রাঙামাটি প্রতিনিধি
আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, সংসদ সদস্য দীপংকর তালুকদার ও সাবেক জজ বর্তমান বিএনপি কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁরা ভিন্ন রাজনীতির সঙ্গে জড়িত। ভিন্নমতের কথা বলেন। একসঙ্গে দেখা যায় না তাঁদের সহজেই।
আজ শুক্রবার রাঙামাটির বার্গী লেক ভেলিতে প্রথমবারের মতো পাহাড়ি ঢাবিয়ান পুনর্মিলনীতে এক মঞ্চে বসলেন তাঁরা।
পুরো অনুষ্ঠানে ছিল না কোনো রাজনৈতিক বক্তব্য। ছিল আনন্দ আয়োজন। এর মধ্যে ছিল আলোচনা, স্মৃতিচারণা, নাচ, গান, খেলাধুলা ও সিনিয়র ঢাবিয়ানদের ক্রেস্ট প্রদান। অনুষ্ঠানে পাহাড়ের বিশিষ্টজনদের বিশ্ববিদ্যালয় জীবনে স্মৃতিচারণা শুনতে যেন সবাই ছিলেন শ্রোতা।
খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা বলেন, ‘জীবনে এ ধরনের একটি মিলনমেলার দেখার অপেক্ষায় এত দিন ছিলেন। এ মিলনমেলা আমাকে ধন্য করেছে। এ বয়সে এসে এই অনুষ্ঠানে যোগ দিতে পারাটা সত্যিই সৌভাগ্যের।’
পাহাড়ি নারীদের মধ্য সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা আরতি চাকমা বলেন, ‘এ বয়সে এসে এ তারকার মিলন দেখে নিজেকে ধন্য মনে করছি। এটি আগামী প্রজন্মের অনুপ্রেরণা হবে।’
স্মৃতিচারণা করতে গিয়ে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করার সময় একদিন মারামারিতে লিপ্ত হই। পাল্টা হামলার ভয়ে আতঙ্কে থাকতাম। তখন আমার পাহাড়ি ঢাবিয়ানরা আমার পাশে ছিল। এরা ছিল বলে আমার মনোবল বাড়ে। পরে দেখি আমাকে সবাই সমীহ করে চলে।’
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কবুতর উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাহাড়ি ঢাবিয়ানরা যোগ দেন।
আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, সংসদ সদস্য দীপংকর তালুকদার ও সাবেক জজ বর্তমান বিএনপি কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁরা ভিন্ন রাজনীতির সঙ্গে জড়িত। ভিন্নমতের কথা বলেন। একসঙ্গে দেখা যায় না তাঁদের সহজেই।
আজ শুক্রবার রাঙামাটির বার্গী লেক ভেলিতে প্রথমবারের মতো পাহাড়ি ঢাবিয়ান পুনর্মিলনীতে এক মঞ্চে বসলেন তাঁরা।
পুরো অনুষ্ঠানে ছিল না কোনো রাজনৈতিক বক্তব্য। ছিল আনন্দ আয়োজন। এর মধ্যে ছিল আলোচনা, স্মৃতিচারণা, নাচ, গান, খেলাধুলা ও সিনিয়র ঢাবিয়ানদের ক্রেস্ট প্রদান। অনুষ্ঠানে পাহাড়ের বিশিষ্টজনদের বিশ্ববিদ্যালয় জীবনে স্মৃতিচারণা শুনতে যেন সবাই ছিলেন শ্রোতা।
খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা বলেন, ‘জীবনে এ ধরনের একটি মিলনমেলার দেখার অপেক্ষায় এত দিন ছিলেন। এ মিলনমেলা আমাকে ধন্য করেছে। এ বয়সে এসে এই অনুষ্ঠানে যোগ দিতে পারাটা সত্যিই সৌভাগ্যের।’
পাহাড়ি নারীদের মধ্য সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা আরতি চাকমা বলেন, ‘এ বয়সে এসে এ তারকার মিলন দেখে নিজেকে ধন্য মনে করছি। এটি আগামী প্রজন্মের অনুপ্রেরণা হবে।’
স্মৃতিচারণা করতে গিয়ে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করার সময় একদিন মারামারিতে লিপ্ত হই। পাল্টা হামলার ভয়ে আতঙ্কে থাকতাম। তখন আমার পাহাড়ি ঢাবিয়ানরা আমার পাশে ছিল। এরা ছিল বলে আমার মনোবল বাড়ে। পরে দেখি আমাকে সবাই সমীহ করে চলে।’
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কবুতর উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাহাড়ি ঢাবিয়ানরা যোগ দেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫