নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি বাসা থেকে দেশি অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরের বায়েজিদ থানার কুলগাঁও খলিল শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড় এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার নগরীর দামপাড়ায় সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। এ সময় জানানো হয়, গ্রেপ্তারকৃতরা তিনটি হত্যা মামলার আসামি এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী।
পুলিশ জানায়, খলিল শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে মো. ইউসুফ নামের এক ব্যক্তির ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), আজিম উদ্দিন (২৩), রিফাদ (১৯) ও মো. জুয়েল (২০)।
সংবাদ সম্মেলনে সিএমপি মুখপাত্র ও অপরাধ-অভিযান বিভাগের উপকমিশনার মো. রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন জায়গায় পথচারীদের মারধর করে মোবাইল ফোন, টাকাপয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিলেন। সন্ত্রাসী ছোট সাজ্জাদের নেতৃত্বে তাঁরা এসব অপরাধ করে আসছেন। ঘটনার সময় গ্রেপ্তার আসিফের নেতৃত্বে তাঁরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদ ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। তাঁদের বিরুদ্ধে এর আগেও চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
অভিযানে আসামিদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র, তিনটি হাঁসুয়া, ছয়টি কিরিচ, দুটি চায়নিজ কুড়াল, দুটি কাটার, একটি ড্রিল মেশিন, একটি ইলেকট্রিক শট, একটি মনিটর, আটটি এটিএম কার্ডসহ একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন বলেন, গত ২৩ জানুয়ারি থেকে অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। চোর-ছিনতাইকারী ধরতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি।
গত পাঁচ দিনে মোট ১৩১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এবং বিভিন্ন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
গণ-অভ্যুত্থানের পর অপরাধ জগতে আলোচনায় আসেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। কথায় কথায় গুলি ছোড়ার স্বভাব তাঁর। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত তিন মাসের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ড সংঘটন ও ১০ মামলার আসামি সাজ্জাদ চট্টগ্রাম নগরীতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি বাসা থেকে দেশি অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরের বায়েজিদ থানার কুলগাঁও খলিল শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড় এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার নগরীর দামপাড়ায় সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। এ সময় জানানো হয়, গ্রেপ্তারকৃতরা তিনটি হত্যা মামলার আসামি এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী।
পুলিশ জানায়, খলিল শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে মো. ইউসুফ নামের এক ব্যক্তির ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), আজিম উদ্দিন (২৩), রিফাদ (১৯) ও মো. জুয়েল (২০)।
সংবাদ সম্মেলনে সিএমপি মুখপাত্র ও অপরাধ-অভিযান বিভাগের উপকমিশনার মো. রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন জায়গায় পথচারীদের মারধর করে মোবাইল ফোন, টাকাপয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিলেন। সন্ত্রাসী ছোট সাজ্জাদের নেতৃত্বে তাঁরা এসব অপরাধ করে আসছেন। ঘটনার সময় গ্রেপ্তার আসিফের নেতৃত্বে তাঁরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদ ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। তাঁদের বিরুদ্ধে এর আগেও চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
অভিযানে আসামিদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র, তিনটি হাঁসুয়া, ছয়টি কিরিচ, দুটি চায়নিজ কুড়াল, দুটি কাটার, একটি ড্রিল মেশিন, একটি ইলেকট্রিক শট, একটি মনিটর, আটটি এটিএম কার্ডসহ একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন বলেন, গত ২৩ জানুয়ারি থেকে অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। চোর-ছিনতাইকারী ধরতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি।
গত পাঁচ দিনে মোট ১৩১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এবং বিভিন্ন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
গণ-অভ্যুত্থানের পর অপরাধ জগতে আলোচনায় আসেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। কথায় কথায় গুলি ছোড়ার স্বভাব তাঁর। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত তিন মাসের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ড সংঘটন ও ১০ মামলার আসামি সাজ্জাদ চট্টগ্রাম নগরীতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫