নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ বছরের বেশি সময় পর চট্টগ্রামে ডাবল, ট্রিপল খুনসহ ৩৬ মামলায় কারাগারে বন্দী থাকা শিবিরের দুর্ধর্ষ ক্যাডার নাছির উদ্দিন অবশেষে জামিনে বেরিয়ে এসেছেন। আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নাছিরের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সব কটি মামলায় তিনি জামিন পেয়েছেন। আজ (রোববার) সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এত দিন ক্রসফায়ারের ভয়ে কারাগার থেকে বেরিয়ে আসার আগ্রহ দেখায়নি নাছির ও তাঁর পরিবারের লোকজন। কিন্তু দেশে এখন ক্রসফায়ার নেই। আর উনিও এখন স্বেচ্ছায় বাইরে বেরিয়ে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আর কারাগারে আর থাকতে চান না। একটু আলো-বাতাস নিতে চাইছেন।’
সূত্রে জানা যায়, শিবির ক্যাডার নাছিরের বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডারসহ ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটির মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন। বাকি তিন মামলায় জামিন পেয়ে মুক্ত হন। এর মধ্যে সবশেষ ৮ আগস্ট একটি মামলায় জামিন হয়।
আগেই দুটি মামলার জামিন হয়েছিল। এর আগে একাধিক মামলায় জামিন পেলেও কারাগার থেকে রহস্যজনক কারণে বেরিয়ে আসেননি আলোচিত এই শিবির ক্যাডার। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতি অনুকূলে থাকায় নাছির কারাগার থেকে বেরিয়ে আসেন।
তবে ২০২২ সালে নাছিরের একটি মামলার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বলেছিলেন, ‘ওনার বয়স অনেক হয়েছে। কারাগারে অসুস্থ অনুভব করছেন। এক কানে ভালো করে শুনছেন না। মামলাগুলো দুই যুগের বেশি সময় ধরে চলছে। কোনো সাক্ষীও আসছে না। মানবিক দিক বিবেচনায় নাছিরের জামিন আবেদন করা হয়েছিল।’
১৯৯৮ সালে ৬ এপ্রিল নাছির পুলিশের হাতে গ্রেপ্তার হন। সেই থেকে তাঁকে চট্টগ্রামসহ বিভিন্ন কারাগারে রাখা হয়। নাছিরের বিরুদ্ধে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি, হাটহাজারী ট্রিপল মার্ডার, চট্টগ্রাম পলিটেকনিকে জমির উদ্দিন হত্যা মামলাসহ বেশির ভাগ মামলায় তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি। বর্তমানে বিচারাধীন রয়েছে ফটিকছড়ি ও ভুজপুর থানার তিনটি হত্যা মামলা। এর একটি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ও বাকি দুটি যুগ্ম জেলা জজ আদালতে।
২৬ বছরের বেশি সময় পর চট্টগ্রামে ডাবল, ট্রিপল খুনসহ ৩৬ মামলায় কারাগারে বন্দী থাকা শিবিরের দুর্ধর্ষ ক্যাডার নাছির উদ্দিন অবশেষে জামিনে বেরিয়ে এসেছেন। আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নাছিরের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সব কটি মামলায় তিনি জামিন পেয়েছেন। আজ (রোববার) সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এত দিন ক্রসফায়ারের ভয়ে কারাগার থেকে বেরিয়ে আসার আগ্রহ দেখায়নি নাছির ও তাঁর পরিবারের লোকজন। কিন্তু দেশে এখন ক্রসফায়ার নেই। আর উনিও এখন স্বেচ্ছায় বাইরে বেরিয়ে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আর কারাগারে আর থাকতে চান না। একটু আলো-বাতাস নিতে চাইছেন।’
সূত্রে জানা যায়, শিবির ক্যাডার নাছিরের বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডারসহ ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটির মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন। বাকি তিন মামলায় জামিন পেয়ে মুক্ত হন। এর মধ্যে সবশেষ ৮ আগস্ট একটি মামলায় জামিন হয়।
আগেই দুটি মামলার জামিন হয়েছিল। এর আগে একাধিক মামলায় জামিন পেলেও কারাগার থেকে রহস্যজনক কারণে বেরিয়ে আসেননি আলোচিত এই শিবির ক্যাডার। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতি অনুকূলে থাকায় নাছির কারাগার থেকে বেরিয়ে আসেন।
তবে ২০২২ সালে নাছিরের একটি মামলার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বলেছিলেন, ‘ওনার বয়স অনেক হয়েছে। কারাগারে অসুস্থ অনুভব করছেন। এক কানে ভালো করে শুনছেন না। মামলাগুলো দুই যুগের বেশি সময় ধরে চলছে। কোনো সাক্ষীও আসছে না। মানবিক দিক বিবেচনায় নাছিরের জামিন আবেদন করা হয়েছিল।’
১৯৯৮ সালে ৬ এপ্রিল নাছির পুলিশের হাতে গ্রেপ্তার হন। সেই থেকে তাঁকে চট্টগ্রামসহ বিভিন্ন কারাগারে রাখা হয়। নাছিরের বিরুদ্ধে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি, হাটহাজারী ট্রিপল মার্ডার, চট্টগ্রাম পলিটেকনিকে জমির উদ্দিন হত্যা মামলাসহ বেশির ভাগ মামলায় তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি। বর্তমানে বিচারাধীন রয়েছে ফটিকছড়ি ও ভুজপুর থানার তিনটি হত্যা মামলা। এর একটি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ও বাকি দুটি যুগ্ম জেলা জজ আদালতে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে