সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের তিন দিন পর বিদ্যুতের সংযোগ ফিরে পেলেন কদমরসুল (কেশবপুর) এলাকার দুই শতাধিক গ্রাহক। দীর্ঘ ভোগান্তির পর মঙ্গলবার রাতে বিদ্যুৎ পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে। বিদ্যুতের সংযোগ পুনঃস্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট বিপিডিবির বিপণন ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী শেখ কাউসার মাসুম।
এদিকে মঙ্গলবার বিকেলে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করার সময় ওপর থেকে পড়ে আহত হন ফৌজদারহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের দুই বিদ্যুৎকর্মী মোহাম্মদ রিয়াদ (২২) ও মোহাম্মদ রাকিব (২১)। খুঁটিতে উঠে কাজ করার সময় চার্জিং ভোল্টেজের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন কাঁপতে শুরু করে। এতে তাঁরা ভয় পেয়ে হাত ছেড়ে দেন এবং খুঁটি থেকে নিচে পড়ে আহত হন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ফৌজদারহাটের তথ্যমতে, সীতাকুণ্ডের কদমরসুল–কেশবপুরের ওই অংশে পাঁচটি ট্রান্সফরমার আছে। কিন্তু গত শনিবার বিকেলে বিস্ফোরণ-পরবর্তী সময়ে ওই এলাকার বিদ্যুতের সঞ্চালন লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে। ফলে বিদ্যুৎ না থাকায় এলাকাটিতে পানির সংকট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।
কেশবপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ আতাউল হাকিম আজকের পত্রিকাকে বলেন, বিস্ফোরণের পর একে তো ছিল বিদ্যুৎ না থাকার ভোগান্তি, সেই সঙ্গে ছিল পানির কষ্ট। বিদ্যুতের অভাবে মোটর পাম্প দিয়ে পানি তোলা সম্ভব হয়নি। দূরের টিউবওয়েল থেকে পানি এনে কোনোমতে রান্নার কাজ সামাল দিলেও কাপড়–চোপড় ধোয়া ও গোসল করা বন্ধ রাখতে হয়েছে।
ফৌজদারহাট বিপিডিবির বিপণন ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী শেখ কাউসার মাসুম আজকের পত্রিকাকে জানান, শবে বরাতের কথা মাথায় রেখে তাঁরা টানা কাজ চালিয়েছেন। মঙ্গলবার বিকেলে কাজ করার সময় তাঁদের দুই বিদ্যুৎকর্মী পড়ে আহত হন। তার পরও তাঁরা রাতের মধ্যেই সঞ্চালন লাইন চালু করতে সফল হয়েছেন।
শেখ কাউসার মাসুম বলেন, ‘ওই এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইন পুরো নষ্ট হয়ে গেছে। ট্রান্সফরমার, কেব্লসহ সব যন্ত্রপাতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৭০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছ। বিদ্যুতের আপৎকালীন খাত থেকে এই টাকা বরাদ্দ দিয়ে লাইন ঠিক করা হয়েছে। তবে বিস্ফোরণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানা যাবে কোন প্রতিষ্ঠান এর খরচ বহন করবে। আপাতত আবাসিক গ্রাহকদের সংযোগ দেওয়া হয়েছে। তবে ধাপে ধাপে মেরামত করে বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুতের লাইন চালু করা হবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের তিন দিন পর বিদ্যুতের সংযোগ ফিরে পেলেন কদমরসুল (কেশবপুর) এলাকার দুই শতাধিক গ্রাহক। দীর্ঘ ভোগান্তির পর মঙ্গলবার রাতে বিদ্যুৎ পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে। বিদ্যুতের সংযোগ পুনঃস্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট বিপিডিবির বিপণন ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী শেখ কাউসার মাসুম।
এদিকে মঙ্গলবার বিকেলে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করার সময় ওপর থেকে পড়ে আহত হন ফৌজদারহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের দুই বিদ্যুৎকর্মী মোহাম্মদ রিয়াদ (২২) ও মোহাম্মদ রাকিব (২১)। খুঁটিতে উঠে কাজ করার সময় চার্জিং ভোল্টেজের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন কাঁপতে শুরু করে। এতে তাঁরা ভয় পেয়ে হাত ছেড়ে দেন এবং খুঁটি থেকে নিচে পড়ে আহত হন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ফৌজদারহাটের তথ্যমতে, সীতাকুণ্ডের কদমরসুল–কেশবপুরের ওই অংশে পাঁচটি ট্রান্সফরমার আছে। কিন্তু গত শনিবার বিকেলে বিস্ফোরণ-পরবর্তী সময়ে ওই এলাকার বিদ্যুতের সঞ্চালন লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে। ফলে বিদ্যুৎ না থাকায় এলাকাটিতে পানির সংকট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।
কেশবপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ আতাউল হাকিম আজকের পত্রিকাকে বলেন, বিস্ফোরণের পর একে তো ছিল বিদ্যুৎ না থাকার ভোগান্তি, সেই সঙ্গে ছিল পানির কষ্ট। বিদ্যুতের অভাবে মোটর পাম্প দিয়ে পানি তোলা সম্ভব হয়নি। দূরের টিউবওয়েল থেকে পানি এনে কোনোমতে রান্নার কাজ সামাল দিলেও কাপড়–চোপড় ধোয়া ও গোসল করা বন্ধ রাখতে হয়েছে।
ফৌজদারহাট বিপিডিবির বিপণন ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী শেখ কাউসার মাসুম আজকের পত্রিকাকে জানান, শবে বরাতের কথা মাথায় রেখে তাঁরা টানা কাজ চালিয়েছেন। মঙ্গলবার বিকেলে কাজ করার সময় তাঁদের দুই বিদ্যুৎকর্মী পড়ে আহত হন। তার পরও তাঁরা রাতের মধ্যেই সঞ্চালন লাইন চালু করতে সফল হয়েছেন।
শেখ কাউসার মাসুম বলেন, ‘ওই এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইন পুরো নষ্ট হয়ে গেছে। ট্রান্সফরমার, কেব্লসহ সব যন্ত্রপাতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৭০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছ। বিদ্যুতের আপৎকালীন খাত থেকে এই টাকা বরাদ্দ দিয়ে লাইন ঠিক করা হয়েছে। তবে বিস্ফোরণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানা যাবে কোন প্রতিষ্ঠান এর খরচ বহন করবে। আপাতত আবাসিক গ্রাহকদের সংযোগ দেওয়া হয়েছে। তবে ধাপে ধাপে মেরামত করে বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুতের লাইন চালু করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫