নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কোতোয়ালীর পুরান ফিশারীঘাটে মনোহরখালী মন্দির। গতকাল শুক্রবার মধ্যরাতে ফেসবুকে বেশ কয়েকটি আইডি থেকে জ্বালিয়ে দেওয়ার খবর দেওয়া হয়। এই মন্দির থেকে একটু দূরে জগন্নাথ মন্দির। আছে রক্ষাখালী মন্দিরও। এসব মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয় বলেও ফেসবুকের ওই সব পোস্টে দাবি করা হয়।
কিন্তু আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরেজমিন দেখা গেল, সব মন্দির-ই অক্ষত রয়েছে। কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।
কোতোয়ালীর পাথরঘাট পুরান ফিশারীঘাট এলাকার মনোহরখালী মন্দিরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রার্থনা করছিলেন বিপুল দাশ ও রতন কুমার। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, এই মন্দিরে কোনো হামলা হয়নি। জ্বালিয়ে দেওয়ার খবরও মিথ্যা। এই এলাকায় রক্ষাখালী ও জগন্নাথ মন্দিরেও কোনো হামলা হয়নি।
গতকাল শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের ঘাটফরহাদবেগ আরোহন ক্লাবে সংখ্যালঘুর বাসায় ডাকাতির খবর সুবির চৌধুরী চট্টগ্রাম নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। সেখানে গিয়ে কথা বলে জানা যায়, ডাকাতির এ রকম কোনো ঘটনা ঘটেনি। তবে, চোর সন্দেহে একজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি করা হয়েছে।
দৈনিক আজাদীর সাংবাদিক জুলকার নাইন সাদমান জানান, ঘাটফারবেগ এলাকায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার বাবা ভর্তি। হাসপাতালে তাঁর বাবার সঙ্গে থাকে তার বোন। তার বাবার অবস্থা খারাপ। হাসপাতালে যাওয়ার পথে তিনি চোর বলে মারধরের শিকার হন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মো. ওবায়দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কোতোয়ালী থানা এলাকায় কোনো মন্দির বা সংখ্যালঘু বাড়িতে হামলার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। আমরা গতকাল শুক্রবার থেকে স্বল্প পরিসরে কাজ করছি।’
সনাতন ধর্মের সংগঠনের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁরা কেউ চট্টগ্রাম শহরে কোথায় হামলা হয়েছে, সেই তথ্য জানাতে পারেননি।
বাংলাদেশ হিন্দু মহাজোটের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক বলভদ্র বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম শহরে বেশ কয়েকটি জায়গায় হামলার খবর পেয়েছি। তবে কোথায় কোথায় হামলা হয়েছে, সেই তথ্য সংগ্রহে নেই।’
ইচ্ছে করেই কেউ কেউ গুজব ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, ‘কেউ কেউ গুজব ছড়িয়ে হিন্দু ভাইদের মাঠে নামিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমরা হিন্দু ভাইদের প্রতিটি মন্দিরে পাহারা দিচ্ছি। মূলত দেশের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন হামলা করছে।’
চট্টগ্রামের কোতোয়ালীর পুরান ফিশারীঘাটে মনোহরখালী মন্দির। গতকাল শুক্রবার মধ্যরাতে ফেসবুকে বেশ কয়েকটি আইডি থেকে জ্বালিয়ে দেওয়ার খবর দেওয়া হয়। এই মন্দির থেকে একটু দূরে জগন্নাথ মন্দির। আছে রক্ষাখালী মন্দিরও। এসব মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয় বলেও ফেসবুকের ওই সব পোস্টে দাবি করা হয়।
কিন্তু আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরেজমিন দেখা গেল, সব মন্দির-ই অক্ষত রয়েছে। কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।
কোতোয়ালীর পাথরঘাট পুরান ফিশারীঘাট এলাকার মনোহরখালী মন্দিরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রার্থনা করছিলেন বিপুল দাশ ও রতন কুমার। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, এই মন্দিরে কোনো হামলা হয়নি। জ্বালিয়ে দেওয়ার খবরও মিথ্যা। এই এলাকায় রক্ষাখালী ও জগন্নাথ মন্দিরেও কোনো হামলা হয়নি।
গতকাল শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের ঘাটফরহাদবেগ আরোহন ক্লাবে সংখ্যালঘুর বাসায় ডাকাতির খবর সুবির চৌধুরী চট্টগ্রাম নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। সেখানে গিয়ে কথা বলে জানা যায়, ডাকাতির এ রকম কোনো ঘটনা ঘটেনি। তবে, চোর সন্দেহে একজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি করা হয়েছে।
দৈনিক আজাদীর সাংবাদিক জুলকার নাইন সাদমান জানান, ঘাটফারবেগ এলাকায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার বাবা ভর্তি। হাসপাতালে তাঁর বাবার সঙ্গে থাকে তার বোন। তার বাবার অবস্থা খারাপ। হাসপাতালে যাওয়ার পথে তিনি চোর বলে মারধরের শিকার হন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মো. ওবায়দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কোতোয়ালী থানা এলাকায় কোনো মন্দির বা সংখ্যালঘু বাড়িতে হামলার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। আমরা গতকাল শুক্রবার থেকে স্বল্প পরিসরে কাজ করছি।’
সনাতন ধর্মের সংগঠনের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁরা কেউ চট্টগ্রাম শহরে কোথায় হামলা হয়েছে, সেই তথ্য জানাতে পারেননি।
বাংলাদেশ হিন্দু মহাজোটের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক বলভদ্র বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম শহরে বেশ কয়েকটি জায়গায় হামলার খবর পেয়েছি। তবে কোথায় কোথায় হামলা হয়েছে, সেই তথ্য সংগ্রহে নেই।’
ইচ্ছে করেই কেউ কেউ গুজব ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, ‘কেউ কেউ গুজব ছড়িয়ে হিন্দু ভাইদের মাঠে নামিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমরা হিন্দু ভাইদের প্রতিটি মন্দিরে পাহারা দিচ্ছি। মূলত দেশের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন হামলা করছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে