Ajker Patrika

চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনে ৭ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনে ৭ জনের মৃত্যু 

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্তের হার ২৮ শতাংশের বেশি। এ নিয়ে টানা দ্বিতীয় দিন সাতজনের মৃত্যু দেখল চট্টগ্রাম। 

আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩২৭ জনের পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ২২৭ ও বিভিন্ন উপজেলার ১০০ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে আনোয়ারায়, সেখানে ২০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলে। 

এদিকে রাজশাহী জেলায় শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয় ১ হাজার ৬০৬ জনের। এর মধ্যে ৩২৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এতে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ২০ দশমিক ২৪ শতাংশ।
 
চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৯৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৫ হাজার ৩৫৭ ও বিভিন্ন উপজেলার ১২ হাজার ৬৪০। এ ছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৮৮ জন। এর মধ্যে নগরের ৪৬৯ ও বিভিন্ন উপজেলার ২১৯ জন।
 
গতকাল রোববার করোনায় ৬৭ দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয় চট্টগ্রামে। ওই দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়। এই সময়ে শনাক্ত হয়েছে ৩০০ জন। শনাক্তের হার ছিল ২২ শতাংশের বেশি। 

এর আগে ২০ এপ্রিল সর্বোচ্চ ৩৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ওই দিন করোনায় মারা যান আটজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত