সবুর শুভ, চট্টগ্রাম
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার ঠিক ১ মাস ১দিন পর এমভি আবদুল্লাহর নাবিক মো. নুরুদ্দিন ফিরছেন চট্টগ্রামে। তাঁর সঙ্গে ফিরছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আরও ২২ নাবিক।
মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-১ ছুঁয়ে নাবিকেরা ফিরবেন নিজেদের পরিবারের কাছে। এ নিয়ে সংশ্লিষ্ট সকলের আনন্দের কোনো শেষ নেই। এতদিন পর প্রিয়জনদের বরণ করতে নাবিকদের পরিবারের সদস্যরা নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন।
এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী থানার দক্ষিণ শাহমীর পুর এলাকার বাসিন্দা নাবিক মো. নুরুদ্দিনের স্ত্রীর প্রস্তুতি ভিন্ন ধাচের। এ দম্পতির ২ বছর ৬ মাসের একমাত্র সন্তান সাদ বিন নুরকে নিয়ে নুরুদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের ভিন্ন মাত্রার সেই আয়োজনের অংশ হিসেবে বানিয়েছেন দুইটি চকলেট কেক।
একটি ৩ পাউন্ডের। অপরটি দেড় পাউন্ডের। তিন পাউন্ডের কেকটিতে জাহাজের লোগো ব্যবহার করা হয়েছে।
ওই কেকের গায়ে লেখা হয়েছে, ‘ওয়েলকাম ব্যাক’। দেড় পাউন্ডের কেকটি তৈরি করা হয়েছে মো. নুরুদ্দিনের জন্য। বাড়িয়ে আসার সঙ্গে সঙ্গে কেকটি কাটা হবে নুরুদ্দিন, তার স্ত্রী ও সন্তান মিলে। এমনটিউ জানালেন জান্নাতুল ফেরদৌস।
তিন পাউন্ডের কেকটি তৈরি করা হয়েছে মো. নুরুদ্দিনের সহকর্মী নাবিকদের জন্য। কিন্তু কীভাবে খাওয়াবেন এই কেক। এমন প্রশ্নের জবারে জান্নাতুল ফেরদৌস জানান, ‘সুযোগ হলে তাদেরকে চট্টগ্রাম বন্দরে আসার পরপরই কেক খাইয়ে স্বাগত জানানো হবে।’
উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। অপহরণের দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। এ এয়ারক্রাফট থেকে দস্যুদের নির্ধারিত স্থানে তিনটি ব্যাগভর্তি ডলার পৌঁছানো হয়। মুক্তির পর জাহাজটি ২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টা নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে।
এরপর গত ২৯ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আরেক বন্দর মিনা সাকারা থেকে ৫৬ হাজার ৩৯১ মেট্রিকটন চুনাপাথর নিয়ে আসা এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করল।
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার ঠিক ১ মাস ১দিন পর এমভি আবদুল্লাহর নাবিক মো. নুরুদ্দিন ফিরছেন চট্টগ্রামে। তাঁর সঙ্গে ফিরছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আরও ২২ নাবিক।
মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-১ ছুঁয়ে নাবিকেরা ফিরবেন নিজেদের পরিবারের কাছে। এ নিয়ে সংশ্লিষ্ট সকলের আনন্দের কোনো শেষ নেই। এতদিন পর প্রিয়জনদের বরণ করতে নাবিকদের পরিবারের সদস্যরা নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন।
এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী থানার দক্ষিণ শাহমীর পুর এলাকার বাসিন্দা নাবিক মো. নুরুদ্দিনের স্ত্রীর প্রস্তুতি ভিন্ন ধাচের। এ দম্পতির ২ বছর ৬ মাসের একমাত্র সন্তান সাদ বিন নুরকে নিয়ে নুরুদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের ভিন্ন মাত্রার সেই আয়োজনের অংশ হিসেবে বানিয়েছেন দুইটি চকলেট কেক।
একটি ৩ পাউন্ডের। অপরটি দেড় পাউন্ডের। তিন পাউন্ডের কেকটিতে জাহাজের লোগো ব্যবহার করা হয়েছে।
ওই কেকের গায়ে লেখা হয়েছে, ‘ওয়েলকাম ব্যাক’। দেড় পাউন্ডের কেকটি তৈরি করা হয়েছে মো. নুরুদ্দিনের জন্য। বাড়িয়ে আসার সঙ্গে সঙ্গে কেকটি কাটা হবে নুরুদ্দিন, তার স্ত্রী ও সন্তান মিলে। এমনটিউ জানালেন জান্নাতুল ফেরদৌস।
তিন পাউন্ডের কেকটি তৈরি করা হয়েছে মো. নুরুদ্দিনের সহকর্মী নাবিকদের জন্য। কিন্তু কীভাবে খাওয়াবেন এই কেক। এমন প্রশ্নের জবারে জান্নাতুল ফেরদৌস জানান, ‘সুযোগ হলে তাদেরকে চট্টগ্রাম বন্দরে আসার পরপরই কেক খাইয়ে স্বাগত জানানো হবে।’
উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। অপহরণের দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। এ এয়ারক্রাফট থেকে দস্যুদের নির্ধারিত স্থানে তিনটি ব্যাগভর্তি ডলার পৌঁছানো হয়। মুক্তির পর জাহাজটি ২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টা নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে।
এরপর গত ২৯ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আরেক বন্দর মিনা সাকারা থেকে ৫৬ হাজার ৩৯১ মেট্রিকটন চুনাপাথর নিয়ে আসা এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে