Ajker Patrika

চট্টগ্রামে রেকর্ড শনাক্তের দিনে মৃত্যু ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৪: ০৮
চট্টগ্রামে রেকর্ড শনাক্তের দিনে মৃত্যু ৯

চট্টগ্রামে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। একের পর এক আক্রান্ত আর মৃত্যুর হারে রেকর্ড ভাঙছে। শুক্রবার করোনা শনাক্তে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের আছেন ১ হাজার ৮৫ জন। আর উপজেলায় ৩৮১। এর আগের দিন ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 
 
শুক্রবার সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে নয়জন করোনা রোগীর। এর আগে বুধবার ১৭ জন ও বৃহস্পতিবার ১৮ জন মারা যান। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৫৮ জনে। শুক্রবার মারা যাওয়া নয়জনের পাঁচজন নগরীর, বাকি চারজন বিভিন্ন উপজেলার। 
 
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১ হাজার ৪৬৬ জনের করোনার শনাক্ত হয়েছে। 
 
শুক্রবার আক্রান্তদের মধ্যে রাউজান উপজেলা ৫২ জন, বোয়ালখালী উপজেলায় ৪৮ জন, হাটহাজারী উপজেলায় ৪৫ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ৩৮ জন, সাতকানিয়া উপজেলায় ৩৮ জন, ফটিকছড়ি উপজেলায় ৩৩ জন, চন্দনাইশ উপজেলায় ২৬ জন, সীতাকুণ্ড উপজেলায় ২৬ জন, মীরসরাই উপজেলায় ১৯ জন ও সন্দ্বীপ উপজেলায় ১৭ জন বাঁশখালী উপজেলায় ১২ জন, আনোয়ারা উপজেলায় ৭ জন, লোহাগাড়া উপজেলায় ৫ জন, পটিয়া উপজেলায় ৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ২১৭ জনে। 
 
এদিকে করোনা সেবা দানকারী নগরীর কোন হাসপাতালেই আইসিইউ শয্যা খালি নেই। রোগী নিয়ে অসহায়ের মত ছুটছেন স্বজনরা। 
 
শুক্রবার সিভিল সার্জনের তথ্যে দেখা যায়, নগরীর সরকারি-বেসরকারি মিলে ১৩ হাসপাতালে চলছে করোনা রোগীর চিকিৎসা সেবা। সম্প্রতি বেসরকারি হাসপাতালগুলো সিট আর আইসিইউ সংখ্যাও বাড়িয়েছে। পার্কভিউ, ইন্টার ন্যাশনাল মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল তাদের শয্যা ও আইসিইউ সংখ্যা বাড়ায়। কিন্তু খবর পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই রোগী ভর্তি হয়ে যায় এসব সিটে। 
 
নগরীর ১৩ হাসপাতালে ১ হাজার ১৯৮ সিটের বিপরীতে ১ হাজার ১১২ সিটেই রোগী ভর্তি। আর সর্বমোট আইসিইউ সংখ্যা ১১৬ টি। যার সবকটিতেই রোগী ভর্তি। শয্যা, অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসা সরঞ্জাম কিংবা চিকিৎসক সবকিছুতেই চলছে ভয়াবহ সংকট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত