Ajker Patrika

চট্টগ্রামে আরও ২২৬ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে আরও ২২৬ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ১

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছে ৬৬২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৫৬ হাজার ৩৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৯০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং একজন মারা গেছেন। শনাক্তদের মধ্যে নগরের ১৩১ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৯৫ জন। মারা যাওয়া ব্যক্তি শহরের বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত