রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে ভূমি অধিগ্রহণ ছাড়াই মডেল মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছে। মসজিদটির সামনের অংশে টিনের বেড়া দিয়ে দখলে নিয়েছে জায়গার মালিক পক্ষের এক অংশীজন। নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশের বেশি কাজ শেষ হলেও আদৌ ভূমি অধিগ্রহণ হয়েছে কি না তা জানা নেই স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগ কর্তৃপক্ষের।
আলেম ওলামাদের মতে, শান্তির ধর্ম ইসলামের দৃষ্টিতে জবরদখল করে মসজিদ কিংবা মাদ্রাসা নির্মাণ সুস্পষ্ট অন্যায়। এ বিষয়ে বিজ্ঞ মুফতিদের মত— কারও মালিকানাধীন জমিতে জোরপূর্বক মসজিদ নির্মাণ করা জায়েজ নেই। মসজিদ নির্মাণ করতে হলে নির্ভেজাল জমি মসজিদের নামে ওয়াক্ফ হওয়া জরুরি।
জানা যায়, চট্টগ্রামের রাউজান পৌরসভার জলিল নগরে জন্য তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্পের কাজ শুরু হয়েছিল গত ২০২০ সালের সেপ্টেম্বর মাসে।
আজ শনিবার দুপুরে পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে কিছু রঙের কাজ, ইলেকট্রিক শো ফিটিং এবং বাথরুমের শো ফিটিংসহ অন্যান্য কাজ বাকি আছে। প্রকল্পের নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য ৪০ শতাংশ জায়গা অধিগ্রহণের কথা ছিল।
রাউজান মডেল মসজিদটি নির্মাণ করা জায়গার মালিক স্থানীয় মঈন উদ্দিন রুমি এবং মো. আলীর ওয়ারিশগণ। ভুক্তভোগী মো. আলীর ছেলে রুবেলের অভিযোগ, তাঁদের জায়গার ওপর মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, অথচ তাঁরা ভূমির মূল্য বাবদ টাকা এবং ক্ষতিপূরণ পেতে লাখ টাকার বেশি টাকা খরচ করেও কিছুই পাননি।
রুবেল বলেন, ‘আমাদের ৩৭ শতাংশ জায়গা ছিল। সামনের অংশে দোকানপাট ছিল, ঘরও ছিল। হঠাৎ একদিন আমাদের ভাড়াটিয়াদের এসে দোকান ভাঙা পড়বে, এখানে মসজিদ হবে। কয়েক দিন পর আমাদের মতামত না নিয়ে দোকান ও ঘর ভেঙে দেওয়া হয়। পরে আমরা যোগাযোগ করলে ভূমি অধিগ্রহণের টাকা দেবে বলে আশ্বাস দেওয়া হয়। পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ একটি নোটিশ পাই, সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এল. এ) অফিসে যোগাযোগ করতে বলা হয়। দীর্ঘ ৩-৪ বছর যোগাযোগ করে বিভিন্ন দপ্তরে লাখের বেশি টাকা খরচ করেও অধিগ্রহণের টাকা পাইনি। আশা ছেড়ে দিয়েছিলাম। তবে সরকার পতনের পর মসজিদের সামনের অংশ দখল করেছি, সেখানে বহুতল ভবন করার পরিকল্পনা আছে।’
দীর্ঘশ্বাস ফেলে রুবেল আরও বলেন, ‘বাবা আমাদের ছোট অবস্থায় রেখে মারা যান। আমরা অনেক কষ্ট করে দোকানিদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে দোকান নির্মাণ করেছিলাম। মসজিদের জন্য দোকান ভেঙে ফেলায় আমার এক ভাই পাঠাও (মোটরসাইকেল) চালিয়ে দেনা পরিশোধ করছে। এখনো অনেক টাকা ধার-দেনা। আমরা ১৩ জন ওয়ারিশ আছি। অধিগ্রহণের টাকা না পেয়ে আমি আল্লাহকে বিচার দিয়েছিলাম।’
অন্যদিকে মঈন উদ্দিন রুমির পরিবারও টাকা পায়নি বলে দাবি করেছেন তাঁর আপন ভাইয়ের সৌমি।
এই বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, ‘এই বিষয়ে জানতে হলে আপনি গণপূর্ত থেকে জানতে পারবেন।’ এরপর তিনি সেখানকার এক্সিয়েনকে ফোন দিতে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জহির রায়হান বলেন, ‘ভূমি অধিগ্রহণ ছাড়া প্রজেক্ট নির্মাণ সম্ভব না।’ টিনের বেড়া দিয়ে দখলের বিষয়ে তিনি বলেন, ‘ভূমির বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন দেখে। গণপূর্ত অধিদপ্তর আমাদের জায়গা দিলে আমরা কাজ করি। আপনি ইসলামি ফাউন্ডেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।’
ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘ভূমি অধিগ্রহণ না হলে কাজ কীভাবে হবে।’ টিনের বেড়া দিয়ে জায়গা দখলের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘মসজিদ নির্মাণ হওয়ার পরেই আমাদের বুঝিয়ে দেওয়া হয়। ভূমি অধিগ্রহণের বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এল.এ) ডিসি অফিসের বিষয়। এটা আমাদের নয়। আপনি ইউএনও অফিসে যোগাযোগ করতে পারেন।’
প্রসঙ্গত, ২০২০ সালে ১২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের আওতায় তিনতলা বিশিষ্ট রাউজান উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজ শুরু হয়েছিল। নির্ধারিত নকশা অনুসারে রাউজানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে থাকছে নারী ও পুরুষদের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজ, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের অফিসের ব্যবস্থা।
চট্টগ্রামের রাউজানে ভূমি অধিগ্রহণ ছাড়াই মডেল মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছে। মসজিদটির সামনের অংশে টিনের বেড়া দিয়ে দখলে নিয়েছে জায়গার মালিক পক্ষের এক অংশীজন। নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশের বেশি কাজ শেষ হলেও আদৌ ভূমি অধিগ্রহণ হয়েছে কি না তা জানা নেই স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগ কর্তৃপক্ষের।
আলেম ওলামাদের মতে, শান্তির ধর্ম ইসলামের দৃষ্টিতে জবরদখল করে মসজিদ কিংবা মাদ্রাসা নির্মাণ সুস্পষ্ট অন্যায়। এ বিষয়ে বিজ্ঞ মুফতিদের মত— কারও মালিকানাধীন জমিতে জোরপূর্বক মসজিদ নির্মাণ করা জায়েজ নেই। মসজিদ নির্মাণ করতে হলে নির্ভেজাল জমি মসজিদের নামে ওয়াক্ফ হওয়া জরুরি।
জানা যায়, চট্টগ্রামের রাউজান পৌরসভার জলিল নগরে জন্য তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্পের কাজ শুরু হয়েছিল গত ২০২০ সালের সেপ্টেম্বর মাসে।
আজ শনিবার দুপুরে পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে কিছু রঙের কাজ, ইলেকট্রিক শো ফিটিং এবং বাথরুমের শো ফিটিংসহ অন্যান্য কাজ বাকি আছে। প্রকল্পের নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য ৪০ শতাংশ জায়গা অধিগ্রহণের কথা ছিল।
রাউজান মডেল মসজিদটি নির্মাণ করা জায়গার মালিক স্থানীয় মঈন উদ্দিন রুমি এবং মো. আলীর ওয়ারিশগণ। ভুক্তভোগী মো. আলীর ছেলে রুবেলের অভিযোগ, তাঁদের জায়গার ওপর মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, অথচ তাঁরা ভূমির মূল্য বাবদ টাকা এবং ক্ষতিপূরণ পেতে লাখ টাকার বেশি টাকা খরচ করেও কিছুই পাননি।
রুবেল বলেন, ‘আমাদের ৩৭ শতাংশ জায়গা ছিল। সামনের অংশে দোকানপাট ছিল, ঘরও ছিল। হঠাৎ একদিন আমাদের ভাড়াটিয়াদের এসে দোকান ভাঙা পড়বে, এখানে মসজিদ হবে। কয়েক দিন পর আমাদের মতামত না নিয়ে দোকান ও ঘর ভেঙে দেওয়া হয়। পরে আমরা যোগাযোগ করলে ভূমি অধিগ্রহণের টাকা দেবে বলে আশ্বাস দেওয়া হয়। পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ একটি নোটিশ পাই, সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এল. এ) অফিসে যোগাযোগ করতে বলা হয়। দীর্ঘ ৩-৪ বছর যোগাযোগ করে বিভিন্ন দপ্তরে লাখের বেশি টাকা খরচ করেও অধিগ্রহণের টাকা পাইনি। আশা ছেড়ে দিয়েছিলাম। তবে সরকার পতনের পর মসজিদের সামনের অংশ দখল করেছি, সেখানে বহুতল ভবন করার পরিকল্পনা আছে।’
দীর্ঘশ্বাস ফেলে রুবেল আরও বলেন, ‘বাবা আমাদের ছোট অবস্থায় রেখে মারা যান। আমরা অনেক কষ্ট করে দোকানিদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে দোকান নির্মাণ করেছিলাম। মসজিদের জন্য দোকান ভেঙে ফেলায় আমার এক ভাই পাঠাও (মোটরসাইকেল) চালিয়ে দেনা পরিশোধ করছে। এখনো অনেক টাকা ধার-দেনা। আমরা ১৩ জন ওয়ারিশ আছি। অধিগ্রহণের টাকা না পেয়ে আমি আল্লাহকে বিচার দিয়েছিলাম।’
অন্যদিকে মঈন উদ্দিন রুমির পরিবারও টাকা পায়নি বলে দাবি করেছেন তাঁর আপন ভাইয়ের সৌমি।
এই বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, ‘এই বিষয়ে জানতে হলে আপনি গণপূর্ত থেকে জানতে পারবেন।’ এরপর তিনি সেখানকার এক্সিয়েনকে ফোন দিতে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জহির রায়হান বলেন, ‘ভূমি অধিগ্রহণ ছাড়া প্রজেক্ট নির্মাণ সম্ভব না।’ টিনের বেড়া দিয়ে দখলের বিষয়ে তিনি বলেন, ‘ভূমির বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন দেখে। গণপূর্ত অধিদপ্তর আমাদের জায়গা দিলে আমরা কাজ করি। আপনি ইসলামি ফাউন্ডেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।’
ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘ভূমি অধিগ্রহণ না হলে কাজ কীভাবে হবে।’ টিনের বেড়া দিয়ে জায়গা দখলের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘মসজিদ নির্মাণ হওয়ার পরেই আমাদের বুঝিয়ে দেওয়া হয়। ভূমি অধিগ্রহণের বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এল.এ) ডিসি অফিসের বিষয়। এটা আমাদের নয়। আপনি ইউএনও অফিসে যোগাযোগ করতে পারেন।’
প্রসঙ্গত, ২০২০ সালে ১২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের আওতায় তিনতলা বিশিষ্ট রাউজান উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজ শুরু হয়েছিল। নির্ধারিত নকশা অনুসারে রাউজানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে থাকছে নারী ও পুরুষদের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজ, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের অফিসের ব্যবস্থা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে