জমির উদ্দিন, চট্টগ্রাম
‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ গানটির লাইনগুলো যেন বাস্তব হয়ে ওঠে চোখের সামনে। এমন এক ব্যক্তি যার দুই পা পুরোপুরি নিশ্চল! হাতে ভর করে নড়াচড়া করতে হয়! সেই তিনি চারটি গাড়ি বদলে ১৩ কিলোমিটার দূর থেকে ছুটে এসেছিলেন দুর্ঘটনার শিকার মুমূর্ষু মানুষগুলোকে রক্ত দিয়ে বাঁচাতে।
তাঁর নাম মো. নাজিম উদ্দিন। যিনি জন্ম থেকে শারীরিকভাবে সীমাবদ্ধ হয়েও সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আহত রোগীর পাশে দাঁড়িয়েছেন তিনি। আজ বুধবার বিকেলেও তিনটায়ও তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আসেন। এ সময় নাজিম উদ্দিনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। এ সময় নাজিম উদ্দিন বলেন, ‘কারও রক্ত লাগবে কিনা তা খোঁজ নিতে এসেছি। আমার কাছে রক্ত দেওয়ার অনেক মানুষ পরিচিত আছে। কয়েক মাসের মধ্যে তো আমার রক্ত আর নেওয়া হবে না।’
তাঁর সঙ্গে আলাপচারিতায় নাজিম উদ্দিন প্রতিবেদকে জানান, গত শনিবার রাত সাড়ে ১১টায় বিস্ফোরণের ঘটনা ঘটার আগেই ঘুমিয়ে যান তিনি। সকালে টিভি খুলে দেখেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের খবর। শত শত আহত রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এ দৃশ্য দেখে তাঁর আর মন মানে না। এক মুহূর্তও আর দেরি করেননি। দুই হাত ভর করে বাসা থেকে বের হন। এরপর চারটি বাহন পাল্টিয়ে চমেকে এসে মুমূর্ষু রোগীর জন্য দেন দুই ব্যাগ রক্ত।
চমেকে এভাবে ছুটে আসার কারণ বলতে গিয়ে নাজিম উদ্দিন বলেন, ‘আমার তো ভাই টাকা-পয়সা নেই। এই দেহটাই আছে। এখান থেকে যা প্রয়োজন তা সবটাই দিতে রাজি। রক্ত দিয়ে হলেও যদি সহযোগিতা করতে না পারি, তাহলে বেঁচে থাকার লাভটা কি?’
গত কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পরে এই বড় মনের মানুষটির ছবি। চমেকে রক্ত দিতে গিয়ে সেদিনের উপস্থিতদের সম্পর্কে তিনি জানান, যখন চমেকের ব্লাড ব্যাংকের সামনে রক্ত দিতে যান তখন সবাই তাঁকে ঘিরে ধরেন। দুই পা যার থেকেও নেই, দুই হাত ভর করেই যার চলাফেরা তিনি কিনা আগ্রাবাদের সিমেন্ট ক্রসিং থেকে এসেছেন রক্ত দিতে!
বাড়ি থেকে চমেক পর্যন্ত আসার গল্পটা নাজিম উদ্দিন বলেন আজকের পত্রিকাকে। তিনি বলেন, ‘গত রোববার বাসা থেকে ১০ মিনিটের পথ আগ্রাবাদ সিমেন্ট ক্রসিং। দুই হাতে ভর করে এসে ১০ নম্বর বাসে উঠে চলে আসি দুই নম্বর গেট। সেখান থেকে একটি অটোরিকশা করে প্রবর্তক মোড়, তারপর আবার রিকশা করে জরুরি বিভাগের সামনে এসে উপস্থিত হই। এর মধ্যে এক আত্মীয় জানায়, রক্ত লাগবে। মুহূর্তেই চমেকের ব্লাড ব্যাংকে গিয়ে দুই ব্যাগ রক্ত দেই।’
পরিবারের বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দিন জানান, বাড়িতে তাঁর মা-বাবা, স্ত্রী ও ১০ বছর বয়সী একটি মেয়ে আছে। কাঠগড় কনটেইনার ডিপোর মালিক দয়া করে তাঁকে ছোট একটি চাকরি দেন। সেই টাকায় তাঁর সংসার চলে। পাশাপাশি মানবিক কাজে যুক্ত আছেন তিনি।
‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ গানটির লাইনগুলো যেন বাস্তব হয়ে ওঠে চোখের সামনে। এমন এক ব্যক্তি যার দুই পা পুরোপুরি নিশ্চল! হাতে ভর করে নড়াচড়া করতে হয়! সেই তিনি চারটি গাড়ি বদলে ১৩ কিলোমিটার দূর থেকে ছুটে এসেছিলেন দুর্ঘটনার শিকার মুমূর্ষু মানুষগুলোকে রক্ত দিয়ে বাঁচাতে।
তাঁর নাম মো. নাজিম উদ্দিন। যিনি জন্ম থেকে শারীরিকভাবে সীমাবদ্ধ হয়েও সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আহত রোগীর পাশে দাঁড়িয়েছেন তিনি। আজ বুধবার বিকেলেও তিনটায়ও তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আসেন। এ সময় নাজিম উদ্দিনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। এ সময় নাজিম উদ্দিন বলেন, ‘কারও রক্ত লাগবে কিনা তা খোঁজ নিতে এসেছি। আমার কাছে রক্ত দেওয়ার অনেক মানুষ পরিচিত আছে। কয়েক মাসের মধ্যে তো আমার রক্ত আর নেওয়া হবে না।’
তাঁর সঙ্গে আলাপচারিতায় নাজিম উদ্দিন প্রতিবেদকে জানান, গত শনিবার রাত সাড়ে ১১টায় বিস্ফোরণের ঘটনা ঘটার আগেই ঘুমিয়ে যান তিনি। সকালে টিভি খুলে দেখেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের খবর। শত শত আহত রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এ দৃশ্য দেখে তাঁর আর মন মানে না। এক মুহূর্তও আর দেরি করেননি। দুই হাত ভর করে বাসা থেকে বের হন। এরপর চারটি বাহন পাল্টিয়ে চমেকে এসে মুমূর্ষু রোগীর জন্য দেন দুই ব্যাগ রক্ত।
চমেকে এভাবে ছুটে আসার কারণ বলতে গিয়ে নাজিম উদ্দিন বলেন, ‘আমার তো ভাই টাকা-পয়সা নেই। এই দেহটাই আছে। এখান থেকে যা প্রয়োজন তা সবটাই দিতে রাজি। রক্ত দিয়ে হলেও যদি সহযোগিতা করতে না পারি, তাহলে বেঁচে থাকার লাভটা কি?’
গত কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পরে এই বড় মনের মানুষটির ছবি। চমেকে রক্ত দিতে গিয়ে সেদিনের উপস্থিতদের সম্পর্কে তিনি জানান, যখন চমেকের ব্লাড ব্যাংকের সামনে রক্ত দিতে যান তখন সবাই তাঁকে ঘিরে ধরেন। দুই পা যার থেকেও নেই, দুই হাত ভর করেই যার চলাফেরা তিনি কিনা আগ্রাবাদের সিমেন্ট ক্রসিং থেকে এসেছেন রক্ত দিতে!
বাড়ি থেকে চমেক পর্যন্ত আসার গল্পটা নাজিম উদ্দিন বলেন আজকের পত্রিকাকে। তিনি বলেন, ‘গত রোববার বাসা থেকে ১০ মিনিটের পথ আগ্রাবাদ সিমেন্ট ক্রসিং। দুই হাতে ভর করে এসে ১০ নম্বর বাসে উঠে চলে আসি দুই নম্বর গেট। সেখান থেকে একটি অটোরিকশা করে প্রবর্তক মোড়, তারপর আবার রিকশা করে জরুরি বিভাগের সামনে এসে উপস্থিত হই। এর মধ্যে এক আত্মীয় জানায়, রক্ত লাগবে। মুহূর্তেই চমেকের ব্লাড ব্যাংকে গিয়ে দুই ব্যাগ রক্ত দেই।’
পরিবারের বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দিন জানান, বাড়িতে তাঁর মা-বাবা, স্ত্রী ও ১০ বছর বয়সী একটি মেয়ে আছে। কাঠগড় কনটেইনার ডিপোর মালিক দয়া করে তাঁকে ছোট একটি চাকরি দেন। সেই টাকায় তাঁর সংসার চলে। পাশাপাশি মানবিক কাজে যুক্ত আছেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে