Ajker Patrika

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৪ শতাংশের ঘরে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৪ শতাংশের ঘরে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ শতাংশের কিছু বেশি। এর আগের দিন ছিলো ৫ শতাংশ। এ ছাড়া করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৬ জন এবং মারা যাওয়া ৫ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা এবং অন্যজন চট্টগ্রাম নগরীর বাসিন্দা। 

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৭৪ জন। এ ছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৬৫ জন। 

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৫ শতাংশ। ওই দিন জেলায় করোনায় তিনজনের মৃত্যু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত