নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এস আলম গ্রুপের ২০১ শতক সম্পত্তি (ভবনসহ জমি) নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে প্রায় ২ হাজার ৭৩৮ কোটি টাকা পাওনা খেলাপি হওয়ায় ব্যাংকটির খাতুনগঞ্জ শাখা এ নিলাম আহ্বান করে।
ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কারখানার স্থাপনা নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় ও মূলধন হিসেবে ২০১৬ সালে ঋণ নেয় ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান ফারজানা বেগম ও সাবেক চেয়ারম্যান/শেয়ারহোল্ডার মর্জিনা শারমিন। এর মধ্যে আব্দুর ওয়াহেদ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই)। অন্য দুজনের মধ্যে ফারজানা সাইফুল ইসলামের ভাই ওসমান গণির স্ত্রী এবং মর্জিনা আরেক ভাই আব্দুল হাসানের স্ত্রী। নিলাম বিজ্ঞপ্তিতে আগামী ২৭ এপ্রিলের মধ্যে আগ্রহী দরদাতাদের দরপত্র জমা দিতে বলা হয়েছে।
ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান (খাতুনগঞ্জ) মো. জামাল উদ্দিন বলেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগপর্যন্ত কাগজ-কলমে ঋণটি নিয়মিত দেখানো হয়েছিল। তবে চার-পাঁচ মাস ধরে প্রতিষ্ঠানটির কর্ণধারদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
২০ মার্চের হিসাব অনুযায়ী, সুদাসলে প্রতিষ্ঠানটির কাছে পাওনা দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৭ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার ৮৯৮ টাকা। বারবার চেষ্টা করার পরও ঋণের টাকা আদায় না হওয়ায় অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ১২ (৩) ধারায় প্রতিষ্ঠানটির বন্ধক রাখা সম্পত্তি নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের নামে বন্ধক রাখা ২০১ শতক সম্পত্তি চট্টগ্রামে অবস্থিত। এসব সম্পত্তি বিক্রি করে ঋণের ৫ শতাংশও আদায় করা যাবে না বলে জানিয়েছেন ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার সাবেক এক কর্মকর্তা বলেন, ‘স্টিলের কাঁচামাল (এইচআর এবং সিআর কয়েল) আমদানি শেষে থিকনেস কমিয়ে তা নিজেদের কারখানায় ব্যবহার ও খোলাবাজারে বিক্রি করত ইনফিনিটি সিআর স্ট্রিপস। এই কোম্পানির নামে ২ হাজার ৭৩৭ কোটি টাকা ঋণ আছে শুনে আমরা অবাক হই। কারণ কারখানার আমদানি এবং উৎপাদনের যে ভলিউম (পরিমাণ), তাতে কোনোভাবেই ৫০০ কোটি টাকার বেশি ঋণের প্রয়োজন হয় না। এলসি খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামালের অভাবে গত নভেম্বরে ইনফিনিটি সিআর স্ট্রিপস কারখানাটি বন্ধ হয়ে যায়।’
২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে আহসানুল আলম। ব্যাংকটির ঋণের পরিমাণ ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা।
ব্যাংকটির তথ্য বলছে, ব্যাংক থেকে প্রায় ৮৮ হাজার কোটি টাকা একাই বের করে নিয়েছে এস আলম গ্রুপ। এর মধ্যে শুধু খাতুনগঞ্জ শাখা থেকেই ৪৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে গ্রুপটি। বর্তমানে গ্রুপটির কাছে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে জব্দ আছে।
অন্যান্য ব্যাংক মিলিয়ে বিতর্কিত এই শিল্প গ্রুপের কাছে মোট ঋণ দেড় লাখ কোটি টাকার বেশি। ৫ আগস্টের পর থেকে এস আলম পরিবারের কোনো সদস্য দেশে ফেরেননি।
১২ মার্চ ৯০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে গ্রুপটির ৪ হাজার ৫৮৯ শতক সম্পত্তি নিলামে তোলে ব্যাংকটি। এর আগে খেলাপি আদায়ে দুই দফায় এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তোলে জনতা ব্যাংক চট্টগ্রামের সাধারণ বীমা শাখা।
এস আলম গ্রুপের ২০১ শতক সম্পত্তি (ভবনসহ জমি) নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে প্রায় ২ হাজার ৭৩৮ কোটি টাকা পাওনা খেলাপি হওয়ায় ব্যাংকটির খাতুনগঞ্জ শাখা এ নিলাম আহ্বান করে।
ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কারখানার স্থাপনা নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় ও মূলধন হিসেবে ২০১৬ সালে ঋণ নেয় ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান ফারজানা বেগম ও সাবেক চেয়ারম্যান/শেয়ারহোল্ডার মর্জিনা শারমিন। এর মধ্যে আব্দুর ওয়াহেদ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই)। অন্য দুজনের মধ্যে ফারজানা সাইফুল ইসলামের ভাই ওসমান গণির স্ত্রী এবং মর্জিনা আরেক ভাই আব্দুল হাসানের স্ত্রী। নিলাম বিজ্ঞপ্তিতে আগামী ২৭ এপ্রিলের মধ্যে আগ্রহী দরদাতাদের দরপত্র জমা দিতে বলা হয়েছে।
ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান (খাতুনগঞ্জ) মো. জামাল উদ্দিন বলেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগপর্যন্ত কাগজ-কলমে ঋণটি নিয়মিত দেখানো হয়েছিল। তবে চার-পাঁচ মাস ধরে প্রতিষ্ঠানটির কর্ণধারদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
২০ মার্চের হিসাব অনুযায়ী, সুদাসলে প্রতিষ্ঠানটির কাছে পাওনা দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৭ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার ৮৯৮ টাকা। বারবার চেষ্টা করার পরও ঋণের টাকা আদায় না হওয়ায় অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ১২ (৩) ধারায় প্রতিষ্ঠানটির বন্ধক রাখা সম্পত্তি নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের নামে বন্ধক রাখা ২০১ শতক সম্পত্তি চট্টগ্রামে অবস্থিত। এসব সম্পত্তি বিক্রি করে ঋণের ৫ শতাংশও আদায় করা যাবে না বলে জানিয়েছেন ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার সাবেক এক কর্মকর্তা বলেন, ‘স্টিলের কাঁচামাল (এইচআর এবং সিআর কয়েল) আমদানি শেষে থিকনেস কমিয়ে তা নিজেদের কারখানায় ব্যবহার ও খোলাবাজারে বিক্রি করত ইনফিনিটি সিআর স্ট্রিপস। এই কোম্পানির নামে ২ হাজার ৭৩৭ কোটি টাকা ঋণ আছে শুনে আমরা অবাক হই। কারণ কারখানার আমদানি এবং উৎপাদনের যে ভলিউম (পরিমাণ), তাতে কোনোভাবেই ৫০০ কোটি টাকার বেশি ঋণের প্রয়োজন হয় না। এলসি খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামালের অভাবে গত নভেম্বরে ইনফিনিটি সিআর স্ট্রিপস কারখানাটি বন্ধ হয়ে যায়।’
২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে আহসানুল আলম। ব্যাংকটির ঋণের পরিমাণ ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা।
ব্যাংকটির তথ্য বলছে, ব্যাংক থেকে প্রায় ৮৮ হাজার কোটি টাকা একাই বের করে নিয়েছে এস আলম গ্রুপ। এর মধ্যে শুধু খাতুনগঞ্জ শাখা থেকেই ৪৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে গ্রুপটি। বর্তমানে গ্রুপটির কাছে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে জব্দ আছে।
অন্যান্য ব্যাংক মিলিয়ে বিতর্কিত এই শিল্প গ্রুপের কাছে মোট ঋণ দেড় লাখ কোটি টাকার বেশি। ৫ আগস্টের পর থেকে এস আলম পরিবারের কোনো সদস্য দেশে ফেরেননি।
১২ মার্চ ৯০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে গ্রুপটির ৪ হাজার ৫৮৯ শতক সম্পত্তি নিলামে তোলে ব্যাংকটি। এর আগে খেলাপি আদায়ে দুই দফায় এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তোলে জনতা ব্যাংক চট্টগ্রামের সাধারণ বীমা শাখা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে