চবি সংবাদদাতা
দীর্ঘ ৩৬ বছর ধরে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সেই নির্বাচনের দাবিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। তাঁরা ‘চাকসু ভবন’ লেখার ওপর নতুন ব্যানার সাঁটিয়েছেন। তাতে বড় অক্ষরে লেখা হয়েছে, ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’। এর নিচে লেখা রয়েছে, ‘এখানে মুলার তরকারি দিয়ে ভাত খাওয়া যায়’।
গতকাল সোমবার ব্যঙ্গাত্মক এই ব্যানার টানিয়ে দেন ছাত্র সংসদের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সভাপতি আব্দুর রহমান এই ব্যঙ্গাত্মক ব্যানার টানান। পরে ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’ উদ্বোধন ও মোনাজাত করেন। এ সময় ইসলামী ছাত্র মজলিশের চবি সভাপতি সাকিব মাহমুদ রূমীসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান বলেন, ‘৩৬ বছর ধরে চাকসু অকার্যকর হয়ে আছে। আমরা এত আন্দোলন-সংগ্রামের পরও ছাত্র সংসদ নির্বাচনের কোনো স্পষ্ট ঘোষণা পাচ্ছি না। আমরা ক্ষোভে চাকসু ভবনে ভাতের হোটেলের সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। বাস্তবেও এটা এখন ফুল টাইম ভাতের হোটেল আর পার্ট টাইম কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। চাকসু ভবন ৩৬ বছর পর তার যোগ্য নাম ফিরে পেয়েছে।’
জানা গেছে, চাকসু নির্বাচনের দাবিতে কর্মসূচি পালন করছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল এক সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র শিবির ‘৩৬ জুলাই’য়ের মধ্যে চাকসু নির্বাচনের দাবি জানিয়েছে। সাধারণ শিক্ষার্থীরাও এই নির্বাচন চাইছেন।
সংস্কার আন্দোলনের কর্মী ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ‘ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম। অথচ বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ অর্গানকে দীর্ঘদিন অকার্যকর করে রাখা হয়েছে। আমাদের এ রকম প্রতিবাদমূলক কর্মসূচি তত দিন চলবে, যত দিন না শিক্ষার্থীদের অধিকার আদায় হচ্ছে।’
১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্র সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ এবং উপযুক্ত পরিবেশ না পাওয়ায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
দীর্ঘ ৩৬ বছর ধরে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সেই নির্বাচনের দাবিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। তাঁরা ‘চাকসু ভবন’ লেখার ওপর নতুন ব্যানার সাঁটিয়েছেন। তাতে বড় অক্ষরে লেখা হয়েছে, ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’। এর নিচে লেখা রয়েছে, ‘এখানে মুলার তরকারি দিয়ে ভাত খাওয়া যায়’।
গতকাল সোমবার ব্যঙ্গাত্মক এই ব্যানার টানিয়ে দেন ছাত্র সংসদের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সভাপতি আব্দুর রহমান এই ব্যঙ্গাত্মক ব্যানার টানান। পরে ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’ উদ্বোধন ও মোনাজাত করেন। এ সময় ইসলামী ছাত্র মজলিশের চবি সভাপতি সাকিব মাহমুদ রূমীসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান বলেন, ‘৩৬ বছর ধরে চাকসু অকার্যকর হয়ে আছে। আমরা এত আন্দোলন-সংগ্রামের পরও ছাত্র সংসদ নির্বাচনের কোনো স্পষ্ট ঘোষণা পাচ্ছি না। আমরা ক্ষোভে চাকসু ভবনে ভাতের হোটেলের সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। বাস্তবেও এটা এখন ফুল টাইম ভাতের হোটেল আর পার্ট টাইম কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। চাকসু ভবন ৩৬ বছর পর তার যোগ্য নাম ফিরে পেয়েছে।’
জানা গেছে, চাকসু নির্বাচনের দাবিতে কর্মসূচি পালন করছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল এক সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র শিবির ‘৩৬ জুলাই’য়ের মধ্যে চাকসু নির্বাচনের দাবি জানিয়েছে। সাধারণ শিক্ষার্থীরাও এই নির্বাচন চাইছেন।
সংস্কার আন্দোলনের কর্মী ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ‘ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম। অথচ বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ অর্গানকে দীর্ঘদিন অকার্যকর করে রাখা হয়েছে। আমাদের এ রকম প্রতিবাদমূলক কর্মসূচি তত দিন চলবে, যত দিন না শিক্ষার্থীদের অধিকার আদায় হচ্ছে।’
১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্র সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ এবং উপযুক্ত পরিবেশ না পাওয়ায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে