নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তামিম ইকবালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন বলে গুঞ্জনের মধ্যে আজ শুক্রবার সকালে তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন।
তামিম ইকবালের চাচা আজম খান আজকের পত্রিকাকে জানান, সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার কাজি বাড়ি মসজিদ গলির বাড়ি থেকে বের হন। তাঁর সঙ্গে ছিলেন মা নুসরাত খানও।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবালের দেখা করার কথা রয়েছে। তবে, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার দেশের সকল মানুষকে চমকে দেওয়া এক সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রামের বাড়িতে রাতে ছিলেন তিনি।
অনেক দিন ধরেই ফর্ম আর ফিটনেস নিয়ে আলোচনায় ছিলেন তামিম। আনফিট থাকলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন—ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি। বুধবার চট্টগ্রামে খেলেছেনও বাংলাদেশের অধিনায়ক। তবে তাঁর ওই মন্তব্য ভালোভাবে নেননি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল তামিমের। তাই বলে এত বড় সিদ্ধান্ত নেবেন, এটা ভাবা কঠিনই ছিল।
গতকাল সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কঠিন সিদ্ধান্তই জানিয়ে দিয়েছিলেন তামিম। তিনি বলেন, ‘গতকালই ছিল আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’ কান্নায় একপর্যায়ে কথাই বলতে পারছিলেন না তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তামিম ইকবালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন বলে গুঞ্জনের মধ্যে আজ শুক্রবার সকালে তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন।
তামিম ইকবালের চাচা আজম খান আজকের পত্রিকাকে জানান, সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার কাজি বাড়ি মসজিদ গলির বাড়ি থেকে বের হন। তাঁর সঙ্গে ছিলেন মা নুসরাত খানও।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবালের দেখা করার কথা রয়েছে। তবে, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার দেশের সকল মানুষকে চমকে দেওয়া এক সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রামের বাড়িতে রাতে ছিলেন তিনি।
অনেক দিন ধরেই ফর্ম আর ফিটনেস নিয়ে আলোচনায় ছিলেন তামিম। আনফিট থাকলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন—ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি। বুধবার চট্টগ্রামে খেলেছেনও বাংলাদেশের অধিনায়ক। তবে তাঁর ওই মন্তব্য ভালোভাবে নেননি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল তামিমের। তাই বলে এত বড় সিদ্ধান্ত নেবেন, এটা ভাবা কঠিনই ছিল।
গতকাল সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কঠিন সিদ্ধান্তই জানিয়ে দিয়েছিলেন তামিম। তিনি বলেন, ‘গতকালই ছিল আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’ কান্নায় একপর্যায়ে কথাই বলতে পারছিলেন না তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫