নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নতুন যোগ্য নেতৃত্ব বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরের জিইসি কনভেনশন হলে ছয় দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি এক্সপোর্ট বিষয়ে জানতে ঢাকায় গিয়ে ফ্যাক্টরি ভিজিট করার আহ্বানও জানান।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার বলেন, ‘এখানে দেখছি, সাবেক ও বর্তমান সভাপতি একসঙ্গে বসেছেন। এ চিত্র দেখে বোঝা যায় আমাদের ভবিষ্যৎ ভালো। মেলার প্রোডাক্ট দেখে একটা কথা বলতে পারি, প্রোডাক্টের ডিজাইনে বেশ পরিবর্তন এসেছে। এক সঙ্গে থাকার সুফল এটি। আশা করব, দেশের অন্যান্য কমিটিও চট্টগ্রামকে অনুসরণ করবেন।’
অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসার অন্যতম পথিকৃৎ খ্যাত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি, কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহসভাপতি এএসএম নুরউদ্দীন বলেন, ‘চট্টগ্রামে এবার ১৪ তম ফার্নিচার মেলার আয়োজন হচ্ছে। এর আগের ২০০৬ সাল থেকে ১৩টি মেলায় আমি সভাপতিত্ব করেছি। আমি গর্বিত। কারণ আমি মানুষ তৈরি করতে পেরেছি।’
তিনি বলেন, ‘এবারের আয়োজন গতবারের চেয়েও সুন্দর হয়েছে। চট্টগ্রামে যোগ্য ও নতুন নেতৃত্ব গড়ে উঠেছে। কেন্দ্রীয় কমিটি এ বিষয়টি বিবেচনা করে চট্টগ্রামের নতুন নেতৃত্বকে কেন্দ্রীয় কমিটিতে সুযোগ দেবেন।’
অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসা আরও গতিশীল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও তাদের সহযোগিতার অব্যাহত রাখার ঘোষণা দেন।
চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার, অর্থ সম্পাদক মোল্লা ছদর উদ্দিন পিটু, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহসভাপতি এএসএম নুরউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান।
আরও বক্তব্য রাখেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সদস্য আল মো. ইকবাল, মো. জসীম, মো. ইয়াসিন, মো. সুমন, এএসএম নাছির প্রমুখ।
নতুন যোগ্য নেতৃত্ব বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরের জিইসি কনভেনশন হলে ছয় দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি এক্সপোর্ট বিষয়ে জানতে ঢাকায় গিয়ে ফ্যাক্টরি ভিজিট করার আহ্বানও জানান।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার বলেন, ‘এখানে দেখছি, সাবেক ও বর্তমান সভাপতি একসঙ্গে বসেছেন। এ চিত্র দেখে বোঝা যায় আমাদের ভবিষ্যৎ ভালো। মেলার প্রোডাক্ট দেখে একটা কথা বলতে পারি, প্রোডাক্টের ডিজাইনে বেশ পরিবর্তন এসেছে। এক সঙ্গে থাকার সুফল এটি। আশা করব, দেশের অন্যান্য কমিটিও চট্টগ্রামকে অনুসরণ করবেন।’
অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসার অন্যতম পথিকৃৎ খ্যাত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি, কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহসভাপতি এএসএম নুরউদ্দীন বলেন, ‘চট্টগ্রামে এবার ১৪ তম ফার্নিচার মেলার আয়োজন হচ্ছে। এর আগের ২০০৬ সাল থেকে ১৩টি মেলায় আমি সভাপতিত্ব করেছি। আমি গর্বিত। কারণ আমি মানুষ তৈরি করতে পেরেছি।’
তিনি বলেন, ‘এবারের আয়োজন গতবারের চেয়েও সুন্দর হয়েছে। চট্টগ্রামে যোগ্য ও নতুন নেতৃত্ব গড়ে উঠেছে। কেন্দ্রীয় কমিটি এ বিষয়টি বিবেচনা করে চট্টগ্রামের নতুন নেতৃত্বকে কেন্দ্রীয় কমিটিতে সুযোগ দেবেন।’
অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসা আরও গতিশীল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও তাদের সহযোগিতার অব্যাহত রাখার ঘোষণা দেন।
চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার, অর্থ সম্পাদক মোল্লা ছদর উদ্দিন পিটু, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহসভাপতি এএসএম নুরউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান।
আরও বক্তব্য রাখেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সদস্য আল মো. ইকবাল, মো. জসীম, মো. ইয়াসিন, মো. সুমন, এএসএম নাছির প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে