নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম–৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, ‘নতুন কালুরঘাট সেতু তৈরির করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। নতুন কালুরঘাট সেতুর নাম হবে শেখ কামাল কালুরঘাট সেতু।’
আজ রোববার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মোছলেম উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের জন্য প্রধানমন্ত্রী যা করেছেন তা কোনো দিন শোধ করার মতো নয়। বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ায় একটি। চট্টগ্রামের মানুষ জাহাজের সঙ্গে সম্পর্ক, চট্টগ্রামের মানুষ বন্দরের সঙ্গে সম্পর্ক। কালুরঘাটের নতুন সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব।
সংসদ সদস্য আরও বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী কালুরঘাটের ডিজাইন অনুমোদন করেছেন। আগামী ফেব্রুয়ারিতে কালুরঘাট সেতুর কাজ শুরু হবে। ২০২৩ সালে প্রধানমন্ত্রীকেই এনে কালুরঘাটের নতুন সেতুর উদ্বোধন করব। চট্টগ্রামের সব নেতারা মিলে কালুরঘাট সেতুর নাম শেখ কামাল করার জন্য প্রস্তাব করেছি।’
উল্লেখ্য, ১৯৩০ সালে ব্রিটিশ আমলে নির্মিত ৭০০ গজ দীর্ঘ রেল সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ২০০৪ ও ২০১২ সালে দুই দফায় সেতুটি বন্ধ রেখে সংস্কারকাজ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমানে সেতুটির অবস্থা জরাজীর্ণ। ৯০ বছর বয়সী সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে কয়েক হাজার যানবাহন ও কয়েক জোড়া ট্রেন।
চট্টগ্রাম–৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, ‘নতুন কালুরঘাট সেতু তৈরির করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। নতুন কালুরঘাট সেতুর নাম হবে শেখ কামাল কালুরঘাট সেতু।’
আজ রোববার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মোছলেম উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের জন্য প্রধানমন্ত্রী যা করেছেন তা কোনো দিন শোধ করার মতো নয়। বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ায় একটি। চট্টগ্রামের মানুষ জাহাজের সঙ্গে সম্পর্ক, চট্টগ্রামের মানুষ বন্দরের সঙ্গে সম্পর্ক। কালুরঘাটের নতুন সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব।
সংসদ সদস্য আরও বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী কালুরঘাটের ডিজাইন অনুমোদন করেছেন। আগামী ফেব্রুয়ারিতে কালুরঘাট সেতুর কাজ শুরু হবে। ২০২৩ সালে প্রধানমন্ত্রীকেই এনে কালুরঘাটের নতুন সেতুর উদ্বোধন করব। চট্টগ্রামের সব নেতারা মিলে কালুরঘাট সেতুর নাম শেখ কামাল করার জন্য প্রস্তাব করেছি।’
উল্লেখ্য, ১৯৩০ সালে ব্রিটিশ আমলে নির্মিত ৭০০ গজ দীর্ঘ রেল সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ২০০৪ ও ২০১২ সালে দুই দফায় সেতুটি বন্ধ রেখে সংস্কারকাজ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমানে সেতুটির অবস্থা জরাজীর্ণ। ৯০ বছর বয়সী সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে কয়েক হাজার যানবাহন ও কয়েক জোড়া ট্রেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে