নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের খুলশীতে তিন মাস আগে এক যুবককে চোর-ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করার পর বিষয়টি জানাজানি হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন গাজী মো. আলমগীর প্রকাশ আলম (৩৫) এবং মো. জানে আলম (৩৩)। এঁদের মধ্যে আলমগীর পেশায় নৈশপ্রহরী এবং জানে আলম শ্রমিক।
এর আগে ৮ আগস্ট ভোর সাড়ে ৬টার দিকে ইসলাম বিটু (২৫) নামে এক যুবককে চোর ও ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করা হয়। এরপর তাঁকে চার দফায় চার জায়গায় একাধিক ব্যক্তি মিলে পিটুনি দেয়। পরে তাঁর মৃত্যু হলে সবাই সটকে পড়ে। ওই দিন ২ নম্বর গেট কবরস্থানের পাশ থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরবর্তী সময় এ ঘটনায় নিহতের মা বিউটি বেগম বাদী হয়ে খুলশী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। নিহত যুবক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বনগ্রামের ছোট গয়েসপুর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ভিকটিমের মায়ের মামলার পর তদন্তপ্রাপ্ত হয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে প্রথমে চোর সন্দেহে তাড়া করে ২ নম্বর গেটসংলগ্ন ড্রেনের সামনে গিয়ে আটকায় এক নৈশপ্রহরী। এরপর গ্রেপ্তার আলমগীর গিয়ে ওই নৈশপ্রহরীর হাতে লোহার রড তুলে দিয়ে পেটানোর নির্দেশ দেয়।’
তিনি বলেন, ‘এরপর দ্বিতীয় দফায় ভিকটিম বিটুকে ২ নম্বর গেট এলাকাসংলগ্ন নার্সারিতে, তৃতীয় দফায় মুরাদপুর এলাকার সড়ক বিভাজনের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে বেঁধে মারধর করা হয়। ততক্ষণে আলমগীর এবং প্রথম প্রহারকারী নৈশপ্রহরীর সঙ্গে আরও কয়েকজন যোগ দেয়। যাদের মধ্যে গ্রেপ্তার জানে আলমও ছিল। সর্বশেষ বিপ্লব উদ্যানে বেঁধে চতুর্থ দফায় একাধিকজন মিলে পিটিয়ে হত্যা করে বিটুকে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করলেও প্রথমে যিনি লোহার রড দিয়ে মারধর করেছে তিনি পলাতক আছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
গ্রেপ্তার আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক ঘটনার নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলেও জানান এডিসি তারেক আজিজ।
উল্লেখ্য, বিটুকে যে সময় পিটিয়ে মারা হয়েছিল, তখন চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি পর্যায়ে ছিল। হত্যার ঘটনার ঠিক তিন দিন আগে ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার হামলার শিকার হয় নগরের থানাগুলো। এতে মূলত অচল ছিল নগরের থানা-পুলিশের কার্যক্রম।
চট্টগ্রাম নগরের খুলশীতে তিন মাস আগে এক যুবককে চোর-ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করার পর বিষয়টি জানাজানি হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন গাজী মো. আলমগীর প্রকাশ আলম (৩৫) এবং মো. জানে আলম (৩৩)। এঁদের মধ্যে আলমগীর পেশায় নৈশপ্রহরী এবং জানে আলম শ্রমিক।
এর আগে ৮ আগস্ট ভোর সাড়ে ৬টার দিকে ইসলাম বিটু (২৫) নামে এক যুবককে চোর ও ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করা হয়। এরপর তাঁকে চার দফায় চার জায়গায় একাধিক ব্যক্তি মিলে পিটুনি দেয়। পরে তাঁর মৃত্যু হলে সবাই সটকে পড়ে। ওই দিন ২ নম্বর গেট কবরস্থানের পাশ থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরবর্তী সময় এ ঘটনায় নিহতের মা বিউটি বেগম বাদী হয়ে খুলশী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। নিহত যুবক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বনগ্রামের ছোট গয়েসপুর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ভিকটিমের মায়ের মামলার পর তদন্তপ্রাপ্ত হয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে প্রথমে চোর সন্দেহে তাড়া করে ২ নম্বর গেটসংলগ্ন ড্রেনের সামনে গিয়ে আটকায় এক নৈশপ্রহরী। এরপর গ্রেপ্তার আলমগীর গিয়ে ওই নৈশপ্রহরীর হাতে লোহার রড তুলে দিয়ে পেটানোর নির্দেশ দেয়।’
তিনি বলেন, ‘এরপর দ্বিতীয় দফায় ভিকটিম বিটুকে ২ নম্বর গেট এলাকাসংলগ্ন নার্সারিতে, তৃতীয় দফায় মুরাদপুর এলাকার সড়ক বিভাজনের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে বেঁধে মারধর করা হয়। ততক্ষণে আলমগীর এবং প্রথম প্রহারকারী নৈশপ্রহরীর সঙ্গে আরও কয়েকজন যোগ দেয়। যাদের মধ্যে গ্রেপ্তার জানে আলমও ছিল। সর্বশেষ বিপ্লব উদ্যানে বেঁধে চতুর্থ দফায় একাধিকজন মিলে পিটিয়ে হত্যা করে বিটুকে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করলেও প্রথমে যিনি লোহার রড দিয়ে মারধর করেছে তিনি পলাতক আছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
গ্রেপ্তার আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক ঘটনার নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলেও জানান এডিসি তারেক আজিজ।
উল্লেখ্য, বিটুকে যে সময় পিটিয়ে মারা হয়েছিল, তখন চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি পর্যায়ে ছিল। হত্যার ঘটনার ঠিক তিন দিন আগে ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার হামলার শিকার হয় নগরের থানাগুলো। এতে মূলত অচল ছিল নগরের থানা-পুলিশের কার্যক্রম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫