সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাই গরুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁদের শরীর তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার তিনজনের নামে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম।
গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের পৌরসদরের মডেল থানাধীন সারেং পাড়া আহমদ ডাক্তার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার জেলার চকরিয়া থানার চকরিয়া পৌরসভা এলাকার বাসিন্দা মো. মুবিন উদ্দিন (৩২), মো. সোহেল (২৪) ও মো. আব্দুল শুক্কুর (৩৪)। তাঁরা তিনজনেই বর্তমানে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার গ্যাইসাপাড়া এলাকায় বাস করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার গভীররাতে উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দারের নেতৃত্বে অভিযান চালিয়ে গরু চোরাই চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সেই সঙ্গে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধারের পাশাপাশি চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজারের চকরিয়া এলাকায় ভোররাতে ফের অভিযান চালিয়ে চুরি যাওয়া আরও দুটি গরু উদ্ধার করা হয়।
ওসি কামাল উদ্দিন আরও বলেন, উদ্ধার করা পাঁচটি গরু চোরাই চক্রের সদস্যরা সীতাকুণ্ড এলাকা থেকে চুরি করেছে বলে স্বীকার করেছেন। ইতিমধ্যে উদ্ধার করা গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, চুরির মামলাসহ পৃথক তিনটি মামলা থানায় দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চোরাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাই গরুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁদের শরীর তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার তিনজনের নামে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম।
গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের পৌরসদরের মডেল থানাধীন সারেং পাড়া আহমদ ডাক্তার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার জেলার চকরিয়া থানার চকরিয়া পৌরসভা এলাকার বাসিন্দা মো. মুবিন উদ্দিন (৩২), মো. সোহেল (২৪) ও মো. আব্দুল শুক্কুর (৩৪)। তাঁরা তিনজনেই বর্তমানে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার গ্যাইসাপাড়া এলাকায় বাস করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার গভীররাতে উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দারের নেতৃত্বে অভিযান চালিয়ে গরু চোরাই চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সেই সঙ্গে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধারের পাশাপাশি চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজারের চকরিয়া এলাকায় ভোররাতে ফের অভিযান চালিয়ে চুরি যাওয়া আরও দুটি গরু উদ্ধার করা হয়।
ওসি কামাল উদ্দিন আরও বলেন, উদ্ধার করা পাঁচটি গরু চোরাই চক্রের সদস্যরা সীতাকুণ্ড এলাকা থেকে চুরি করেছে বলে স্বীকার করেছেন। ইতিমধ্যে উদ্ধার করা গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, চুরির মামলাসহ পৃথক তিনটি মামলা থানায় দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চোরাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে