নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ওসিকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানের পর অপরাধ জগতে আলোচনায় আসেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। কথায় কথায় গুলি ছোড়ার স্বভাব তাঁর। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত তিন মাসের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ড সংঘটন ও ১০ মামলার আসামি সাজ্জাদ চট্টগ্রাম নগরীতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
গতকাল মঙ্গলবার রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে হত্যার হুমকি দেন সাজ্জাদ।
এ বিষয়ে জানতে চাইলে ওসি আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিয়োজিত। ইতিপূর্বে এই সন্ত্রাসী ও তাঁর দল বায়েজিদের বিভিন্ন এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি করে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। সে গুলি করে তিনজনকে হত্যা মামলার আসামি।
জনগণের জানমাল রক্ষার্থে ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে তাঁকে ধরতে পুলিশ একাধিক অভিযান চালিয়েছে। অভিযানে সাজ্জাদের গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ অনেক সহযোগীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাঁকেও ধরার চেষ্টা চলছে। সেই ক্ষোভ থেকে এই ধরনের হুমকি সে দিয়ে থাকতে পারে।
ওসি বলেন, ‘পুলিশের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিতে রাখা। হুমকিতে আমরা দায়িত্ব পালনে পিছপা হব না। তাঁকে যেকোনো মূল্যে ধরা হবে।’
এর আগে সন্ত্রাসী সাজ্জাদ বায়েজিদ থানার এসআই জগৎ জ্যোতি ও এসআই মনিরকেও ফেসবুকে হুমকি দিয়েছিলেন উল্লেখ করে ওসি জানান, এর মধ্যে একজন সাজ্জাদের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে ১৯ মিনিট ২৯ সেকেন্ডের ফেসবুক লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফ দেশের যেখানেই থাকুক না কেন, তাকে আমি ধরে ন্যাংটা করে পেটাব। ওসি আরিফ থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে আমার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। সে আমার সন্তানকে হত্যা করেছে। আমার স্ত্রীকে আটক করে জেলে নিয়ে গেছে। তাকে আমি ছাড়ব না। পুলিশ না হলে তাকে আমি অনেক আগেই মারধর করতাম। পুলিশের প্রতি শ্রদ্ধা করি বলেই চুপ করে আছি।’
সাজ্জাদ বলেন, ‘সারোয়ার বাবলা ও আসলাম চৌধুরী টাকা দিয়ে আমার বিরুদ্ধে এসব মামলা করিয়েছে। তারা মামলা করে আমাকে এলাকা ছাড়া করেছে। আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায়ও আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অক্সিজেনে যে দুইটি খুন হয়েছে সেখানে আমি ছিলাম না। আমাকে কেউ দেখেনি। তবুও মামলায় আমাকে আসামি করা হয়েছে। তাহসিনকে আমি খুন করিনি। তার সঙ্গে ঢাকাইয়া আকবরের ঝামেলা ছিল।’
এ সময় সিএমপি কমিশনারকে উদ্দেশ করে সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফকে আপনি বদলি করেন। তার বিরুদ্ধে আপনারা তদন্ত করেন।’
পুলিশ জানায়, গণ–অভ্যুত্থানের পর বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। জুলাই ও সেপ্টেম্বরে আধিপত্য বিস্তার নিয়ে তিন মাসের ব্যবধানে প্রকাশ্যে গুলি করে তিনজনকে হত্যা ও প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নগরীতে এখন শীর্ষ সন্ত্রাসীর তকমা পেয়েছেন তিনি।
এই তিন খুনে আলোচিত বিদেশে পলাতক ‘শিবিরের শীর্ষ ক্যাডার’ সাজ্জাদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদ। বিএনপির এক কেন্দ্রীয় নেতার অনুসারী হিসেবেও পরিচিত এই ছোট সাজ্জাদ।
এই সন্ত্রাসীকে ধরতে গত ৫ ডিসেম্বর ভোরে নগরের অক্সিজেন মিরপাড়া হাউজিং সোসাইটির বাসায় অভিযানে চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান সাজ্জাদ। পরে ওই বাসা থেকে শারমিন আক্তার তামান্না নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে শারমিন আক্তার তামান্না বায়েজিদ থানার ওসি, পুলিশের দুই উপ পরিদর্শকসহ ৬ জনের নামে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে একটি মামলার আবেদন করেন। আদালত আজ বুধবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, পিছিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছে বিচারক।
ওই মামলার আবেদনে সাজ্জাদের স্ত্রী উল্লেখ করেছেন, ঘটনার দিন তাঁর স্বামীকে না পেয়ে বাদীকে নারী পুলিশ ছাড়াই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে গিয়ে বিবাদী পুলিশ সদস্যরা বাদীকে এলোপাতাড়ি মারধর করে। লাঠির আঘাতে হাতের হাড় ভেঙেছে, বাদীর তলপেটে লাঠি মারে। মামলায় অভিযুক্ত আরও দুই বিবাদী আইন বহির্ভূতভাবে থানায় প্রবেশ করে পুলিশের সহযোগিতায় বাদীকে মারধর করে। বাদী তিন মাসের অন্তঃসত্ত্বা, মারধরে তাঁর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়। তাঁকে কোনো চিকিৎসাও দেওয়া হয়নি। থানায় নিয়ে ৩৯ ঘণ্টা অমানবিক ও পৈশাচিক নির্যাতনের পর ৬ ডিসেম্বর সন্ধ্যায় বাদীকে কোনো চিকিৎসা দেওয়া ছাড়াই মিথ্যা মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৮ ডিসেম্বর তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন। এরপর চিকিৎসকের শরণাপন্ন হন। শারীরিক পরীক্ষা শেষে গর্ভে থাকা তিন মাসের অনাগত শিশু নষ্ট হয়ে গেছে বলে বাদীকে জানান সংশ্লিষ্ট চিকিৎসক।
চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ওসিকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানের পর অপরাধ জগতে আলোচনায় আসেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। কথায় কথায় গুলি ছোড়ার স্বভাব তাঁর। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত তিন মাসের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ড সংঘটন ও ১০ মামলার আসামি সাজ্জাদ চট্টগ্রাম নগরীতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
গতকাল মঙ্গলবার রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে হত্যার হুমকি দেন সাজ্জাদ।
এ বিষয়ে জানতে চাইলে ওসি আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিয়োজিত। ইতিপূর্বে এই সন্ত্রাসী ও তাঁর দল বায়েজিদের বিভিন্ন এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি করে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। সে গুলি করে তিনজনকে হত্যা মামলার আসামি।
জনগণের জানমাল রক্ষার্থে ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে তাঁকে ধরতে পুলিশ একাধিক অভিযান চালিয়েছে। অভিযানে সাজ্জাদের গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ অনেক সহযোগীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাঁকেও ধরার চেষ্টা চলছে। সেই ক্ষোভ থেকে এই ধরনের হুমকি সে দিয়ে থাকতে পারে।
ওসি বলেন, ‘পুলিশের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিতে রাখা। হুমকিতে আমরা দায়িত্ব পালনে পিছপা হব না। তাঁকে যেকোনো মূল্যে ধরা হবে।’
এর আগে সন্ত্রাসী সাজ্জাদ বায়েজিদ থানার এসআই জগৎ জ্যোতি ও এসআই মনিরকেও ফেসবুকে হুমকি দিয়েছিলেন উল্লেখ করে ওসি জানান, এর মধ্যে একজন সাজ্জাদের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে ১৯ মিনিট ২৯ সেকেন্ডের ফেসবুক লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফ দেশের যেখানেই থাকুক না কেন, তাকে আমি ধরে ন্যাংটা করে পেটাব। ওসি আরিফ থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে আমার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। সে আমার সন্তানকে হত্যা করেছে। আমার স্ত্রীকে আটক করে জেলে নিয়ে গেছে। তাকে আমি ছাড়ব না। পুলিশ না হলে তাকে আমি অনেক আগেই মারধর করতাম। পুলিশের প্রতি শ্রদ্ধা করি বলেই চুপ করে আছি।’
সাজ্জাদ বলেন, ‘সারোয়ার বাবলা ও আসলাম চৌধুরী টাকা দিয়ে আমার বিরুদ্ধে এসব মামলা করিয়েছে। তারা মামলা করে আমাকে এলাকা ছাড়া করেছে। আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায়ও আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অক্সিজেনে যে দুইটি খুন হয়েছে সেখানে আমি ছিলাম না। আমাকে কেউ দেখেনি। তবুও মামলায় আমাকে আসামি করা হয়েছে। তাহসিনকে আমি খুন করিনি। তার সঙ্গে ঢাকাইয়া আকবরের ঝামেলা ছিল।’
এ সময় সিএমপি কমিশনারকে উদ্দেশ করে সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফকে আপনি বদলি করেন। তার বিরুদ্ধে আপনারা তদন্ত করেন।’
পুলিশ জানায়, গণ–অভ্যুত্থানের পর বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। জুলাই ও সেপ্টেম্বরে আধিপত্য বিস্তার নিয়ে তিন মাসের ব্যবধানে প্রকাশ্যে গুলি করে তিনজনকে হত্যা ও প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নগরীতে এখন শীর্ষ সন্ত্রাসীর তকমা পেয়েছেন তিনি।
এই তিন খুনে আলোচিত বিদেশে পলাতক ‘শিবিরের শীর্ষ ক্যাডার’ সাজ্জাদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদ। বিএনপির এক কেন্দ্রীয় নেতার অনুসারী হিসেবেও পরিচিত এই ছোট সাজ্জাদ।
এই সন্ত্রাসীকে ধরতে গত ৫ ডিসেম্বর ভোরে নগরের অক্সিজেন মিরপাড়া হাউজিং সোসাইটির বাসায় অভিযানে চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান সাজ্জাদ। পরে ওই বাসা থেকে শারমিন আক্তার তামান্না নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে শারমিন আক্তার তামান্না বায়েজিদ থানার ওসি, পুলিশের দুই উপ পরিদর্শকসহ ৬ জনের নামে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে একটি মামলার আবেদন করেন। আদালত আজ বুধবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, পিছিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছে বিচারক।
ওই মামলার আবেদনে সাজ্জাদের স্ত্রী উল্লেখ করেছেন, ঘটনার দিন তাঁর স্বামীকে না পেয়ে বাদীকে নারী পুলিশ ছাড়াই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে গিয়ে বিবাদী পুলিশ সদস্যরা বাদীকে এলোপাতাড়ি মারধর করে। লাঠির আঘাতে হাতের হাড় ভেঙেছে, বাদীর তলপেটে লাঠি মারে। মামলায় অভিযুক্ত আরও দুই বিবাদী আইন বহির্ভূতভাবে থানায় প্রবেশ করে পুলিশের সহযোগিতায় বাদীকে মারধর করে। বাদী তিন মাসের অন্তঃসত্ত্বা, মারধরে তাঁর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়। তাঁকে কোনো চিকিৎসাও দেওয়া হয়নি। থানায় নিয়ে ৩৯ ঘণ্টা অমানবিক ও পৈশাচিক নির্যাতনের পর ৬ ডিসেম্বর সন্ধ্যায় বাদীকে কোনো চিকিৎসা দেওয়া ছাড়াই মিথ্যা মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৮ ডিসেম্বর তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন। এরপর চিকিৎসকের শরণাপন্ন হন। শারীরিক পরীক্ষা শেষে গর্ভে থাকা তিন মাসের অনাগত শিশু নষ্ট হয়ে গেছে বলে বাদীকে জানান সংশ্লিষ্ট চিকিৎসক।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে