প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকা নেওয়ার কার্যক্রম। কিন্তু গ্রামাঞ্চলের অনেক মানুষ অনলাইনে আবেদনের ব্যাপারে সচেতন নন। একদিকে নেটওয়ার্ক সমস্যা অন্যদিকে সবার কাছে নেই স্মার্ট ফোন। আর বাণিজ্যিক দোকানে জনপ্রতি নিবন্ধন ফি নেওয়া হচ্ছে ৫০-১৫০ টাকা। এ অবস্থায় ইচ্ছা থাকার পরও অনেকে করোনা টিকা প্রাপ্তির নিবন্ধন করতে সমস্যায় পড়ছেন।
গ্রামাঞ্চলের টিকা প্রত্যাশীদের কথা চিন্তা করে চট্টগ্রামের লোহাগাড়ার সামাজিক সংগঠন `পশ্চিম আমিরাবাদ রয়েলস ক্লাব' এর সদস্যরা বিনা মূল্যে টিকা নিবন্ধন কার্যক্রমে এগিয়ে আসেন। উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে তাঁরা বিনা মূল্যে করোনা টিকা প্রাপ্তির নিবন্ধন কার্যক্রম করছেন।
জানা যায়, গত ১৪ জুলাই থেকে পশ্চিম আমিরাবাদ আদর্শ পাঠাগারের সহযোগিতায় এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে রয়েলস ক্লাবের সদস্যরা। এই কার্যক্রমের সমন্বয়ক এলাকার সন্তান ও দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসাইন স্বাধীন। তাঁর নেতৃত্বে রয়েলস ক্লাব ও আদর্শ পাঠাগারের ১৫ জন সদস্য তিনটি টিমে ভাগ হয়ে উপজেলার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ক্যাম্প করে করোনা টিকার ফ্রি নিবন্ধন করে দিচ্ছেন। সেই সঙ্গে টিকা কার্ড প্রিন্ট করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে বিনা মূল্যে। ২০ জুলাই পর্যন্ত ৭ দিন উক্ত কার্যক্রম করে দুই হাজার ২০০ জনকে রেজিস্ট্রেশন করে দিয়েছেন তাঁরা।
এ ব্যাপারে শাহাদাত হোসাইন স্বাধীন জানান, করোনার টিকা সহজলভ্য হলেও টিকা নিবন্ধন জটিলতায় মানুষের মধ্যে টিকা গ্রহণ নিয়ে অনাগ্রহ রয়েছে। বেশির ভাগ মানুষই নিবন্ধন করতে জানছেন না। প্রত্যন্ত গ্রামের মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা তিনটি ভ্রাম্যমাণ ফ্রি নিবন্ধন ক্যাম্প চালানোর উদ্যোগ নিয়েছি। গত ১৪ জুলাই উক্ত কার্যক্রম শুরু হয়। কার্যক্রম ১০ দিন চালানোর পরিকল্পনা থাকলেও ২০ তারিখ পর্যন্ত সাত দিন কর্মসূচি পালন করেছি। ঈদের পরপর পুনরায় লকডাউন শুরু হওয়ায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।
তিনি আরও জানান, পাঁচ হাজার মানুষকে করোনার টিকার নিবন্ধন করে টিকা কার্ড পৌঁছে দেওয়ার প্রস্তুতি ছিল আমাদের। কিন্তু এখন পর্যন্ত দুই হাজার ২০০ জনকে রেজিস্ট্রেশন করে দিতে পেরেছি। আমাদের একদিনে ৫০০ নিবন্ধন করে দেওয়ার সক্ষমতা রয়েছে। উপজেলা প্রশাসন সহযোগিতা করলে আমরা লকডাউনেও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালাতে আগ্রহী হব। এই পর্যন্ত দেশের চারটি জেলায় এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে যাদের সঙ্গে আমরা অভিজ্ঞতা বিনিময় করছি।
লোহাগাড়ার চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক বলেন, শাহাদাত হোসাইন স্বাধীনের করোনা টিকার ফ্রি নিবন্ধন কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তাঁর এই কার্যক্রমে এলাকার মানুষের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু জানান, শাহাদাত হোসাইন স্বাধীনের চিন্তাভাবনাটি খুবই ভালো। করোনাভাইরাসের টিকা প্রাপ্তি সংক্রান্ত নিবন্ধনের কার্যক্রমে তাঁকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তাঁর কার্যক্রমে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে উপজেলার সকল ইউপি চেয়ারম্যানকে বলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকা নেওয়ার কার্যক্রম। কিন্তু গ্রামাঞ্চলের অনেক মানুষ অনলাইনে আবেদনের ব্যাপারে সচেতন নন। একদিকে নেটওয়ার্ক সমস্যা অন্যদিকে সবার কাছে নেই স্মার্ট ফোন। আর বাণিজ্যিক দোকানে জনপ্রতি নিবন্ধন ফি নেওয়া হচ্ছে ৫০-১৫০ টাকা। এ অবস্থায় ইচ্ছা থাকার পরও অনেকে করোনা টিকা প্রাপ্তির নিবন্ধন করতে সমস্যায় পড়ছেন।
গ্রামাঞ্চলের টিকা প্রত্যাশীদের কথা চিন্তা করে চট্টগ্রামের লোহাগাড়ার সামাজিক সংগঠন `পশ্চিম আমিরাবাদ রয়েলস ক্লাব' এর সদস্যরা বিনা মূল্যে টিকা নিবন্ধন কার্যক্রমে এগিয়ে আসেন। উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে তাঁরা বিনা মূল্যে করোনা টিকা প্রাপ্তির নিবন্ধন কার্যক্রম করছেন।
জানা যায়, গত ১৪ জুলাই থেকে পশ্চিম আমিরাবাদ আদর্শ পাঠাগারের সহযোগিতায় এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে রয়েলস ক্লাবের সদস্যরা। এই কার্যক্রমের সমন্বয়ক এলাকার সন্তান ও দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসাইন স্বাধীন। তাঁর নেতৃত্বে রয়েলস ক্লাব ও আদর্শ পাঠাগারের ১৫ জন সদস্য তিনটি টিমে ভাগ হয়ে উপজেলার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ক্যাম্প করে করোনা টিকার ফ্রি নিবন্ধন করে দিচ্ছেন। সেই সঙ্গে টিকা কার্ড প্রিন্ট করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে বিনা মূল্যে। ২০ জুলাই পর্যন্ত ৭ দিন উক্ত কার্যক্রম করে দুই হাজার ২০০ জনকে রেজিস্ট্রেশন করে দিয়েছেন তাঁরা।
এ ব্যাপারে শাহাদাত হোসাইন স্বাধীন জানান, করোনার টিকা সহজলভ্য হলেও টিকা নিবন্ধন জটিলতায় মানুষের মধ্যে টিকা গ্রহণ নিয়ে অনাগ্রহ রয়েছে। বেশির ভাগ মানুষই নিবন্ধন করতে জানছেন না। প্রত্যন্ত গ্রামের মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা তিনটি ভ্রাম্যমাণ ফ্রি নিবন্ধন ক্যাম্প চালানোর উদ্যোগ নিয়েছি। গত ১৪ জুলাই উক্ত কার্যক্রম শুরু হয়। কার্যক্রম ১০ দিন চালানোর পরিকল্পনা থাকলেও ২০ তারিখ পর্যন্ত সাত দিন কর্মসূচি পালন করেছি। ঈদের পরপর পুনরায় লকডাউন শুরু হওয়ায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।
তিনি আরও জানান, পাঁচ হাজার মানুষকে করোনার টিকার নিবন্ধন করে টিকা কার্ড পৌঁছে দেওয়ার প্রস্তুতি ছিল আমাদের। কিন্তু এখন পর্যন্ত দুই হাজার ২০০ জনকে রেজিস্ট্রেশন করে দিতে পেরেছি। আমাদের একদিনে ৫০০ নিবন্ধন করে দেওয়ার সক্ষমতা রয়েছে। উপজেলা প্রশাসন সহযোগিতা করলে আমরা লকডাউনেও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালাতে আগ্রহী হব। এই পর্যন্ত দেশের চারটি জেলায় এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে যাদের সঙ্গে আমরা অভিজ্ঞতা বিনিময় করছি।
লোহাগাড়ার চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক বলেন, শাহাদাত হোসাইন স্বাধীনের করোনা টিকার ফ্রি নিবন্ধন কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তাঁর এই কার্যক্রমে এলাকার মানুষের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু জানান, শাহাদাত হোসাইন স্বাধীনের চিন্তাভাবনাটি খুবই ভালো। করোনাভাইরাসের টিকা প্রাপ্তি সংক্রান্ত নিবন্ধনের কার্যক্রমে তাঁকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তাঁর কার্যক্রমে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে উপজেলার সকল ইউপি চেয়ারম্যানকে বলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে