Ajker Patrika

ফারাজ করিমের ঘরের দরজায় ঝুলছে দুদকের নোটিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০০: ২৩
ফারাজ করিম চৌধুরীর বাসার সামনে দুদকের টিম। ছবি: সংগৃহীত
ফারাজ করিম চৌধুরীর বাসার সামনে দুদকের টিম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বড় ছেলে ফারাজ করিম চৌধুরী ও ছোট ছেলে ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক এই এমপির দুই ছেলের কাছে ইতিমধ্যে একাধিকবার সম্পদ বিবরণী চেয়ে চিঠি পাঠানো হলেও তাঁরা কোনো জবাব দেননি।

শেষ পর্যন্ত আত্মগোপনে থাকা এই দুই ভাইয়ের রাউজানের গহিরার পৈতৃক বাড়ির দরজায় গত বৃহস্পতিবার নোটিশ ঝুলিয়ে আসে দুদক। সঙ্গে ছিল রাউজান থানা-পুলিশের একটি দল।

দুদকের দেওয়া পৃথক নোটিশে বলা হয়েছে, ২১ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ফরমে তাঁদের ও তাঁদের ওপর নির্ভরশীলদের সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা ও আয়ের উৎসের হিসাব জমা দিতে হবে। ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের অনুসন্ধানে ফারাজ ও ফারহানের নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে বলে দাবি সংস্থাটির।

এ বিষয়ে দুদকের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নোটিশ দেওয়া হয়েছে। বাড়িতে কাউকে না পাওয়ায় তা দরজায় সাঁটানো হয়েছে।

ফারাজ করিম একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মকাণ্ডে সরব ছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানকে ঘিরে সমালোচনার মুখে পড়ে তিনি আড়ালে চলে যান। এর পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত