জমির উদ্দিন, চট্টগ্রাম
টাকা পরিশোধ না করে সিআরবিতে সড়ক কেটে পাইপ লাইন বসানোর কাজ শেষ করেছে চট্টগ্রাম ওয়াসা। এতে প্রায় আড়াই কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক ঠিক করতে পারছে না রেলওয়ে।
পাইপলাইন বসানোর জন্য ২০২০ সালে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদের কাছে অনুমতি চেয়েও পায়নি চট্টগ্রাম ওয়াসা। তিনি অবসরে যাওয়ার পর অতিরিক্ত দায়িত্ব পাওয়া সরদার সাদাত আলীও অনুমতি দেননি। বর্তমান জিএম জাহাঙ্গীর হোসেন শুধু অনুমতি নয়, সড়ক কাটার আগে টাকা নেওয়ার নিয়ম থাকলেও তা–ও নেননি। পাইপলাইন বসাতে প্রতিবছর রেলওয়েকে ভাড়া দিতে হবে, প্রস্তাব দিয়েছিলেন জিএম নাসির উদ্দিন ও সরদার সাদাত আলী। ওয়াসা প্রস্তাবে রাজি না হওয়ায় সড়ক কাটার অনুমতি দেননি তাঁরা।
সরদার সাদাত আলী এখন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, রেলওয়ের জায়গা ব্যবহার করলে লাইসেন্স নিয়ে প্রতিবছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। ওয়াসা আমাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তখন অনুমতি দিইনি।
বর্তমান জিএম জাহাঙ্গীর হোসেন সড়ক কাটার অনুমতি দেওয়ার পর ওয়াসা পাইপলাইন বসানোর কাজ শুরু করে চলতি বছরের ১৪ মে, কাজ শেষ হয় ১৮ জুলাই। অথচ নিয়মানুযায়ী কাজ শুরুর আগে প্রতি বর্গমিটার সড়ক কাটা বাবদ ৩ হাজার ৩২৫ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা রেলওয়েকে। কাজ শেষ হওয়ার প্রায় এক মাস হতে চললেও সড়ক কাটার ক্ষতিপূরণ বাবদ মোট ২৬ লাখ ৩ হাজার ৪৭৫ টাকা পরিশোধ করেনি ওয়াসা। এতে রেলওয়ের ২ দশমিক ৪৭ কিলোমিটার সড়ক এবড়োখেবড়ো হয়ে আছে।
ওয়াসা থেকে পাওয়া কাগজ ঘেঁটে দেখা গেছে, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের (২য় পর্যায়) অংশ হিসেবে সিআরবি এলাকায় বসানো হয় পাইপলাইন। সিআরবি থেকে শুরু করে ২ দশমিক ৪৭ কিলোমিটার এলাকায় পাইপলাইন বসানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক কর্মকর্তা জানান, সিআরবি দিয়ে সোজা লাইন নিতে পারায় ঠিকাদার প্রতিষ্ঠান লাভবান হয়েছেন। না হলে তাদের পাইপলাইন লালখানবাজার দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হতো। এ ছাড়া কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের মেয়াদের মাত্র চার মাস বাকি আছে। তাই ওয়াসা চেয়েছে সিআরবি দিয়ে যাতে পাইপলাইন নেওয়া যায়।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘আমাদের কাজের মেয়াদ শেষ পর্যায়ে হওয়ায় জিএমের সঙ্গে বৈঠক করে অনুমোদন পাই। আমরা এখনো সড়ক কাটার টাকা পরিশোধ করিনি। কারণ বাজেট নেই। সামনে পরিশোধ করব।’ তিনি বলেন, ‘আগের জিএমরা পাইপলাইন বসানো বাবদ প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে বলেছিলেন। আমরা রাজি না হওয়ায় তাঁরা অনুমোদন দেননি।’
সিআরবিতে বাসাবাড়ি ও বাংলোতে পানির নিরবচ্ছিন্ন সরবরাহ পাওয়ার জন্য ওয়াসাকে অনুমোদন দেওয়া হয় বলে জানান জিএম জাহাঙ্গীর হোসেন। রেলওয়ের তো নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা রয়েছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, স্তর নিচে নেমে যাওয়ায় পানি কম পাওয়া যাচ্ছে। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়াসাকে অনুমোদন দেওয়া হয়। বিষয়টি রেলওয়ের প্রকৌশল দপ্তর দেখছে বলে জানান জিএম।
প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন বলেন, সড়ক কাটা বাবদ টাকা পরে পরিশোধ করবে বলে জানিয়েছে ওয়াসা।
টাকা পরিশোধ না করে সিআরবিতে সড়ক কেটে পাইপ লাইন বসানোর কাজ শেষ করেছে চট্টগ্রাম ওয়াসা। এতে প্রায় আড়াই কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক ঠিক করতে পারছে না রেলওয়ে।
পাইপলাইন বসানোর জন্য ২০২০ সালে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদের কাছে অনুমতি চেয়েও পায়নি চট্টগ্রাম ওয়াসা। তিনি অবসরে যাওয়ার পর অতিরিক্ত দায়িত্ব পাওয়া সরদার সাদাত আলীও অনুমতি দেননি। বর্তমান জিএম জাহাঙ্গীর হোসেন শুধু অনুমতি নয়, সড়ক কাটার আগে টাকা নেওয়ার নিয়ম থাকলেও তা–ও নেননি। পাইপলাইন বসাতে প্রতিবছর রেলওয়েকে ভাড়া দিতে হবে, প্রস্তাব দিয়েছিলেন জিএম নাসির উদ্দিন ও সরদার সাদাত আলী। ওয়াসা প্রস্তাবে রাজি না হওয়ায় সড়ক কাটার অনুমতি দেননি তাঁরা।
সরদার সাদাত আলী এখন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, রেলওয়ের জায়গা ব্যবহার করলে লাইসেন্স নিয়ে প্রতিবছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। ওয়াসা আমাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তখন অনুমতি দিইনি।
বর্তমান জিএম জাহাঙ্গীর হোসেন সড়ক কাটার অনুমতি দেওয়ার পর ওয়াসা পাইপলাইন বসানোর কাজ শুরু করে চলতি বছরের ১৪ মে, কাজ শেষ হয় ১৮ জুলাই। অথচ নিয়মানুযায়ী কাজ শুরুর আগে প্রতি বর্গমিটার সড়ক কাটা বাবদ ৩ হাজার ৩২৫ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা রেলওয়েকে। কাজ শেষ হওয়ার প্রায় এক মাস হতে চললেও সড়ক কাটার ক্ষতিপূরণ বাবদ মোট ২৬ লাখ ৩ হাজার ৪৭৫ টাকা পরিশোধ করেনি ওয়াসা। এতে রেলওয়ের ২ দশমিক ৪৭ কিলোমিটার সড়ক এবড়োখেবড়ো হয়ে আছে।
ওয়াসা থেকে পাওয়া কাগজ ঘেঁটে দেখা গেছে, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের (২য় পর্যায়) অংশ হিসেবে সিআরবি এলাকায় বসানো হয় পাইপলাইন। সিআরবি থেকে শুরু করে ২ দশমিক ৪৭ কিলোমিটার এলাকায় পাইপলাইন বসানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক কর্মকর্তা জানান, সিআরবি দিয়ে সোজা লাইন নিতে পারায় ঠিকাদার প্রতিষ্ঠান লাভবান হয়েছেন। না হলে তাদের পাইপলাইন লালখানবাজার দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হতো। এ ছাড়া কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের মেয়াদের মাত্র চার মাস বাকি আছে। তাই ওয়াসা চেয়েছে সিআরবি দিয়ে যাতে পাইপলাইন নেওয়া যায়।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘আমাদের কাজের মেয়াদ শেষ পর্যায়ে হওয়ায় জিএমের সঙ্গে বৈঠক করে অনুমোদন পাই। আমরা এখনো সড়ক কাটার টাকা পরিশোধ করিনি। কারণ বাজেট নেই। সামনে পরিশোধ করব।’ তিনি বলেন, ‘আগের জিএমরা পাইপলাইন বসানো বাবদ প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে বলেছিলেন। আমরা রাজি না হওয়ায় তাঁরা অনুমোদন দেননি।’
সিআরবিতে বাসাবাড়ি ও বাংলোতে পানির নিরবচ্ছিন্ন সরবরাহ পাওয়ার জন্য ওয়াসাকে অনুমোদন দেওয়া হয় বলে জানান জিএম জাহাঙ্গীর হোসেন। রেলওয়ের তো নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা রয়েছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, স্তর নিচে নেমে যাওয়ায় পানি কম পাওয়া যাচ্ছে। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়াসাকে অনুমোদন দেওয়া হয়। বিষয়টি রেলওয়ের প্রকৌশল দপ্তর দেখছে বলে জানান জিএম।
প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন বলেন, সড়ক কাটা বাবদ টাকা পরে পরিশোধ করবে বলে জানিয়েছে ওয়াসা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫