নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের কথিত প্রেমিকা গায়ত্রী অমর সিং সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি দিলেও তার বর্তমান অবস্থান জানাতে পারেনি জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
এদিকে মিতু হত্যার কয়েক মাস আগে বাবুলকে উপহার দেওয়া দুটি বইয়ের হাতের লেখা আসলেই গায়ত্রীর কি না তা নিশ্চিত হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।
এর আগে গত ২৩ মে গায়ত্রী অমর সিং সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে ইউএনএইচসিআরকে একটি চিঠি দিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত জুলাই মাসের শেষদিকে ওই চিঠির উত্তর পায় তারা।
সন্তোষ কুমার চাকমা বলেন, গায়ত্রী সম্পর্কে তথ্য দিতে কিছুটা দেরি করলেও সংস্থাটি পিবিআইকে শতভাগ সহযোগিতা করেছে। তাদের কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। যা মামলার তদন্তকাজকে এগিয়ে নেবে। যদিও গায়ত্রী বর্তমানে কোথায় আছেন তা নিয়ে আমাদের কোনো তথ্য দিতে পারেনি সংস্থাটি।
মিতু হত্যা মামলায় আদালতে চার্জশিট দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো অনেক পাজল মেলানোর চেষ্টা করছি। গায়ত্রীর ব্যাপারে পাওয়া নতুন তথ্য এই পাজলের একটা অংশ। আরও কিছু তথ্য মেলানো গেলে আমরা চার্জশিট দেওয়ার ব্যাপারে ভাবব।
এদিকে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার জানান, ওনার কোনো হদিস দিতে পারে নাই ইউএনএইচসিআর। তবে আমরা গায়ত্রীর হাতের লেখা আছে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছি। বাবুলকে দেওয়া তার তালেবান ও বেস্ট কেপ্ট সিক্রেট বইগুলোর হাতের লেখার সঙ্গে এসব লেখা মিলিয়ে দেখা হবে। আশা করছি মামলার জট খুলতে এসব তথ্য সহায়তা করবে। সংস্থাটি থেকে পাওয়া এসব তথ্য যাচাইবাছাই করে গায়ত্রীর বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১২ মে মেয়ে হত্যার অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। তিনি এতে উল্লেখ করেন, গায়েত্রীর সঙ্গে সাবেক এসপি বাবুল আক্তারের পরকীয়া প্রেমের সম্পর্কের প্রতিবাদ করায় খুন করা হয়েছিল মাহমুদা খানম মিতুকে।
পিবিআই সূত্রে জানা গেছে, মামলার এজাহারে উল্লেখ থাকা তথ্য ও তদন্তে বেরিয়ে আসে ইউএনএইচসিআরের ফিল্ড অফিসার হিসেবে কক্সবাজারে ২০১৩ সাল থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত ছিলেন ভারতীয় নাগরিক গায়ত্রী অমর শিং। এই সময় বাবুল আক্তারের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। মূলত এ কারণেই গায়ত্রী সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে ইউএনএইচসিআরে চিঠি দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এই মামলায় গ্রেপ্তার স্বামী বাবুল আক্তার বর্তমানে ফেনী কারাগারে আছেন।
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের কথিত প্রেমিকা গায়ত্রী অমর সিং সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি দিলেও তার বর্তমান অবস্থান জানাতে পারেনি জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
এদিকে মিতু হত্যার কয়েক মাস আগে বাবুলকে উপহার দেওয়া দুটি বইয়ের হাতের লেখা আসলেই গায়ত্রীর কি না তা নিশ্চিত হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।
এর আগে গত ২৩ মে গায়ত্রী অমর সিং সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে ইউএনএইচসিআরকে একটি চিঠি দিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত জুলাই মাসের শেষদিকে ওই চিঠির উত্তর পায় তারা।
সন্তোষ কুমার চাকমা বলেন, গায়ত্রী সম্পর্কে তথ্য দিতে কিছুটা দেরি করলেও সংস্থাটি পিবিআইকে শতভাগ সহযোগিতা করেছে। তাদের কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। যা মামলার তদন্তকাজকে এগিয়ে নেবে। যদিও গায়ত্রী বর্তমানে কোথায় আছেন তা নিয়ে আমাদের কোনো তথ্য দিতে পারেনি সংস্থাটি।
মিতু হত্যা মামলায় আদালতে চার্জশিট দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো অনেক পাজল মেলানোর চেষ্টা করছি। গায়ত্রীর ব্যাপারে পাওয়া নতুন তথ্য এই পাজলের একটা অংশ। আরও কিছু তথ্য মেলানো গেলে আমরা চার্জশিট দেওয়ার ব্যাপারে ভাবব।
এদিকে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার জানান, ওনার কোনো হদিস দিতে পারে নাই ইউএনএইচসিআর। তবে আমরা গায়ত্রীর হাতের লেখা আছে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছি। বাবুলকে দেওয়া তার তালেবান ও বেস্ট কেপ্ট সিক্রেট বইগুলোর হাতের লেখার সঙ্গে এসব লেখা মিলিয়ে দেখা হবে। আশা করছি মামলার জট খুলতে এসব তথ্য সহায়তা করবে। সংস্থাটি থেকে পাওয়া এসব তথ্য যাচাইবাছাই করে গায়ত্রীর বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১২ মে মেয়ে হত্যার অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। তিনি এতে উল্লেখ করেন, গায়েত্রীর সঙ্গে সাবেক এসপি বাবুল আক্তারের পরকীয়া প্রেমের সম্পর্কের প্রতিবাদ করায় খুন করা হয়েছিল মাহমুদা খানম মিতুকে।
পিবিআই সূত্রে জানা গেছে, মামলার এজাহারে উল্লেখ থাকা তথ্য ও তদন্তে বেরিয়ে আসে ইউএনএইচসিআরের ফিল্ড অফিসার হিসেবে কক্সবাজারে ২০১৩ সাল থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত ছিলেন ভারতীয় নাগরিক গায়ত্রী অমর শিং। এই সময় বাবুল আক্তারের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। মূলত এ কারণেই গায়ত্রী সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে ইউএনএইচসিআরে চিঠি দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এই মামলায় গ্রেপ্তার স্বামী বাবুল আক্তার বর্তমানে ফেনী কারাগারে আছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে