৃত্যু ও শনাক্ত 

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, ২ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২০ শতাংশ। 

শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৯৭ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৬৯ জন। এ সময় মারা যাওয়া ব্যক্তিদের তিনজন নগরের। অপর দুজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

এর আগের দিন আটজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ৬১৬ জনের। শনাক্তের হার ছিল ২৪ শতাংশ। গত কয়েক দিন ধরে চট্টগ্রামে মৃত্যু ও শনাক্তের হার নিম্নমুখী। 

চট্টগ্রামে চলতি মাসের গত ৯ আগস্ট থেকে করোনা শনাক্ত কমে আসে। ওই দিন ৫০৭ জনের শনাক্ত ও মৃত্যু হয় ১৩ জনের। ১০ আগস্ট শনাক্ত হয় ৮৭৯ জনের, মৃত্যু হয় ১০ জনের। ১১ আগস্ট শনাক্ত হয় ৭৭২ জনের মৃত্যু হয় ১২ জনের, ১২ আগস্ট শনাক্ত হয় ৫৮৯ জনের আর মৃত্যু ৯ জন। গতকাল ১৩ আগস্ট ৬১৬ জনের শনাক্ত হয়, মৃত্যু হয় ৮ জন। 

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে চট্টগ্রামে গেল মাসে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়। এই মাসে ২৬১ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয় ২৩ হাজার ৪৬৯ জন। আগের মাস জুনে মৃত্যু হয় ৮৪ জনের আর শনাক্ত ৫ হাজার ৩৩৫ জন। 

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে গেল মাসের মতো এত মৃত্যু ও শনাক্ত আর হয়নি। 

চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৪ হাজার ৩১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ১ হাজার ১১৬ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত