Ajker Patrika

চট্টগ্রামে চাঁদাবাজির অর্ধলাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৩: ২৫
চট্টগ্রামে চাঁদাবাজির অর্ধলাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির অর্ধলাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে খুলশী থানাধীন লালখান বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

অভিযুক্তরা হলেন—মো. আরিফ হোসেন ওরফে লোকমান (২৭), হৃদয় (২০), মো. শুকুর (২১), মো. আরিফ (১৯) ও মীর হোসেন (১৯)। 

স্থানীয় এক সূত্রে জানা যায়, অভিযুক্তরা স্থানীয় এক প্রভাবশালীর অনুসারী। এলাকাটিতে স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা দেওয়া ছাড়া কোনো ভবন নির্মাণ করা যায় না। এ ছাড়া এলাকায় যাওয়া বিভিন্ন নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকগুলো থেকেও নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। 

চাঁদাবাজির অর্ধলাখ টাকা ও দেশীয় অস্ত্রএ ব্যাপারে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গত ১৮ অক্টোবর একটি নির্মাণাধীন বাড়ির কাজ শুরু হওয়ায় সেখানে গিয়ে অভিযুক্তরা চাঁদা দাবি করেন। এ সময় কনস্ট্রাকশন কাজে নিয়োজিতদের তিন দিনের মধ্যে চাঁদা দিতে বলা হয়। কিন্তু সময়ের মধ্যে চাঁদা না দেওয়ায় সেখানে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করা হয়। চাঁদা দিলে কাজ শুরু করা যাবে বলে জানিয়ে দেন তাঁরা। 

সহকারী পরিচালক আরও বলেন, অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৪৪ হাজার ৫০০ টাকা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত