বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমনে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠের বুক চিরে রাতারাতি নির্মাণ করা হয়েছে রাস্তা। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার প্রধান সড়কসংলগ্ন এই বিদ্যালয়ের মাঠে সড়কটি নির্মাণ করা হয়।
জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জয়ন্তী কর্নার, স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন ও আলোচনা সভায় যোগ দেন। প্রধান সড়কের সঙ্গে স্কুলের প্রধান ফটক লাগোয়া হলেও ডিসিকে বহনকারী গাড়ির যাতে কাদা না মাড়াতে হয়, তাই গভীর রাতে বৃষ্টির মধ্যেই এই সড়কটির নির্মাণকাজ শেষ করা হয়। সকালে বিদ্যালয়ে এসে সড়কটি দেখে অনেক শিক্ষার্থীও অবাক হয়ে যায়। তবে ক্ষোভ জানান স্থানীয়রা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ সাংবাদিকদের বলেন, ’মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবে না, তাই অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি আমরা করিনি, তারা (প্রশাসন) করেছে। আপনারা আমার স্কুলকে কালারিং করবেন না।’
নাম প্রকাশ না করার শর্তে সড়ক নির্মাণকাজে নিয়োজিত এক ব্যক্তি বলেন, ’সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বৃষ্টির মধ্যে ৩৩ জন শ্রমিক এই সড়কটির নির্মাণকাজ করেন। সড়ক নির্মাণে প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালু ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ যার আনুমানিক ব্যয় তিন লক্ষাধিক টাকা।’
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে বলেই সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি মাঠের মাঝখানে করা হয়নি। এই সড়ক নির্মাণে কোনো ব্যয় হয়নি। প্রজেক্টের মাধ্যমেই কাজটি করা হয়েছে।
আরও খবর পড়ুন:
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমনে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠের বুক চিরে রাতারাতি নির্মাণ করা হয়েছে রাস্তা। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার প্রধান সড়কসংলগ্ন এই বিদ্যালয়ের মাঠে সড়কটি নির্মাণ করা হয়।
জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জয়ন্তী কর্নার, স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন ও আলোচনা সভায় যোগ দেন। প্রধান সড়কের সঙ্গে স্কুলের প্রধান ফটক লাগোয়া হলেও ডিসিকে বহনকারী গাড়ির যাতে কাদা না মাড়াতে হয়, তাই গভীর রাতে বৃষ্টির মধ্যেই এই সড়কটির নির্মাণকাজ শেষ করা হয়। সকালে বিদ্যালয়ে এসে সড়কটি দেখে অনেক শিক্ষার্থীও অবাক হয়ে যায়। তবে ক্ষোভ জানান স্থানীয়রা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ সাংবাদিকদের বলেন, ’মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবে না, তাই অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি আমরা করিনি, তারা (প্রশাসন) করেছে। আপনারা আমার স্কুলকে কালারিং করবেন না।’
নাম প্রকাশ না করার শর্তে সড়ক নির্মাণকাজে নিয়োজিত এক ব্যক্তি বলেন, ’সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বৃষ্টির মধ্যে ৩৩ জন শ্রমিক এই সড়কটির নির্মাণকাজ করেন। সড়ক নির্মাণে প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালু ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ যার আনুমানিক ব্যয় তিন লক্ষাধিক টাকা।’
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে বলেই সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি মাঠের মাঝখানে করা হয়নি। এই সড়ক নির্মাণে কোনো ব্যয় হয়নি। প্রজেক্টের মাধ্যমেই কাজটি করা হয়েছে।
আরও খবর পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে