পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় আয়েশা সুলতানা সুমি নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে পটিয়া আইনজীবী সমিতি।
আইনি সেবা নিতে আসা বিভিন্ন মক্কেলের কাছে আইনজীবী পরিচয়ে নানাভাবে হয়রানিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইনজীবী সমিতির সভায় ওই আইনজীবীর বিরুদ্ধে বিধিনিষেধ জারি করে পটিয়া জজ আদালত এবং পটিয়া ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশ মুখে নোটিশ টাঙানো হয়েছে। বিষয়টি দুই আদালতের বিচারকদেরও জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা।
উল্লেখ্য, আয়েশা সুলতানার বিরুদ্ধে একাধিক সেবা প্রার্থী আইনজীবী পরিচয়ে টাকা নেওয়া এবং নানাভাবে হয়রানি করে বলে পটিয়া আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেন।
আইনজীবী সমিতির নেতারা জানান, অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় এবং ওই কথিত শিক্ষানবিশ আইনজীবী চুক্তিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই আইনজীবী পটিয়া উপজেলার দক্ষিণ খরনা এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবা আজমিরি মিষ্টি বলেন, ‘শিক্ষানবিশ আইনজীবী আয়েশা সুলতানা সুমির বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সমিতির সাবেক দুই জন সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতিকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি পাঁচটি অভিযোগ গোপনে ও প্রকাশ্যে তদন্ত করেন। অভিযুক্ত শিক্ষানবিশ আইনজীবী সুমির বক্তব্য নেওয়া হয়।’
মাহবুবা আজমিরি বলেন, ‘শিক্ষানবিশ হিসেবে পটিয়া আইনজীবী সমিতির কোনো বারের শিক্ষানবিশ কার্ড দেখাতে ব্যর্থ হয়েছেন সুমি। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছেন উল্লেখ করে গত ১৭ জুলাই প্রতিবেদন দাখিল করেন। গত ২ আগস্ট সমিতির অনুষ্ঠিত সভায় পটিয়া আইনজীবী সমিতি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে। আয়েশা সুলতানা সুমি সমিতির আদেশ অমান্য করলে তাঁকে টাউট হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
পটিয়া আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই আদেশ পুনর্বিবেচনার জন্য সমিতির কাছে আবেদন করেছেন। আগামী মঙ্গলবার সমিতির সাধারণ সভায় সেটি নিয়ে আলোচনা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আয়েশা আক্তার সুমি বলেন, তাঁর কাছে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয়পত্র আছে। তদন্ত কমিটিকে সেটি দেখিয়েছেন। তিনি বলেন, ‘কিন্তু তা গোপন করে তদন্ত কমিটি আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। আমার সাবেক স্বামীর প্ররোচনায় আইনজীবী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টি আমাকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। আমি তাঁদের বিরুদ্ধে আমি মামলা করব। পটিয়া আইনজীবী সমিতির সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আমি পেশায় নিয়োজিত আছি এবং থাকব।’
পটিয়ায় আয়েশা সুলতানা সুমি নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে পটিয়া আইনজীবী সমিতি।
আইনি সেবা নিতে আসা বিভিন্ন মক্কেলের কাছে আইনজীবী পরিচয়ে নানাভাবে হয়রানিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইনজীবী সমিতির সভায় ওই আইনজীবীর বিরুদ্ধে বিধিনিষেধ জারি করে পটিয়া জজ আদালত এবং পটিয়া ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশ মুখে নোটিশ টাঙানো হয়েছে। বিষয়টি দুই আদালতের বিচারকদেরও জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা।
উল্লেখ্য, আয়েশা সুলতানার বিরুদ্ধে একাধিক সেবা প্রার্থী আইনজীবী পরিচয়ে টাকা নেওয়া এবং নানাভাবে হয়রানি করে বলে পটিয়া আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেন।
আইনজীবী সমিতির নেতারা জানান, অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় এবং ওই কথিত শিক্ষানবিশ আইনজীবী চুক্তিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই আইনজীবী পটিয়া উপজেলার দক্ষিণ খরনা এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবা আজমিরি মিষ্টি বলেন, ‘শিক্ষানবিশ আইনজীবী আয়েশা সুলতানা সুমির বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সমিতির সাবেক দুই জন সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতিকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি পাঁচটি অভিযোগ গোপনে ও প্রকাশ্যে তদন্ত করেন। অভিযুক্ত শিক্ষানবিশ আইনজীবী সুমির বক্তব্য নেওয়া হয়।’
মাহবুবা আজমিরি বলেন, ‘শিক্ষানবিশ হিসেবে পটিয়া আইনজীবী সমিতির কোনো বারের শিক্ষানবিশ কার্ড দেখাতে ব্যর্থ হয়েছেন সুমি। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছেন উল্লেখ করে গত ১৭ জুলাই প্রতিবেদন দাখিল করেন। গত ২ আগস্ট সমিতির অনুষ্ঠিত সভায় পটিয়া আইনজীবী সমিতি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে। আয়েশা সুলতানা সুমি সমিতির আদেশ অমান্য করলে তাঁকে টাউট হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
পটিয়া আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই আদেশ পুনর্বিবেচনার জন্য সমিতির কাছে আবেদন করেছেন। আগামী মঙ্গলবার সমিতির সাধারণ সভায় সেটি নিয়ে আলোচনা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আয়েশা আক্তার সুমি বলেন, তাঁর কাছে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয়পত্র আছে। তদন্ত কমিটিকে সেটি দেখিয়েছেন। তিনি বলেন, ‘কিন্তু তা গোপন করে তদন্ত কমিটি আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। আমার সাবেক স্বামীর প্ররোচনায় আইনজীবী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টি আমাকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। আমি তাঁদের বিরুদ্ধে আমি মামলা করব। পটিয়া আইনজীবী সমিতির সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আমি পেশায় নিয়োজিত আছি এবং থাকব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে