নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার জন্য সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানদের দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (১৩ মে) দুপুরে নগরীর বির্জাখাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
নগর জামায়াতে ইসলামীর উদ্যোগে খালটিতে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গত এপ্রিল থেকে শুরু হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম শহরে এমন জলাবদ্ধতা আমরা আগে কখনো দেখিনি। আমি প্রাইমারি, হাইস্কুল, এমনকি চট্টগ্রাম কলেজেও পড়ালেখা করেছি। তখন এমন পরিস্থিতি ছিল না। এই জলাবদ্ধতা একেবারে মানবসৃষ্ট। যাঁরা আগে নগরের দায়িত্বে ছিলেন, তাঁরা তাঁদের দায়িত্ব পালন করেননি। খাল দখল করে গড়ে তোলা হয়েছে বাড়ি, অফিস ও মার্কেট।’
পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘খননের পর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, খাল পরিষ্কার করেও সেখানে আবার ময়লা ফেলা হচ্ছে। এতে পুরো উদ্যোগটাই ব্যর্থ হয়। আমরা ১০ হাজার ডাস্টবিন দিয়েছি। এখন থেকে সবাইকে ওই ডাস্টবিনেই ময়লা ফেলতে হবে। আমরা বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছি, ময়লা বিনে না ফেলে বাইরে ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে যা কিছু প্রয়োজন, তা আমরা করব। কাজ করতে আগ্রহী সবাইকে সুযোগ দিচ্ছি। এখন নাগরিকদের দায়িত্ব খাল পরিষ্কার রাখা। একদিকে খাল খনন করে অন্যদিকে আবার ময়লা ফেললে কোনো ফল হবে না।’
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তাহলেই নগরকে সুন্দর রাখা সম্ভব।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী জানান, বির্জাখাল পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ার পর গত ২৪ দিনে ৩ হাজার ফুটের মধ্যে ১ হাজার ৮০০ ফুটের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহার আগেই বাকি অংশের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাঁদের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন প্রমুখ।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার জন্য সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানদের দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (১৩ মে) দুপুরে নগরীর বির্জাখাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
নগর জামায়াতে ইসলামীর উদ্যোগে খালটিতে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গত এপ্রিল থেকে শুরু হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম শহরে এমন জলাবদ্ধতা আমরা আগে কখনো দেখিনি। আমি প্রাইমারি, হাইস্কুল, এমনকি চট্টগ্রাম কলেজেও পড়ালেখা করেছি। তখন এমন পরিস্থিতি ছিল না। এই জলাবদ্ধতা একেবারে মানবসৃষ্ট। যাঁরা আগে নগরের দায়িত্বে ছিলেন, তাঁরা তাঁদের দায়িত্ব পালন করেননি। খাল দখল করে গড়ে তোলা হয়েছে বাড়ি, অফিস ও মার্কেট।’
পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘খননের পর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, খাল পরিষ্কার করেও সেখানে আবার ময়লা ফেলা হচ্ছে। এতে পুরো উদ্যোগটাই ব্যর্থ হয়। আমরা ১০ হাজার ডাস্টবিন দিয়েছি। এখন থেকে সবাইকে ওই ডাস্টবিনেই ময়লা ফেলতে হবে। আমরা বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছি, ময়লা বিনে না ফেলে বাইরে ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে যা কিছু প্রয়োজন, তা আমরা করব। কাজ করতে আগ্রহী সবাইকে সুযোগ দিচ্ছি। এখন নাগরিকদের দায়িত্ব খাল পরিষ্কার রাখা। একদিকে খাল খনন করে অন্যদিকে আবার ময়লা ফেললে কোনো ফল হবে না।’
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তাহলেই নগরকে সুন্দর রাখা সম্ভব।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী জানান, বির্জাখাল পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ার পর গত ২৪ দিনে ৩ হাজার ফুটের মধ্যে ১ হাজার ৮০০ ফুটের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহার আগেই বাকি অংশের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাঁদের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে