নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বহদ্দারহাটে সন্ত্রাসীদের আস্তানা থেকে দেশীয় অস্ত্র, গুলি-কার্তুজ, খোসাসহ জিম্মিদের নির্যাতনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে পুলিশের ব্যবহৃত গুলির খোসাও পাওয়া গেছে।
গতকাল সোমবার মধ্যরাতে নগরের বহদ্দারহাট মাছের বাজারের একটি ভবনের তৃতীয় তলায় ওই সন্ত্রাসী আস্তানায় অভিযান চালায় পুলিশ ও র্যাব-৭। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনায় সংবাদ সম্মেলন করে পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আস্তানা থেকে ১২টি শর্টগানের কার্তুজের খোসা ও ৯টি পিস্তলের গুলির খোসা পাওয়া গেছে। এর মধ্যে দুটি গুলির খোসা রয়েছে, যা পুলিশে ব্যবহৃত হয়। এ ছাড়া সেখান থেকে শর্টগানের দুটি তাজা কার্তুজ ও একটি গুলি জব্দ করা হয়। এ ছাড়া সন্ত্রাসীদের ওই আস্তানা একটি গোপন টর্চার সেল হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিল। এখানে মানুষকে ধরে এনে নির্যাতনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
এর আগে গতকাল দুপুরে নগরের বহদ্দারহাটের খতিবের হাট এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে শোডাউন ও পরে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দিন রাতেই অভিযান চালানো হয়।
সংবাদ সম্মেলনে সিএমপি উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীদের টর্চার সেল থেকে যেসব গুলির খোসা আমরা উদ্ধার করেছি, এর মধ্যে দুটি গুলিতে বিপি (বাংলাদেশ পুলিশ) লেখা রয়েছে। আমরা ধারণা করছি, নগরীর কোনো থানা থেকে এসব গুলি লুট হয়েছিল; যা সন্ত্রাসীদের হাতে চলে আসার পর ব্যবহৃত হয়েছে।’ সন্ত্রাসীদের কাছে পুলিশের এসব গুলি কীভাবে এসেছে কিংবা আরও গুলি বা কোনো পিস্তুল আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
উপকমিশনার জানান, আস্তানাটি চান্দগাঁওতে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইস্যার। তাঁকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। রাজনৈতিক মদদপুষ্ট হয়ে বুইস্যার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে উপকমিশনার বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই। সে একজন অপরাধী হিসেবে আমাদের কাছে বিবেচিত হবে।’
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গুলি ও কার্তুজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের তৈরি ৯৮ হাজার ভোল্টের একটি ইলেকট্রিক শক মেশিন এবং ছুরি, রামদা, বিভিন্ন দেশীয় অস্ত্র, মাদকসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, ‘আমরা যে টর্চার সেলের সন্ধান পেয়েছি, সেটার সম্পর্কে আরও তদন্ত চলছে। তবে একটা টর্চার সেলে যা যা থাকে, এখানে সেসব সরঞ্জাম পাওয়া গেছে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো তো এখানে থাকার কথা নয়। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
পুলিশ জানায়, এই ঘটনায় সন্ত্রাসী বুইস্যার অন্যতম সহযোগী বোরহান উদ্দিন (৩০), শাস্ত্র মজুমদার (২০), আল আমিন (২৫), মিজানুর রহমান (৩২), রোকন উদ্দিন (২৯), অন্তর (২২), খড় পাল (২১), ফরহাদের (২৪) পাশাপাশি দুই কিশোরও জড়িত রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, অভিযুক্ত ব্যক্তিরা মহানগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক কারবার, এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তার করে জনমনে আতঙ্ক তৈরিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মারামারি, চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে চান্দগাঁও থানাসহ সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
চট্টগ্রামের বহদ্দারহাটে সন্ত্রাসীদের আস্তানা থেকে দেশীয় অস্ত্র, গুলি-কার্তুজ, খোসাসহ জিম্মিদের নির্যাতনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে পুলিশের ব্যবহৃত গুলির খোসাও পাওয়া গেছে।
গতকাল সোমবার মধ্যরাতে নগরের বহদ্দারহাট মাছের বাজারের একটি ভবনের তৃতীয় তলায় ওই সন্ত্রাসী আস্তানায় অভিযান চালায় পুলিশ ও র্যাব-৭। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনায় সংবাদ সম্মেলন করে পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আস্তানা থেকে ১২টি শর্টগানের কার্তুজের খোসা ও ৯টি পিস্তলের গুলির খোসা পাওয়া গেছে। এর মধ্যে দুটি গুলির খোসা রয়েছে, যা পুলিশে ব্যবহৃত হয়। এ ছাড়া সেখান থেকে শর্টগানের দুটি তাজা কার্তুজ ও একটি গুলি জব্দ করা হয়। এ ছাড়া সন্ত্রাসীদের ওই আস্তানা একটি গোপন টর্চার সেল হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিল। এখানে মানুষকে ধরে এনে নির্যাতনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
এর আগে গতকাল দুপুরে নগরের বহদ্দারহাটের খতিবের হাট এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে শোডাউন ও পরে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দিন রাতেই অভিযান চালানো হয়।
সংবাদ সম্মেলনে সিএমপি উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীদের টর্চার সেল থেকে যেসব গুলির খোসা আমরা উদ্ধার করেছি, এর মধ্যে দুটি গুলিতে বিপি (বাংলাদেশ পুলিশ) লেখা রয়েছে। আমরা ধারণা করছি, নগরীর কোনো থানা থেকে এসব গুলি লুট হয়েছিল; যা সন্ত্রাসীদের হাতে চলে আসার পর ব্যবহৃত হয়েছে।’ সন্ত্রাসীদের কাছে পুলিশের এসব গুলি কীভাবে এসেছে কিংবা আরও গুলি বা কোনো পিস্তুল আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
উপকমিশনার জানান, আস্তানাটি চান্দগাঁওতে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইস্যার। তাঁকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। রাজনৈতিক মদদপুষ্ট হয়ে বুইস্যার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে উপকমিশনার বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই। সে একজন অপরাধী হিসেবে আমাদের কাছে বিবেচিত হবে।’
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গুলি ও কার্তুজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের তৈরি ৯৮ হাজার ভোল্টের একটি ইলেকট্রিক শক মেশিন এবং ছুরি, রামদা, বিভিন্ন দেশীয় অস্ত্র, মাদকসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, ‘আমরা যে টর্চার সেলের সন্ধান পেয়েছি, সেটার সম্পর্কে আরও তদন্ত চলছে। তবে একটা টর্চার সেলে যা যা থাকে, এখানে সেসব সরঞ্জাম পাওয়া গেছে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো তো এখানে থাকার কথা নয়। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
পুলিশ জানায়, এই ঘটনায় সন্ত্রাসী বুইস্যার অন্যতম সহযোগী বোরহান উদ্দিন (৩০), শাস্ত্র মজুমদার (২০), আল আমিন (২৫), মিজানুর রহমান (৩২), রোকন উদ্দিন (২৯), অন্তর (২২), খড় পাল (২১), ফরহাদের (২৪) পাশাপাশি দুই কিশোরও জড়িত রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, অভিযুক্ত ব্যক্তিরা মহানগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক কারবার, এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তার করে জনমনে আতঙ্ক তৈরিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মারামারি, চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে চান্দগাঁও থানাসহ সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে