নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
গত রোববার থেকে দফায় দফায় বাংলাদেশে প্রবেশ করেছেন ৩৩০ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য। তাঁদের মধ্যে ১০০ জনকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয় অস্থায়ী ক্যাম্পে পাঠানো হয়েছে। তাঁরা বিজিবির তত্ত্বাবধানে আছেন। বাকি ২৩০ জন ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনটি বাসে তাঁদের নেওয়া হয়।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে তাঁদের নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম পরে জানানো হবে।
এদিকে গতকাল বুধবার রাত থেকে গোলাগুলির শব্দ শোনা গেলেও সকাল থেকে এখনো পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়নি।
তুমব্রু স্থানীয় বাসিন্দা আলী হোসাইন বলেন, ‘মিয়ানমারের ওপারে গোলাগুলির ঘটনায় আমরা বসতঘর ছেড়ে উখিয়াতে আত্মীয়-স্বজনদের কাছে চলে গিয়েছি। এখন দেখতে আসলাম তুমব্রু সীমান্তের পরিস্থিতি কী রকম। তবে দেখে মনে হলো কিছুটা শান্ত। কিন্তু ভয়ের মধ্যেই আছি। কখন যে আবারও গোলাগুলি শুরু হয়। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। সীমান্তের কাছে আমাদের চাষের জমি। সেখানেও যেতে এখন ভয়ে হচ্ছে। কাজকর্ম ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’
হোয়াইক্যংয়ের স্থানীয় বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, ‘সীমান্তের কাছে আমার বাড়ি, গরু, ছাগলগুলো সীমান্তের কাছে খাবার খেতে গেলে এগুলো আনতে গেলে এখন ভয় হচ্ছে। কারণ, গতকাল বুধবার হোয়াইক্যং সীমান্ত পয়েন্টে ব্যাপক গোলাগুলি ঘটনা চলমান থাকায় মিয়ানমার বিজিপির ৬৪ জন সদস্য এপারে ঢুকে পড়ে। তখনো চলতে থাকে গোলাগুলি। এর আগেও মর্টার শেল ও গুলির শব্দে দিনের বেলায় বাড়ি থাকতাম না, রাতে বাড়িতে আসলে ঘুমাতে পারতাম না, সব সময় ভয়ের মধ্যেই থাকতে হচ্ছে।’
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারের সীমান্তবর্তী মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঘর থেকে বের হতে ও কাজে যেতে ভয় পাচ্ছে মানুষ।
গত রোববার থেকে দফায় দফায় বাংলাদেশে প্রবেশ করেছেন ৩৩০ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য। তাঁদের মধ্যে ১০০ জনকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয় অস্থায়ী ক্যাম্পে পাঠানো হয়েছে। তাঁরা বিজিবির তত্ত্বাবধানে আছেন। বাকি ২৩০ জন ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনটি বাসে তাঁদের নেওয়া হয়।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে তাঁদের নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম পরে জানানো হবে।
এদিকে গতকাল বুধবার রাত থেকে গোলাগুলির শব্দ শোনা গেলেও সকাল থেকে এখনো পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়নি।
তুমব্রু স্থানীয় বাসিন্দা আলী হোসাইন বলেন, ‘মিয়ানমারের ওপারে গোলাগুলির ঘটনায় আমরা বসতঘর ছেড়ে উখিয়াতে আত্মীয়-স্বজনদের কাছে চলে গিয়েছি। এখন দেখতে আসলাম তুমব্রু সীমান্তের পরিস্থিতি কী রকম। তবে দেখে মনে হলো কিছুটা শান্ত। কিন্তু ভয়ের মধ্যেই আছি। কখন যে আবারও গোলাগুলি শুরু হয়। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। সীমান্তের কাছে আমাদের চাষের জমি। সেখানেও যেতে এখন ভয়ে হচ্ছে। কাজকর্ম ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’
হোয়াইক্যংয়ের স্থানীয় বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, ‘সীমান্তের কাছে আমার বাড়ি, গরু, ছাগলগুলো সীমান্তের কাছে খাবার খেতে গেলে এগুলো আনতে গেলে এখন ভয় হচ্ছে। কারণ, গতকাল বুধবার হোয়াইক্যং সীমান্ত পয়েন্টে ব্যাপক গোলাগুলি ঘটনা চলমান থাকায় মিয়ানমার বিজিপির ৬৪ জন সদস্য এপারে ঢুকে পড়ে। তখনো চলতে থাকে গোলাগুলি। এর আগেও মর্টার শেল ও গুলির শব্দে দিনের বেলায় বাড়ি থাকতাম না, রাতে বাড়িতে আসলে ঘুমাতে পারতাম না, সব সময় ভয়ের মধ্যেই থাকতে হচ্ছে।’
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারের সীমান্তবর্তী মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঘর থেকে বের হতে ও কাজে যেতে ভয় পাচ্ছে মানুষ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে