নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত দুজন হলো মো. এরশাদ (১৪) ও ইয়াসমিন আক্তার (৪৫)। পাশাপাশি আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসের ৪ জুন থেকে মোট ৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।’
সূত্র জানায়, মারা যাওয়া কিশোর এরশাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার তাকে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এর আগে হৃদ্রোগ এবং কিডনি জটিলতা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এরশাদ কোভিডে আক্রান্ত হয়।
আর ইয়াসমিন আক্তারের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তিনি আগে থেকে যক্ষ্মা রোগে ভুগছিলেন। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর শনিবার চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর রক্তে সংক্রমণজনিত কার্ডিয়াক শকে মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
এর আগে ১৬ জুন মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলামের (৭৫) মৃত্যুর কথা জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। পরে ২০ জুন চট্টগ্রামে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে পরে ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। করানো ভাইরাসে মারা যাওয়া চারজনের মধ্যে একজন নগরীর এবং অন্য তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে নতুন করে করানো ভাইরাসের সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরীর আন্দরকিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেডে রোগীদের চিকিৎসা চলছে।
এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।
২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত দুজন হলো মো. এরশাদ (১৪) ও ইয়াসমিন আক্তার (৪৫)। পাশাপাশি আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসের ৪ জুন থেকে মোট ৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।’
সূত্র জানায়, মারা যাওয়া কিশোর এরশাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার তাকে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এর আগে হৃদ্রোগ এবং কিডনি জটিলতা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এরশাদ কোভিডে আক্রান্ত হয়।
আর ইয়াসমিন আক্তারের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তিনি আগে থেকে যক্ষ্মা রোগে ভুগছিলেন। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর শনিবার চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর রক্তে সংক্রমণজনিত কার্ডিয়াক শকে মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
এর আগে ১৬ জুন মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলামের (৭৫) মৃত্যুর কথা জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। পরে ২০ জুন চট্টগ্রামে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে পরে ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। করানো ভাইরাসে মারা যাওয়া চারজনের মধ্যে একজন নগরীর এবং অন্য তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে নতুন করে করানো ভাইরাসের সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরীর আন্দরকিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেডে রোগীদের চিকিৎসা চলছে।
এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে