Ajker Patrika

বাঁশখালীর গহিন পাহাড় থেকে ৮ শিক্ষার্থীকে উদ্ধার 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালীর গহিন পাহাড় থেকে ৮ শিক্ষার্থীকে উদ্ধার 

চট্টগ্রামের বাঁশখালীর গহিন পাহাড় থেকে পথহারা আট স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা-পুলিশ। আজ সোমবার বেলা ১২টা থেকে গহিন পাহাড়ে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ তাদের উদ্ধার করে। 

জানা যায়, আট শিক্ষার্থী গহিন পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলে। তারা পথ হারিয়ে ফেলার পর একজন জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে তাদের উদ্ধারে পুলিশ সেখানে যায়। অভিযান চালিয়ে পুলিশ গহিন পাহাড় থেকে শহীদুল ইসলাম, জিয়াউর রহমান, পারভেজ আলম, শাহাদাত হোসেন, আতাউর রহমান, আবদুর রহিম, হাবিবুল ইসলাম ও নাফিজুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদের সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে বাঁশখালীর চাম্বলের গহিন পাহাড়ে আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ পাঠানো হয়। ৩ ঘণ্টা অভিযান শেষে পুলিশ তাদের উদ্ধার করতে সক্ষম হয়। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত